আজকের দিনে দাঁড়িয়ে গোটা বিশ্বের মোবাইল বাজারে চাইনিজ কোম্পানিগুলির আধিপত্য সবচেয়ে বেশি। চীনী ব্র্যান্ডের জনপ্রিয়তার মধ্যেই জাপানি কোম্পানি Sharp তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Aquos Sense 10 5G স্মার্টফোনটি পেশ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 240Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট পাওয়া যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Sharp Aquos Sense 10 5G স্মার্টফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে।
Sharp Aquos Sense 10 স্মার্টফোনটিতে 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.1 ইঞ্চির ফুলএইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানির স্মার্টফোনে Pro IGZO OLED প্যানেল দিয়ে তৈরি ডিসপ্লেতে 1Hz থেকে 240Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ভেরিয়েবল রিফ্রেশ রেট গেমিঙের জন্য ভালো বলে মনে করা হয়, এটি প্রতিটি ফ্রেমের হিসাবে নিজের থেকে পরিবর্তন হয়ে দুর্দান্ত গ্রাফিক্স দিতে সাহায্য করে।
এই স্মার্টফোনের হাই রিফ্রেশ রেটের জন্য এতে দুর্দান্ত গেমিং কোয়ালিটির পাশাপাশি অসাধারণ ভিজুয়াল উপভোগ করা যাবে। স্ক্রিনের কন্টেন্টের ফ্রেম রেট পরিবর্তনের কারণে স্ক্রিন আটকে যাওয়া বা ছবি ফেটে যাওয়ার (stuttering) যে সমস্যা দেখা যায়, ভেরিয়েবল রিফ্রেশ রেট (VRR) এগুলি কম করতে সক্ষম। স্মুথ স্ক্রলিঙের পাশাপাশি ন্যাচারাল অ্যানিমেশন এবং ট্রানজিশন পাওয়া যাবে।
Sharp Aquos Sense 10 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 16 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Snapdragon 7s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর 1.8GHz থেকে 2.5GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। এই স্মার্টফোনটিতে 8GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
Sharp Aquos Sense 10 স্মার্টফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50.3 মেগাপিক্সেল প্রাইমারি OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 50.3 মেগাপিক্সেল Wide-angle অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Sharp Aquos Sense 10 5G স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Sharp Aquos Sense 10 স্মার্টফোনটিতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সমস্ত কোম্পানি তাদের স্মার্টফোনগুলি বড় ব্যাটারি সহ লঞ্চ করছে। তাই নতুন স্মার্টফোনটিড় 5000mAh ব্যাটারি কিছুটা কম বলে মনে করা হচ্ছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী Sharp Aquos Sense 10 স্মার্টফোনটি 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে সক্ষম।
Sharp Aquos Sense 10 5G স্মার্টফোনটিতে MIL-STD-810G মিলিটারি গ্রেড বডি দেওয়া হয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IPX5/IPX8/IP6X রেটিং রয়েছে। Sharp Aquos Sense 10 5G স্মার্টফোনে NFC, Bluetooth 5.2, ডুয়েল বক্স স্পিকার যোগ করা হয়েছে। এই স্মার্টফোনটি গ্লোবাল বাজারে Denim Navy, Khaki Green, Pale Pink, Pale Mint, Full Black ও Light Silver 6টি কালার অপশনে লঞ্চ করা হয়েছে।
Sharp Aquos Sense 10 5G স্মার্টফোনটির 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 62,700 yen অর্থাৎ প্রায় 36 হাজার টাকা দামে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির টপ ভেরিয়েন্ট 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 69,300 অর্থাৎ প্রায় 39 হাজার টাকা রাখা হয়েছে। জানিয়ে রাখি ভারতের বাজারে Sharp Aquos Sense 10 ফোনটি লঞ্চ করা হবে না।












