এসে গেল স‍্যামসাঙের প্রথম 5জি ফোন গ‍্যালাক্সি এস10 5জি, জেনে নিন এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন

গতকাল স‍্যামসাং সান ফ্রান্সিসকোতে একটি ইভেন্টের আয়োজন করে এবং এই হল দর্শকদের ভিড়ে ভর্তি ছিল। সকলেই জানতো কোম্পানি ফ্ল‍্যাগশিপ গ‍্যালাক্সি এস10 সিরিজের দুটি বা তিনটি ফোন লঞ্চ করা হবে। কোম্পানি তাদের প্রথম ফোন পেশ করামাত্র হল হাততালির শব্দে ভরে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে কোম্পানি তিনটি ফোন লঞ্চ করে। জনগণের আগ্ৰহ বাড়তে থাকে হয়তো আরও কিছু বাকি আছে এই ভেবে। এমন সময় কোম্পানি তাদের প্রথম 5জি ফোন সম্পর্কে ঘোষণা করে। স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 এর‌ই 5জি মডেল পেশ করে।

12 জিবি র‍্যাম, ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 1 টিবি ইন্টারনাল মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 ও গ‍্যালাক্সি এস10 প্লাস

এই ফোনটি লঞ্চের সময় কোম্পানি জানায় “আমরা 2জি, 3জি ও 4জির ক্ষেত্রে যথেষ্ট এগিয়ে ছিলাম এবং 5জির ক্ষেত্রেও কোম্পানি পিছিয়ে থাকবে না। এতদিন কোম্পানি 5জির ব‍্যাপারে বিভিন্ন সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কাজ করেছে, তবে এবার কোম্পানি 5জি টেকনোলজি গ্ৰাহকদের হাতে দিতে চলেছে।”

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 5জির স্পীড সম্পর্কে কোম্পানি জানায় হাই কোয়ালিটির এবং বড় টিভি শো কোম্পানি কয়েক মিনিটের মধ্যে ডাউনলোড করতে সক্ষম। এছাড়া কোনো ল‍্যাগ ছাড়াই মাল্টি প্লেয়ার ক্লাউড গেম খেলা যাবে। এর সঙ্গে এতে এআর অর্থাৎ অ্যাডভান্সড রিয়ালিটি ও ভিআর অর্থাৎ ভার্চুয়াল রিয়ালিটি অপশন‌ও দেওয়া হয়েছে।

8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই, এতে আছে দুর্দান্ত প্রসেসর

স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 5জিতে গ‍্যালাক্সি এস10 ও এস10 প্লাসের থেকে বড় ব‍্যাটারী ও স্ক্রিন আছে। এতে 6.7 ইঞ্চির স্ক্রিন আছে। এই ফোনে কার্ভড ডায়নামিক সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে এবং এতে 1440 × 3040 পিক্সেল রেজলিউশন‌ওয়ালা কোয়াড এইচডি স্ক্রিন পাওয়া যাবে। এই ফোনটি আইপি68 সার্টিফাইড যা একে জল ও ধূলো প্রতিরোধক বানায়। এতে পাঞ্চ হোল‌ওয়ালা ডিসপ্লে দেখা যাবে কোম্পানি যাকে ইনফিনিটি হোল নাম দিয়েছে।

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য কোম্পানি এতে 4,500 এম‌এএইচ বড় ব‍্যাটারী দিয়েছে। এতে ফাস্ট চার্জিং ও ওয়ারলেস চার্জিং সাপোর্ট করে।

লঞ্চ হল স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন, এতে আছে 5জি সাপোর্ট, 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি

ফোটোগ্ৰাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 5জিতে চারটি রেয়ার ক‍্যামেরা আছে। ফ্রন্ট প‍্যানেলে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ আছে। ফোনের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের। এটি একটি টেলিফোটো লেন্স। এর সঙ্গে ওআইএস সাপোর্ট‌ও আছে। দ্বিতীয় সেন্সরটি 12 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এটি এফ/1.5 থেকে এফ/2.4 ভেরিয়েবল অ্যাপার্চার সাপোর্ট করে। তৃতীয় সেন্সরটি এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের। এই ফোনে 2এক্স অপ্টিক‍্যাল জুম ও 10এক্স ডিজিটাল জুম সাপোর্ট করে। ফোনের চতুর্থ সেন্সর টিওএস যা 3ডি সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে 10 মেগাপিক্সেল এফ/1.9 অ্যাপার্চারের প্রাইমারি সেন্সর ও 3ডি টিওএস সেকেন্ডারি সেন্সর দেওয়া হয়েছে।

এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে এবং এতে 2.8 গিগাহার্টস অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এতে 8 জিবি ও 12 জিবি র‍্যাম আছে। এই ফোনে 512 জিবি ও 1 টিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। কোম্পানি এখনও ভারতে লঞ্চ সম্পর্কে কিছু জানায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here