Second Hand Mobile Phone কেনার সেরা ঠিকানা, সস্তায় পাওয়া যাবে iPhone 15 এবং iPhone 14 সিরিজের সমস্ত ফোন

আগামী 9 সেপ্টেম্বর iPhone 16 সিরিজ লঞ্চ হবে। এই আপকামিং সিরিজ সম্পর্কে ইউজারদের মধ্যে এবং মার্কেটে উৎসাহের কোনো অভাব নেই। অনেকেই নতুন আইফোন কেনার প্রস্ততি নিচ্ছেন এবং তাদের বাজেটও ইতিমধ্যে সেট করা হয়ে গেছে। একদিকে যেমন বহু মানুষ লেটেস্ট আইফোন কিনবেন, তেমনই আবার অনেকে এই সুযোগে সস্তা iPhone 15 বা iPhone 14 কেনার কথা ভাবছেন। যারা পুরনো বা সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই পোস্টটি বিশেষভাবে উপযোগী হবে।

কোথা থেকে কিনবেন Second Hand Mobile?

Cashify

Refurbished Mobile অথবা Second Hand Smartphone কেনার মাধ্যম হিসেবে ক্যাশিফাই একটি উল্লেখযোগ্য প্ল্যাটফর্ম। এই কোম্পানির একটি গুরুত্বপূর্ণ দিক হল এটি অনলাইনের পাশাপাশি অফ্লাইনেও কাজ করে। বিভিন্ন শহরে এই প্ল্যাটফর্মের স্টোর আছে যেখানে গিয়ে নিজে হাতে ফোন চেক করে কেনা যায়। সবচেয়ে বড় কথা Cashify পুরনো এবং সেকেন্ড হ্যান্ড আইফোনেও 12 মাস ওয়ারেন্টি এবং 15 দিনের রিফান্ড পলিসি দিয়ে থাকে।

Cashify থেকে আইফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

Control Z

এমনও একটি প্ল্যাটফর্ম আছে যেখানে কম দামে ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড Apple iPhone এর সঙ্গে 18 মাসের ওয়ারেন্টি দেওয়া হয়। Control Z প্ল্যাটফর্মে এই ধরনেরই ডিল পাওয়া যায়। এই প্ল্যাটফর্ম 250টিরও বেশি পয়েন্ট চেক করে বলে জানানো হয়েছে। Control Z থেকে আইফোন কেনার জন্য EMI এর সুবিধাও পাওয়া যায় এবং ব্যাঙ্ক কার্ড ও ওয়ালেটের ওপরও বিভিন্ন অফার দেওয়া হয়। এই কোম্পানি তাদের বক্সে পুরনো আইফোনের সঙ্গে চার্জিং অ্যাডপ্টার এবং কেবলও দেয়।

Control Z থেকে আইফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

OLX

পুরোনো এবং ইউজ্ড আইফোন কেনার ক্ষেত্রে ভারতের বাজারে OLX সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম। এই কোম্পানি 2006 সাল থেকে ভারতে পুরনো জিনিস কেনা বেচার সঙ্গে যুক্ত। এখান থেকেও পুরনি ফোন কেনা যায়। OLX এর একটি উল্লেখযোগ্য দিক হল এই প্ল্যাটফর্মে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই একে ওপেন‌র সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। এমনকি এই প্ল্যাটফর্মে দাম কম বেশি এবং দেখা করে ক্রেতার হাতে জিনিস তুলে দেওয়ারও অপশন পাওয়া যায়।

OLX থেকে আইফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

SahiValue

গ্রাহকরা SahiValue প্ল্যাটফর্ম থেকেও পুরনো আইফোন কিনতে পারেন। এই প্ল্যাটফর্মে আসল অ্যাপেল ওয়ারেন্টি সহ বিদেশ থেকে ইম্পোর্টেড আইফোন মডেলও পাওয়া যায়। এই প্ল্যাটফর্মে ভারতের বাজারে উপস্থিত মডেলের চেয়ে কম দামেই আইফোন পাওয়া যায়। SahiValue তাদের ইউজারদের শুরুতেই জানিয়ে দেয় কোন মডেলের কোন পার্ট সারানো বা বদলানো হয়েছে। এই ওয়েবসাইট থেকেও ইএমআই সহ সেকেন্ড হ্যান্ড আইফোন কেনা যায়।

