ভারতে লঞ্চ হল মিলিটারি গ্রেড রেটিং সহ ফোন Samsung Galaxy XCover7, দাম সাধ্যের মধ্যেই

স্যামসাঙ ভারতে তাদের rugged স্মার্টফোন Samsung Galaxy XCover7 লঞ্চ করেছে। এই ফোনটিতে মিলিটারি গ্রেড এবং আইপি68 রেটিং রয়েছে। অর্থাৎ ফোনটি জল ও ধুলো থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি উঁচু থেকে পড়লেও কোনো ক্ষতি হবে না। এছাড়াও এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6100+ প্রসেসর, 6GB RAM ও 50 মেগাপিক্সেল ক্যামেরার মতো বিভিন্ন সুন্দর ফিচার রয়েছে। নিচে কোম্পানির এই নতুন ফোনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy XCover7 এর স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy XCover7 ফোনে 6.6 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে ফুল এইচডি+ রেজোলিউশন, 60 হার্টস রিফ্রেশরেট, 20:9 আসপেক্ট রেশিও এবং Corning Gorilla Glass Victus+ এর প্রোটেকশন যোগ করা হয়েছে।
  • প্রসেসর: এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক Dimensity 6100+ প্রসেসর এবং গ্রাফিক্সের জন্য Mali G57 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: এই ফোনে 6GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়াও মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: এই ফোনে ফটোগ্রাফির জন্য LED ফ্ল্যাশ সহ f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP রেয়ার ক্যামেরা এবং সেলফির জন্য f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy XCover7 ফোনে 4,050mAh ব্যাটারি, 15W ফাস্ট চার্জিং, USB Type-C পোর্ট এবং POGO পিন দেওয়া হয়েছে।
  • অন্যান্য: এই Samsung ফোনে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 রেটিং, মিলিটারি গ্রেড MIL-STD-810H রেটিং, Dolby Atmos এবং 3.5 এমএম অডিও জ্যাক রয়েছে।
  • কানেক্টটিভিটি: Samsung Galaxy XCover7 ফোনে 5G, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, NFC, GPS, গ্লোনাস, গ্যালিলিও, BeiDou এবং USB 2.0 পোর্ট যোগ করা হয়েছে।
  • ওএস: Samsung Galaxy XCover7 ফোনটি Android 14 এবং OneUI এর সঙ্গে পেশ করা হয়েছে।

Samsung Galaxy XCover7 এর দাম এবং সেল

  • ভারতে Samsung Galaxy XCover7 ফোনটির স্ট্যান্ডার্ড এবং এন্টারপ্রাইজ এডিশন লঞ্চ করা হয়েছে।
  • এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলের দাম 27,208 টাকা এবং এন্টারপ্রাইজ এডিশনের দাম 27,530 টাকা।
  • ফোনের স্ট্যান্ডার্ড মডেলে 1 বছর এবং এন্টারপ্রাইজ এডিশনে 2 বছর ওয়ারেন্টি পাওয়া যাবে।
  • Samsung Galaxy XCover7 ফোনটি স্যামসাঙ অনলিয়ান স্টোর এবং স্যামসাঙ কর্পোরেট স্টোরের মাধ্যমে সেল করা হবে।
  • এছাড়াও কোম্পানি এই ফোনের এন্টারপ্রাইজ এডিশনে নক্স স্যুইটের 12 মাসের মেম্বারশিপ দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here