মাত্র 6,799 টাকা দামে লঞ্চ হল Tecno Pop 7 Pro স্মার্টফোন, পাওয়া যাবে 5000mAh Battery এবং 6GB RAM

Highlights

  • 3GB এবং 2GB RAM এর সঙ্গে লঞ্চ হল Tecno Pop 7 Pro।
  • Extended RAM টেকনোলজির মাধ্যমে এতে 6GB RAM উপভোগ করা যাবে।
  • একবার ফুল চার্জে 29 দিন স্ট্যান্ডবাই দিতে সক্ষম এই ফোনের ব্যাটারি।

সস্তায় সুন্দর স্মার্টফোন লঞ্চের জন্য প্রসিদ্ধ কোম্পানি টেকনো আজ ভারতের বাজারে তাদের ‘পপ’ সিরিজের নতুন স্মার্টফোন Tecno Pop 7 Pro লঞ্চ করেছে। এই এন্ট্রি লেভেল ফোনটি মাত্র 6,799 টাকা দামে ভারতে সেল করা হবে। এই ফোনে 3GB RAM এর সঙ্গে MediaTek Helio A22​ চিপসেট দেওয়া হয়েছে। নিচে এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: Realme কে টেক্কা দিতে লঞ্চ হবে লো বাজেট Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Tecno Pop 7 Pro এর দাম

ভারতের মার্কেটে Tecno Pop 7 Pro ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 2GB RAM এর সঙ্গে 64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং ফোনটির বড় ভেরিয়েন্টে 3GB RAM ও 64GB মেমরি আছে। ফোনের এই দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 6,799 টাকা এবং 7,299 টাকা রাখা হয়েছে। আগামী 22 ফেব্রুয়ারি থেকে আমাজন ইন্ডিয়াতে Tecno Pop 7 Pro ফোনটি Endless Black এবং Uyuni Blue কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

Tecno Pop 7 Pro এর স্পেসিফিকেশন

  • 6.6″ HD+ Display
  • 3GB+3GB = 6GB RAM
  • MediaTek Helio A22
  • 5,000mAh Battery
  • 12MP AI Dual Rear Camera

Tecno Pop 7 Pro ফোনটি 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1612 x 720 পিক্সেল রেজলিউশণ সাপোর্টেড 6.56 ইঞ্চির HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন IPS প্যানেল দিয়ে তৈরি এবং এটি 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেটে কাজ করে। এই ডিসপ্লে 480 নিটসঃ ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটির ডায়মেনশন 163.86 X 75.51 X 8.9 এমএম। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল রোদে রং পরিবর্তনকারী Vivo Y100 স্মার্টফোন, সঙ্গে রয়েছে 16GB RAM এর ক্ষমতা

Tecno Pop 7 Pro ফোনটি 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরসহ MediaTek Helio A22 চিপসেটে রান করে। এই ফোনে মেমরি ফিউশন টেকনোলজি যোগ করা হয়েছে যার সাহায্যে ফোনটির 2GB RAM মডেলে এক্সট্রা 2GB RAM এবং 3GB RAM ভেরিয়েন্টে অতিরিক্ত 3GB RAM উপভোগ করা যায়। অর্থাৎ প্রয়োজন হলে এই ফোনে 6GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।

ফটোগ্রাফির জন্য Tecno Pop 7 Pro তে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.85 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সঙ্গে একটি এআই লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে f/2.0 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আরও পড়ুন: ভারতের প্রথম Solar Electric Car Eva মাত্র 45 মিনিটেই হবে ফুল চার্জ

Tecno Pop 7 Pro ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং হাইওএস 11.0 এর সঙ্গে পেশ করা হয়েছে। এটি একটি ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে। জলের ছিটার হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনটিকে IPX2 রেটিং দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here