ভারতের মার্কেট চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনে ছেয়ে গেছে – বললে খুব একটা ভুল বলা হবে না। তবে, ভারতীয় ব্র্যান্ড LAVA এর পাশাপাশি Apple, Samsung ও Nothing এর মতো বেশ কিছু নন-চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ডও রয়েছে। এই রকমই একটি ব্র্যান্ড Sharp প্রায় দশ বছর আগে ভারতের বাজারে পা রেখেছিল। তবে এই কোম্পানি খুব বেশি সংখ্যক ফোন ভারতে লঞ্চ করেনি। এবার গ্লোবাল বাজারে এই ব্র্যান্ডের পক্ষ থেকে 240Hz রিফ্রেশ রেট সহ Aquos R10 স্মার্টফোন পেশ করা হয়েছে। নিচে এই ফোনটির ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
240Hz রিফ্রেশ রেট সহ স্মার্টফোন
টেক ব্র্যান্ড Sharp তাদের হোম মার্কেট জাপানে নতুন Aquos R10 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনে 240Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.5-ইঞ্চির FHD+ স্ক্রিন রয়েছে। এই Pro IGZO OLED ডিসপ্লে 3000nits পীক ব্রাইটনেস এবং Dolby Vision সাপোর্ট করে।
হাই রিফ্রেশ রেটের সুবিধা
ভারতের বাজারে আজ পর্যন্ত কোনো স্মার্টফোনে 240Hz রিফ্রেশ রেট সহ ডিসপ্লে দেওয়া হয়নি। জানিয়ে রাখি, কোনো ফোনের রিফ্রেশ রেটের মাধ্যমে সেই ফোনের স্ক্রিন এক সেকেন্ডে কতবার ইমেজ রিফ্রেশ করতে সক্ষম, সেই ক্ষমতা বোঝায়। 90Hz মানে প্রতি সেকেন্ডে 90 বার এবং 120Hz মানে প্রতি সেকেন্ডে 120 বার রিফ্রেশ হবে। হাই রিফ্রেশ রেট সম্পর্কে নিচে আরও জানানো হল।
1. স্মুথ স্ক্রলিং এবং নেভিগেশন
আজকের দিনে দাঁড়িয়ে প্রায় প্রত্যেকেই Instagram Reels দেখতে ভালোবাসেন। প্রায় সকলেই সারা দিন স্ক্রিনে ওপর-নিচে স্ক্রল করতে থাকেন। ফোনের রিফ্রেশ রেট যত হাই হবে, স্ক্রলিং মুভমেন্ট ততটাই বেশি স্মুথ ফিল হবে।
2. দারুণ গেমিং এক্সপেরিয়েন্স
BGMI বা Call of Duty খেলার সময় গ্রাফিক্সের ক্ষেত্রে মাত্র এক সেকেন্ডের দেরি হলেও প্লেয়ারের গেম ওভার হতে পারে। এই ধরনের পরিস্থিতিতে হাই রিফ্রেশ রেট অত্যন্ত উপযোগী একটি জিনিস। গেম আরও বেশি রেসপন্সিভ এবং ফ্লুইড দেখায়। এর সঙ্গে ফোনে ভালো GPU থাকলে অসাধারণ FPS উপভোগ করা যায়।
3. ন্যাচারাল অ্যানিমেশন এবং ট্রানজিশন
হাই রিফ্রেশ রেট থাকার ফলে ফোনে অ্যাপ খোলা-বন্ধ করা, স্লাইড বা স্ক্রল করার সময় যে অ্যানিমেশন দেখা যায় সেগুলি আরও বেশি স্মুথ দেখায়। একইভাবে হাই রিফ্রেশ রেট সহ স্ক্রিনে ভিডিও দেখতে আরও ভালো লাগে। স্পোর্টস বা অ্যাকশন, স্টান্টের মতো ফাস্ট মোশন সীন আরও বেশি ক্লিয়ার ও শার্প হয়ে ওঠে।
ভারতের বাজারে হাই রিফ্রেশ রেট সহ স্মার্টফোন
- Tecno Pova 7 5G
- Tecno Pova Curve 5G
- Moto G96 5G
- Infinix Note 50s 5G+
- Infinix GT 30 Pro
- iQOO Neo 10
- iQOO Neo 10R
- OnePlus Nord 5
উপরোক্ত লিস্টের সবকটি ফোনেই 144Hz রিফ্রেশ রেট পাওয়া যায়। এর মধ্যে Tecno Pova 7 5Gফোনটি সবচেয়ে সস্তা ও লেটেস্ট হাই রিফ্রেশ রেট সহ স্মার্টফোন। এই ফোনটি এই মাসের 4 জুলাই মাত্র 12,999 টাকা প্রাথমিক দামে লঞ্চ করা হয়েছে। এছাড়া হাইএন্ড iQOO Neo 10, 10R এবং OnePlus Nord 5 ফোনগুলিতেও দারুণ রিফ্রেশ রেট পাওয়া যায়।
Sharp Aquos R10 ফোনের স্পেসিফিকেশন
- Qualcomm Snapdragon 7+ Gen 3
- 12GB RAM + 512GB Storage
- 50.3MP Dual Back Camera
- 50.3MP Selfie Camera
- 5,000mAh battery
- 36W fast charging
পারফরমেন্স
Sharp Aquos R10 ফোনটি Android 15 বেসড Sharp UX অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকম স্ন্যাপড্রাগন 7প্লাস জেন 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই ফোনে 12GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে ফোনটির স্টোরেজ 2TB পর্যন্ত বাড়ানো যায়।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Sharp Aquos R10 ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশ সহ 50.3MP প্রাইমারি সেন্সর এবং সেকেন্ডারি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 50.3MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ব্যাটারি
Sharp Aquos R10 ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 36W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, 0% থেকে 100% পর্যন্ত চার্জ হতে এই ব্যাটারির প্রায় 110 মিনিট সময় লাগে। এছাড়াও এই ফোনে USB PD 3.0 এবং wireless চার্জিং সাপোর্ট রয়েছে।
অন্যান্য ফিচার
কোম্পানি তাদের Sharp Aquos R10 ফোনে MIL-STD-810G মিলিটারি গ্রেড সার্টিফাইড বডি ব্যাবহার করেছে। এর ফলে ফোনটিতে দারুণ মজবুতি পাওয়া যায়। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে 3 ওএস আপডেট এবং 5 সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Sharp Aquos R10 ফোনের দাম
তাইওয়ানে Sharp Aquos R10 ফোনটি TWD 20,900 প্রাইমারি দামে লঞ্চ করা হয়েছে। ভারতীয় কারেন্সি অনুযায়ী এই দাম প্রায় 60 হাজার টাকার কাছাকাছি এবং এই দামে ফোনটির 12GB RAM + 256GB Storage মডেল পাওয়া যাবে। একইভাবে এই ফোনের 12GB + 512GB মডেল TWD 22,990 অর্থাৎ প্রায় 67 হাজার টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি white, gold এবং black কালার অপশনে সেল করা হবে। তবে ভারতে এই ফোনটি লঞ্চের কোনো সম্ভাবনা নেই।












