ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S24 Ultra, BIS সাইটে লিস্টেড হল এই ফোন

Highlights

  • জানুয়ারিতে পেশ হতে পারে Samsung Galaxy S24 সিরিজ।
  • এই সিরিজের Galaxy S24 Ultra ফোনটি BIS-এ দেখা গেছে।
  • এতে 200MP কোয়াড রেয়ার ক্যামেরা যোগ করা হতে পারে।

স্যামসাঙের প্রিমিয়াম ফ্ল্যাগশিপ সিরিজের অধীনে Samsung Galaxy S24 Ultra ফোনটি 2024 সালের শুরুতে পেশ করা হতে পারে। এই সিরিজে Samsung Galaxy S24 এবং Samsung Galaxy S24 Plus ফোনগুলির লঞ্চ সম্পর্কেও প্রায় কনফার্ম জানা গেছে। এখনও পর্যন্ত এই সিরিজের লঞ্চ ডেট জানা যায়নি, তবে আমরা সার্টিফিকেশ্ন সাইট বিআইএসে সিরিজের সবচেয়ে বড় মডেল Samsung Galaxy S24 Ultra ফোনটি দেখেছি। এর ফলে ভারতে এই ফোনটির লঞ্চ প্রায় নিশ্চিত ধরেই নেওয়া যায়। চলুন বিস্তারিত জেনেনয়া যাক এই লিস্টিং সম্পর্কে। আরও পড়ুন: BSNL লঞ্চ করল বিশেষ সার্ভিস, এখন থেকে সহজেই হয়ে যাবে সমস্ত কাজ

Samsung Galaxy S24 Ultra এর BIS লিস্টিং

  • নিচে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে Samsung Galaxy S24 Ultra ফোনটি SM-S928B/DS মডেল নাম্বার সহ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) সাইটে লিস্টেড করা হয়েছে।
  • Samsung Galaxy S24 Ultra ফোনের এই লিস্টিং দেখে প্রায় নিশ্চিত ধরে নেওয়া হচ্ছে জানুয়ারি মাসে এই ফোন ভারতে লঞ্চ করা হবে।
  • জানিয়ে রাখি Samsung Galaxy S24 এবং Samsung Galaxy S24 Plus ফোনদুটিও একইসঙ্গে লঞ্চ হতে পারে।

Samsung Galaxy S24 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: সিরিজের গ্যালাক্সি S24 ফোনে 6.1-ইঞ্চির FHD+ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। অন্যদিকে Galaxy S24 Plus ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.7-ইঞ্চির এমোলেড ডিসপ্লে থাকতে পারে। সিরিজের টপ মডেলে 120Hz রিফ্রেশরেট এবং HDR10+ সাপোর্টেড 6.8-ইঞ্চির এমোলেড WQHD+ এমোলেড ডিসপ্লে যোগ করা হতে পারে।
  • প্রসেসর: এই তিনটি ফোনেই অ্যাড্রিনো জিপিইউ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। তবে কিছু মার্কেটে এই ফোন Exynos 2400 চিপসেটের সঙ্গেও লঞ্চ করা হতে পারে।
  • ক্যামেরা: গ্যালাক্সি S24 আলট্রা ফোনে 200MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 12MP + 10MP + 3x জুম সাপোর্টেড কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। বাকি দুটি ফোনে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে 10MP + 2MP সেন্সর যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: S24 Ultra ফোনে 5100mAh ব্যাটারি দেওয়া হতে পারে। অন্যদিকে S24 Plus এবং S24 ফোনে 5000mAh বা 4900mAh ব্যাটারি থাকতে পারে। এই সবকটি ফোনেই 45 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • ওএস: গ্যালাক্সি S24 সিরিজের ফোন লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং One UI 6 এ কাজ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here