50MP Selfie Camera সহ ভারতে লঞ্চ হল এই স্টাইলিশ স্মার্টফোন, বিনামূল্যে পাওয়া যাবে Smartwatch

ভারতে Tecno Camon 30 সিরিজ এসে গেছে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে TECNO CAMON 30 5G এবং TECNO CAMON 30 Premier 5G স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোনেই স্টাইলিশ লুক এবং শক্তিশালী ক্যামেরা দেওয়া হয়েছে। এই পোস্টে Tecno Camon 30 5G ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে আলোচনা করা হল।

Tecno Camon 30 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Camon 30 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 1200nits ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি এবং 2.8GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7200 অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G610 GPU যোগ করা হয়েছে।

স্টোরেজ: ভারতে এই ফোনটি 8GB RAM এবং 12GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই দুটি মডেলেই 256GB Storage দেওয়া হয়েছে। এই ফোনটি LPDDR4X RAM এবং UFS 3.1 Storage টেকনোলজিতে কাজ করে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Camon 30 5G ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 100MP প্রাইমারি সেন্সর এবং 2MP Depth সেন্সর যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা এবং ভিডিও কল করার জন্য এই ফোনে 50MP Selfie ক্যামেরা দেওয়া হয়েছে। এই autofocus ক্যামেরা লেন্স ডুয়েল কালার টেম্পারেচার ফ্ল্যাশ সহ কাজ করে।

ব্যাটারি: Tecno Camon 30 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 70W Super Flash ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ব্যাটারি মাত্র 19 মিনিটের মধ্যে 0 থেকে 50 শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।

Tecno Camon 30 5G ফোনের ফিচার

  • Tecno Camon 30 5G ফোনে 3 বছর OS এবং 3 বছর Security আপডেট দেওয়া হবে।
  • সুন্দর সাউন্ড আউটপুটের জন্য এই ফোনে Dolby Atmos Dual Speakers যোগ করা হয়েছে।
  • এই ফোনে Memory Fusion টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে physical RAM ও virtual RAM যোগ করে মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
  • স্মুথ গেমিঙের পাশাপাশি ফোনটি ঠাণ্ডা রাখার জন্য এতে Hyper Engine 5.0 দেওয়া হয়েছে।

Tecno Camon 30 5G ফোনের দাম

  • 8GB RAM + 256GB Storage = ₹22,999
  • 12GB RAM + 256GB Storage = ₹26,999

নতুন Tecno Camon 30 5G ফোনটি দুটি RAM ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই ফোনের 8GB RAM মডেলের দাম 22,999 টাকা এবং 12GB RAM মডেলের দাম 26,999 টাকা রাখা হয়েছে। এই ফোনে 3 হাজার টাকা ICICI ব্যাঙ্ক ডিসকাউন্ট পাওয়া যাবে, যার ফলে এই দুটি মডেল যথাক্রমে 19,999 টাকা এবং 23,999 টাকার বিনিময়ে কেনা যাবে। আগামী 23 মে থেকে এই ফোনের সেল শুরু হবে এবং কোম্পানি এই ফোনটির সঙ্গে 4999 টাকা দামের Smartwatch একদম বিনামূল্যে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here