22 জানুয়ারি লঞ্চ হবে Samsung Galaxy S25 series, লিকের মাধ্যমে প্রকাশ্যে এল লঞ্চ ডেট

টেক জগতে নতুন বছরের শুরুতেই বাজিমাত করবে স্যামসাঙ। কোম্পানির পক্ষ থেকে 2025 সালের জানুয়ারি মাসে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন এবং AI ফিচার সহ Galaxy S25 series পেশ করা হবে। এবার লিকের মাধ্যমে এই সিরিজের লঞ্চ ডেট প্রকাশ্যে এসেছে। আগামী 22 জানুয়ারি কোম্পানি তাদের Samsung Galaxy S25 series লঞ্চ করে একাধিক শক্তিশালী স্মার্টফোন বাজারে আনবে বলে শোনা যাচ্ছে।

Samsung Galaxy S25 সিরিজের লঞ্চ ডেট

টিপস্টার অভিষেক যাদব Galaxy S25 সিরিজের লঞ্চ ডেট সম্পর্কে জানিয়েছেন। আমরা নিশ্চিত না হলেও লিক অনুযায়ী 22 জানুয়ারি 2025 Samsung Galaxy S25, Galaxy S25 Plus এবং Galaxy S25 Ultra স্মার্টফোন লঞ্চ করা হবে। যতদিন না স্যামসাঙের পক্ষ থেকে অফিসিয়ালি লঞ্চ ডেট ঘোষণা করা হচ্ছে ততদিন কোনো লিক রিপোর্টকেই সঠিক বলে ধরা হচ্ছে না।

Samsung Galaxy S25 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

ডিসপ্লে: Galaxy S25 ফোনে 6.2 ইঞ্চি, Galaxy S25 Plus ফোনে 6.7 ইঞ্চি এবং Galaxy S25 Ultra ফোনে 6.86-ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। এই সবকটি ফোনে QHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, হাই ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ Dynamic LTPO AMOLED 2x ​পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হতে পারে।

পারফরমেন্স: Samsung Galaxy S25 Ultra ফোনে 3nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে। এই চিপসেট ইতিমধ্যে OnePlus 13, Xiaomi 15, iQOO 13 এবং Realme GT 7 Pro এর মতো শক্তিশালী ফোনগুলিতে দেওয়া হয়েছে। অন্যদিকে Samsung Galaxy S25 এবং Galaxy S25 Plus ফোনে Exynos 2500 প্রসেসর দেওয়া হতে পারে।

AI: এই সিরিজের সবকটি ফোনেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করা হবে। ফোনগুলিতে Gemini Nano (v2) AI টেকনোলজি থাকতে পারে। এইসব ফোনে এআই ব্যাবহার করে ফটো তোলা, ফটো ও ভিডিও এডিট, পছন্দ অনুযায়ী ইউজার ইন্টারফেস সেট করা এবং পার্সোনাল অ্যাক্টিভিটি সহ বিভিন্ন কাজ করা যাবে।

স্টোরেজ: এই সিরিজের তিনটি মডেলেরই 12GB RAM এবং 16GB RAM অপশন লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। সিরিজের ভ্যানিলা মডেলের বেস ভেরিয়েন্টে 128GB স্টোরেজ থাকতে পারে এবং সবচেয়ে টপ মডেলের সবচেয়ে বড় ভেরিয়েন্টে 1TB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ক্যামেরা: Samsung Galaxy S25 Ultra ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ এবং Galaxy S25 ও Galaxy S25 Plus ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। লিক অনুযায়ী Galaxy S25 Ultra ফোনের কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে OIS ও PDAF সাপোর্টেড 200MP প্রাইমারি সেন্সর থাকবে। এর সঙ্গে এই সেটআপে 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 50MP পেরিস্কোপ লেন্স এবং 50MP টেলিফটো লেন্স যোগ করা হতে পারে।

লিক থেকে জানা গেছে Galaxy S25 ও Galaxy S25 Plus ফোনের রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো লেন্স থাকবে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য তিনটি ফোনেই 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি: Galaxy S25 Ultra ফোনে কমপক্ষে 5,500mAh সিলিকন কার্বন ব্যাটারি যোগ করা হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী এই ফোনটি 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। তবে আমরা মনে করছি এই ফোনে আরও বেশি শক্তিশালী ফাস্র চার্জিং টেকনোলজি পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here