ভারতে লঞ্চ হল Tecno Camon 30 Premier 5G স্মার্টফোন, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

টেকনো ভারতে Tecno Camon 30 5G এবং Camon 30 Premier 5G নামের তাদের দুটি নতুন স্মার্টফোন পেশ করেছে। এই দুটি স্মার্টফোন স্টাইলিশ লুক, এডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ লঞ্চ করা হয়েছে। এর মধ্যে Tecno Camon 30 5G ফোনটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই শক্তিশালী Camon 30 Premier 5G ফোনের দাম, ফিচারস এবং স্পেসিফিকেশনের সম্পূর্ণ ডিটেইলস।

Tecno Camon 30 Premier 5G এর ফিচার এবং স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Camon 30 Premier 5G স্মার্টফোনে 1.5K রেজোলিউশন সহ 6.77 ইঞ্চির ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছে। এই ডিসপ্লে LTPO AMOLED প্যানেল দিয়ে তৈরি 120Hz রিফ্রেশ রেট এবং 1400nits ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের ডিসপ্লে প্রোটেকশনের জন্য কর্নিং গোরিলা গ্লাস 5 যোগ করা হয়েছে। এই স্মার্টফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার সাপোর্ট দেওয়া হয়েছে।

প্রসেসর: Tecno Camon 30 Premier 5G স্মার্টফোন অ্যান্ড্রয়েড 14 এবং HiOS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Dimensity 8200 Ultimate অক্টাকোর প্রসেসর সহ 3GHz ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali G610 GPU যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Camon 30 Premier 5G স্মার্টফোনে 3 বছরের অ্যান্ড্রয়েড ওএস এবং 3 বছরের সিকিউরিটি আপডেট সহ পেশ করা হয়েছে।

ক্যামেরা: Tecno Camon 30 Premier 5G স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করে। এই ফোনের ব্যাক প্যানেলে 50 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা সেন্সর রয়েছে। এই ফোনে কার্ভ ফ্ল্যাশ সহ 50MP Sony IMX890 OIS মেইন সেন্সর, 50MP 3x 70mm Periscope Telephoto লেন্স এবং 50MP Ultrawide এঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। টেকনো তাদের নতুন ফোনে Sony Imaging Chip ব্যবহার করে দুর্দান্ত ফটোগ্রাফি রেজাল্ট পাওয়া যায়। সেলফি তোলার জন্য এই ফোনে 50MP autofocus ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের Tecno Camon 30 Premier 5G স্মার্টফোনে 5,000mAh ব্যাটারি সহ দ্রুত চার্জিঙের জন্য 70W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো এই ফিচারের মাধ্যমে মাত্র 19 মিনিটে এই ফোনটি 0 থেকে 50 শতাংশ চার্জ হয়ে যাবে।

Tecno Camon 30 Premier 5G এর দাম এবং অফার

Tecno Camon 30 Premier 5G স্মার্টফোনটি বাজারে সিঙ্গেল মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই স্মার্টফোনে 12GB RAM সহ 512GB Storage সাপোর্ট করে। Camon 30 Premier ফোনের দাম 39,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি Lava Black এবং Snowy Silver কালার অপশনে পেশ করা হয়েছে।

আগামী 23 মে শপিং সাইট আমাজনে এই ফোনের সেল শুরু হবে। যেসব ইউজারা ICICI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে এই ফোনটি কিনবে তারা 3,000 টাকার ডিস্কাউন্ড পাবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 4999 টাকার Smartwatch ফ্রি দেওয়া হবে।

Tecno Camon 30 Premier 5G এর প্রতিযোগিতা

আগামীকাল অর্থাৎ 21মে ভারতে Infinix GT 20 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটি MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর সহ পেশ করা হবে। এই স্মার্টফোন এবং Camon 30 Premier 5G স্মার্টফোন প্রতিযোগিতার মুখে। এই ইনফিনিক্স ফোনে 108MP OIS ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ফোনের দাম কত রাখা হবে তা পরবর্তী সময়ে জানানো হবে। এই ফোনের দাম জিটি 20 প্রো লঞ্চের সঙ্গে জানানো হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে Exynos 1480 চিপসেট সহ Samsung Galaxy A55 5G ফোনটি এই টেকনো ফোনটিকে কড়া টক্কর দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here