Airtel 5G Speed Test স্পীড দেখে আপনিও অবাক হতে বাধ্য, দেখে নিন ভিডিও

ভারতের দ্বিতীয় সবচেয়ে বড় টেলিকম অপারেটর Bharti Airtel ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2022 এর প্রথম দিন দেশের 8টি রাজ্যে 5G পরিষেবা চালু করে দিয়েছে। দিল্লি, মুম্বাই, বারানসি, বেঙ্গালুরু, শিলিগুড়ি ও কোলকাতা এর মধ্যে অন্যতম। IMC এর মঞ্চে Airtel কোম্পানির 5G স্পীড টেস্টের সঙ্গেই তাদের 5G নেটওয়ার্ক কতটা ফাস্ট টা দেখিয়েছে। আমাদের টীম সেখানে উপস্থিত হয়ে Airtel 5G এর স্পীড চেক করেছে। চলুন দেখে নেওয়া যাক Airtel এর 5G নেটওয়ার্কের ডাউনলোড স্পীড কতটা হবে।

Airtel 5G Speed

ইন্ডিয়া মোবাইল কংগ্রেস (IMC) 2022 এর মঞ্চে Airtel তাদের নেটওয়ার্কের স্পীড টেস্ট করে দেখিয়েছে। আমরা OnePlus 10 Pro ফোনে টেস্টিং চেক করেছি। টেস্টে Airtel 5G নেটওয়ার্কের ডাউনলোড স্পীড 304 এমবিপিএস এবং আপলোড স্পীড 84 এমবিপিএসের কাছাকাছি ধরা পড়েছে। টেস্ট দেখার জন্য নিচে দেওয়া ভিডিও দেখতে পারেন। আরও পড়ুন: BSNL 5G Launch: Airtel-Jio কে চাপে ফেলতে আসছে BSNL 5G, এই দিন লঞ্চ হবে কোম্পানির 5G সার্ভিস

Airtel 5G স্পীড টেস্টের ভিডিও

গোটা বিশ্বের চেয়ে 10 শতাংশ সস্তা হবে 5G Plans

আপনার জেনে গর্ব অনুভব হবে যে ভারত গোটা বিশ্বে পঞ্চম এন্ড টু এন্ড 5G সার্ভিস প্রদানকারী দেশের স্থান দখল করে নিয়েছে। ভারতের আগে মাত্র চারটি দেশ এই কাজ করতে পেরেছে। এর থেকেও উল্লেখযোগ্য বিষয় হল ভারতে 5G প্ল্যানের দাম বিশ্বের অন্যান্য দেশের তুলনায় 10 শতাংশ কম হতে চলেছে। বিপুল জনসংখ্যার মানুষের জন্য লো লেটেন্সি এবং ব্র্যান্ড কভারেজ যুক্ত 5G নেটওয়ার্ক কম দামে চালু করলে সাধারণ মানুষের জন্য তা যথেষ্ট ভালো হবে বলে মনে করা হচ্ছে।

5G ব্যাবহারের জন্য প্রয়োজন

5G পরিষেবা উপভোগ করার জন্য ইউজারদের এলাকায় 5G নেটওয়ার্ক থাকা দরকার। Airtel আগেই জানিয়ে রেখেছে এই মুহূর্তে দাঁড়িয়ে শুধুমাত্র যেসব জায়গায় 5G টাওয়ার ইনস্টল করা আছে শুধু সেসব স্থানেই 5G পরিষেবা পাওয়া যাবে। 5G সার্ভিস উপভোগ করার জন্য 5G কম্প্যাটিবল স্মার্টফোন থাকাও আবশ্যক। আমাজন সেল উপলক্ষে 5G স্মার্টফোনের ওপর প্রযোজ্য ডিল ও অফার সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুনআরও পড়ুন: Amazon Great Indian Festival Sale এ হোম অ্যাপ্লায়েন্স এ পাবেন বিশেষ ছাড়, দেখে নিন সেরা ডিল গুলি

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here