SahiValue থেকে আইফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

IndiaMART

IndiaMART একটি বিটুবি প্ল্যাটফর্ম, যেখানে ফোন ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সরাসরি যোগাযোগ ক্রাইয়ে দেওয়া হয়। এই প্ল্যাটফর্মে ওএলএক্সের মতোই ইউজাররা তাদের ফোনের ফটো, দাম এবং অন্যান্য ডিটেইলস শেয়ার করতে পারবেন। ক্রেতারা তাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফোন সিলেক্ট করে সরাসরি সেই ফোনের বিক্রেতার সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

IndiaMART থেকে আইফোন কেনার জন্য এখানে ক্লিক করুন

Second Hand iPhone কেনার সুবিধা

একটা সময় ছিল যখন সাধারণ মানুষ মনে করত সেকেন্ড হ্যান্ড ফোন কেনা উচিত নয়, কিছু নিশ্চয়ই গণ্ডগোল রয়েছে। প্রিমিয়াম স্মার্টফোন, বিশেষ করে আইফোনে সহজে কোনো কিছু খারাপ হয় না। আবার এমন অনেক মানুষ আছেন যারা বাজারে নতুন আইফোন এলে সেটিই কিনে নিতে চান। প্রতি বছর এই ধরনের হাজার হাজার মানুধ তাদের পুরনো আইফোন বেঁচে দেন।

এই ধরনের ফোনগুলি নতুন ফোনের চেয়ে দামে অনেকটাই সস্তা হয়। যেমন নতুন iPhone 14 Pro এর দাম এখন 1,19,000 টাকা, অথচ সেই ফোনই সেকেন্ড হ্যান্ড কিনলে দাম পড়বে 65,999 টাকা। পার্থক্য খুবই স্পষ্ট। এছাড়াও সেকেন্ড হ্যান্ড কিনলে অনেক আউট অফ স্টক মডেলও সহজেই পাওয়া যায়।

Second Hand iPhone কেনার আগে-

IMEI Number চেক করুন

সেকেন্ড হ্যান্ড আইফোন কেনার আগে এইএমইআই নাম্বার চেক করুন। ফোনের বিল এবং মোবাইল ইউনিটের IMEI Number একই হওয়া আবশ্যক। কোম্পানির ওয়েবসাইটে গিয়ে চেক করে নেওয়া দরকার ফোনটির IMEI Number ভ্যালিড কি না। এই পদ্ধতিতে ফেক এবং আসল আইফোনের তফাৎ বোঝ যায়। ফোনের সেটিংসে গিয়ে General > About অপশনে IMEI নাম্বার চেক করা যায়।

পার্টস সম্পর্কে জানুন

আইফোন যেখান থেকেই কিনুন না কেন আগে খোঁজ করুন সেই ফোনটিতে কোন কোন পার্ট নতুন লাগানো হয়েছে। সম্ভব হলে নতুন পার্টের ইনভয়েস বা প্রোডাক্ট আইডি জগার করে নিন।

ব্যাটারি হেল্থ চেক করুন

সেকেন্ড হ্যান্ড আইফোনের ব্যাটারি হেল্থ চেক করা খুবই জরুরি। যে কোনো ফোনের ব্যাটারি হেল্থ দেখে সেই ফোনের লাইফ সম্পর্কে জানা যায়। কোনো আইফোনের ব্যাটারি হেল্থ 80 শতাংশের ওপরে হলে সেটি নিঃসন্দেহে কেনা যায়। কোনো আইফোনের ব্যাটারি হেল্থ চেক করার জন্য Settings > Battery > Battery Health অপশন চেক করুন।

ফেস আইডি অ্যাক্টিভেট

Second Hand iPhone কেনার আগে ফোনের পার্ট ডিটেইলস সহজেই জানা যায়, তবে অনেকেই Face ID ফিচার চেক করতে ভুলে যান। তাই ফোন কেনার সময় চেক করে নেওয়া দরকার ফেস আইডি কাজ করছে কি না। এই ফিচারের মাধ্যমে ফোন লক থেকে শুরু করে অ্যাপ সিকিউরিটি ও ডেটা সেফটি পর্যন্ত কন্ট্রোল করা যায়।

নোট: এটি একটি তথ্যমূলক পোস্ট, উপরোক্ত ওয়েবসাইট এবং শপিং প্ল্যাটফর্মগুলিরসঙ্গে লেনদেনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here