খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Samsung এর এই শক্তিশালী স্মার্টফোন, BIS-এ হল লিস্টেড

স্যামসাঙ বেশ কিছু মার্কেটে তাদের এক্স কভার সিরিজ পেশ করেছে। এবার ভারতেও এই সিরিজের Samsung Galaxy XCover 7 লঞ্চ করা হতে পারে। এখনও পর্যন্ত অফিসিয়াল লঞ্চ ডেট সামনে না এলেও এই ফোনটি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সাইটে দেখা গেছে, এর ফলে ভারতে এই ফোনটির লঞ্চের সম্ভাবনা আরও প্রবল হয়ে গেছে। জানিয়ে রাখি এই ফোনটি কোম্পানির অন্যান্য ফোনের তুলনায় যথেষ্ট ইউনিক। চলুন দেখে নেওয়া যাক এই ফোনের ডিটেইলস। আরও পড়ুন: শীঘ্রই লঞ্চ হতে পারে Infinix Note 40 Pro, Bluetooth SIG সাইটে হল লিস্টেড

Samsung Galaxy XCover 7 এর BIS লিস্টিং

  • BIS লিস্টিঙে Samsung Galaxy XCover 7 ফোনটি SM-G556B মডেল নাম্বারের সঙ্গে দেখা গেছে।
  • ছবিতে দেখা যাচ্ছে বিআইএসে মডেল নাম্বার ছাড়া অন্য কোনো ডিটেইলস শেয়ার করা হয়নি।
  • এই প্ল্যাটফর্মে স্যামসাঙ ফোনটি লিস্টেড করার মানে ধরেই নেওয়া যায় খুব তাড়াতাড়ি ভারতেও এই ফোনটি সেল করা হবে।
  • জানিয়ে রাখি যদি সত্যি এই ফোন ভারতে লঞ্চ হয় তবে এটি ভারতের মার্কেটে প্রথম Galaxy XCover সিরিজের ফোন হতে চলেছে।

Samsung Galaxy XCover 7 এর সম্ভাব্য ফিচার

আপকামিং Samsung Galaxy XCover 7 ফোনের ডিসপ্লের চারদিকে চওড়া বেজল এবং ওয়াটার ড্রপ নচ দেওয়া হতে পারে। এতে ড্রপ টু কংক্রিট রেজিস্টেন্স MIL-STD-810H রেটিং এবং জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য IP68 রেটিং থাকতে পারে। বিভিন্ন মার্কেটে কিছু দিন আগে কোম্পানির Samsung Galaxy XCover 6 Pro লঞ্চ করা হয়েছে। নিচে এই ফোনের স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: লঞ্চ হল নতুন Elista স্মার্ট এলইডি টিভি, দাম শুরু মাত্র 16,999 টাকা থেকে

Samsung Galaxy XCover 6 Pro এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy XCover 6 Pro Rugged ফোনে 6.6 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস+ প্রোটেকশন রয়েছে।
  • প্রসেসর: এই ফোনে 6nm ফেব্রিকেশনে তৈরি স্ন্যাপড্রাগন 778জি অক্টাকোর প্রসেসর এবং অ্যাড্রিনো 642L জিপিইউ যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: এতে 6GB RAM + 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে ফোনের মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy XCover 6 Pro ফোনে 4,050mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
  • অন্যান্য: জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য এই ফোনে IP68 রেটিং এবং মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড হিসাবে MIL-STD-810H রেটিং রয়েছে।
  • কানেক্টিভিটি: Samsung Galaxy XCover 6 Pro ফোনে 5জি, 4জি, ওয়াইফাই, ব্লুটুথ 5.2, জিপিএস এবং ইউএসবি টাইপ সি পোর্টের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার দেওয়া হয়েছে।
  • ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেম এবং ওয়ান ইউআই 4.1 এ কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here