ভারতে লঞ্চ হল রোদে রং পরিবর্তনকারী Vivo Y100 স্মার্টফোন, সঙ্গে রয়েছে 16GB RAM এর ক্ষমতা

Highlights

  • 24,999 টাকা দামে ভারতে লঞ্চ হল Vivo Y100 স্মার্টফোন।
  • এতে রয়েছে কালার চেঞ্জিং টেকনোলজি, যার ফলে রোদে এই ফোনে রং পরিবর্তন হয়।
  • এই ফোনে 16GB RAM এবং 64MP Rear Camera।

কয়েক দিন আগে ভিভোর একটি আপকামিং ফোন সম্পর্কে এক্সক্লুসিভ খবর প্রকাশ করার সময় জানিয়েছিলাম কোম্পানি ভারতে তাদের ‘ওয়াই’ সিরিজে 24,999 টাকা দামের Vivo Y100 লঞ্চ করতে চলেছে। অফলাইন রিটেইল স্টোরে আগেই ফোনটির সেল শুরু হয়ে গেছে। এবার আজ কোম্পানি এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। আরও পড়ুন: ভারতের প্রথম Solar Electric Car Eva মাত্র 45 মিনিটেই হবে ফুল চার্জ

Vivo Y100 এর দাম

ভারতের বাজারে Vivo Y100 ফোনটি একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 8GB RAM এর সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 24,999 টাকা। “Color Changing” টেকনোলজিসহ এই ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল UV light অর্থাৎ সূর্যের আলো পড়লে ফোনটি নিজে থেকে রং পরিবর্তন করে। আজ থেকেই আমাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টের মাধ্যমে Vivo Y100 ফোনটি Twilight Gold, Pacific Blue এবং Metal Black কালার ভেরিয়েন্টে সেল করা হবে। Kotak Mahindra, HDFC, ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ব্যাবহার করলে ফোনটির দামে 1500 টাকা ক্যাশব্যাকও পাওয়া যাবে।

Vivo Y100 এর স্পেসিফিকেশন

  • 6.38″ FHD+ 90Hz Display
  • 8GB + 8GB = 16GB RAM
  • MediaTek Dimensity 900
  • 64MP Triple Rear Camera
  • 16MP Selfie Camera
  • 44W 4,500mAh Battery

নতুন Vivo Y100 ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.38 ইঞ্চির full HD+ এমোলেড ডিসপ্লে যোগ করা হয়েছে। এই ফোনের স্ক্রিন 360 হার্টস টাচ রেসপন্স রেট, 1300 নিটস ব্রাইটনেস এবং 60000:1 কন্ট্রাস্ট রেশিও সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এই ফোনে 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 900 চিপসেট দেওয়া হয়েছে। Extended RAM 3.0 টেকনোলজি ব্যাবহার করে এই ফোনে অতিরিক্ত 8GB RAM যোগ করা যায়। আরও পড়ুন: আজই বাড়িতে নিয়ে আসুন এই ইলেকট্রিক সাইকেলগুলি, পাবেন 100KM পর্যন্ত রেঞ্জ

ফটোগ্রাফির জন্য Vivo Y100 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ফোনের ব্যাক প্যানেলে অবস্থিত এই সেটআপে ওআইএস সাপোর্টেড এবং f/1.79 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.0 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

Vivo Y100 ফোনটি একটি ডুয়েল সিম স্মার্টফোন যা 3.5 এমএম জ্যাকসহ অন্যান্য প্রয়োজনীয় বেসিক কানেক্টিভিটি ফিচার সাপোর্ট করে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 44 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ফোনটিকে জল এবং ধূলোর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য এটিকে IP54 রেটিং দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এই ফোনটি মাত্র 7.73 এমএম চওড়া। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Nokia X30 5G স্মার্টফোন, কোম্পানির কথা অনুযায়ী most eco-friendly smartphone! দেখে নিন এতে কি আলাদা আছে

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here