যারা একটি নতুন ফোল্ডেবল বা ফ্লিপ স্মার্টফোন কিনতে চাইছেন তাদের কিছু দিন অপেক্ষা করা উচিৎ। শীঘ্রই ভারতে Tecno দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে দেশের বাজারে Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চের কথা জানিয়ে দেওয়া হয়েছে। লঞ্চ টিজ করার পাশাপাশি আরও জানানো হয়েছে এই ফোনদুটি শপিং সাইট আমাজনের মাধ্যমে সেল করা হবে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি।
মনে করিয়ে দিই এই বছর সেপ্টেম্বর মাসে গ্লোবাল মার্কেটে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চ করা হয়েছিল। এর পর থেকেই ভারতে এই ফোনদুটির লঞ্চ সম্পর্কে লিক ও ডিটেইলস প্রকাশ্যে এসে চলেছে।
ভারতে আসছে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2
- শপিং সাইট আমাজনে টেকনোর পক্ষ থেকে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনের মাইক্রো সাইট তৈরি করা হয়েছে। আশা করা হচ্ছে শীঘ্রই এই ফোনদুটি লঞ্চ করা হবে এবং মাইক্রো সাইট থেকে গুরুত্বপূর্ণ ফিচার সম্পর্কেও জানা গেছে।
- কোম্পানির বক্তব্য অনুযায়ী Phantom V Fold 2 ফোনে এখনও পর্যন্ত সবচেয়ে মজবুত ফোল্ড রয়েছে। এতে সবচেয়ে বড় ডিসপ্লে ও ব্যাটারিও থাকবে বলে জানানো হয়েছে।
- জানিয়ে রাখি Phantom V Fold 2 ফোনে 6.42 ইঞ্চির কভার ডিসপ্লে রয়েছে। অম্যদিকে গ্যালাক্সি জেড ফোল্ড ফোনে 6.3 ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হয়েছে।
- সিরিজের Phantom V Flip 2 ফোনে সমস্ত ফ্লিপ ফোনের মধ্যে সবচেয়ে মজবুত ফ্লিপ এবং সবচেয়ে বড় ব্যাটারি থাকবে।
কেমন হবে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনের দাম?
- Tecno Phantom V Fold এবং V Flip ফোনের মতোই ভারতে এই দুটি ফোনের সাক্সেসারের দামও তুলনামূলকভাবে কম রাখা হবে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।
- মনে করিয়ে দিই ভারতের বাজারে Tecno Phantom V Fold ফোনটি মাত্র 88,888 টাকা এবং Tecno Phantom V Flip ফোনটি মাত্র 49,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।
Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনের সম্ভাব্য বিশেষত্ব
আগেই বলা হয়েছে গত সেপ্টেম্বর মাসে গ্লোবাল বাজারে Tecno Phantom V Fold 2 এবং V Flip 2 ফোনদুটি লঞ্চ হয়ে গেছে। তাই ফোনদুটি স্পেসিফিকেশন আমাদের আগে থেকেই জানা। আমাজনে ফোনদুটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও অফিসিয়ালি জানানো হয়েছে।
- ডিসপ্লে: Tecno Phantom V Fold 2 ফোনে 7.85-ইঞ্চির 2K+ AMOLED মেইন ডিসপ্লে এবং 6.42-ইঞ্চির FHD+ AMOLED কভার ডিসপ্লে দেওয়া হয়েছে। Tecno Phantom V Flip 2 ফোনটিতে 6.9-ইঞ্চির FHD+ AMOLED LTPO মেইন ডিসপ্লে এবং 3.64-ইঞ্চির AMOLED কভার ডিসপ্লে রয়েছে।
- প্রসেসর: প্রসেসিঙের জন্য Phantom V Fold 2 ফোনে MediaTek Dimensity 9000+ চিপসেট এবং Flip 2 ফোনে Dimensity 8020 প্রসেসর যোগ করা হয়েছে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Tecno Phantom V Fold 2 ফোনে ট্রিপল 50MP রেয়ার এবং ডুয়েল 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। একইভাবে Phantom Flip 2 ফোনে 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 32MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
- ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Phantom V Fold 2 ফোনে 70W ফাস্ট চার্জিং সহ 5,700mAh ব্যাটারি রয়েছে এবং Flip 2 ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,720mAh ব্যাটারি দেওয়া হয়েছে।