সম্প্রতি Tecno তাদের Pova Curve 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এবার কোম্পানি তাদের Pova 7 সিরিজে কাজ করছে বলে খবর পাওয়া যাচ্ছে। কানাঘুষো চলছে এই সিরিজে Pova 7, Pova 7 Pro এবং Pova 7 Ultra নামের তিনটি 5G স্মার্টফোন পেশ করা হবে। এর মধ্যে Tecno Pova 7 5G ফোনটি FCC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। এর আগে ফোনটি BIS, Google Play Console, Geekbench এবং TUV Rheinland সার্টিফিকেশন প্ল্যাটফর্মেও ফোনটি দেখা গেছে। এর ফলে মনে করা হচ্ছে খুব তাড়াতাড়ি এই ফোনটি লঞ্চ করা হবে।
Tecno Pova 7 5G ফোনের FCC লিস্টিং
- FCC লিস্টিং অনুযায়ী, Tecno Pova 7 5G ফোনে 6,000mAh ব্যাটারি এবং 45W ফাস্ট চার্জিং ফিচার থাকবে।
- এই ফোনের স্কিমেটিক্স দেখে জানা গেছে, এই ফোনটির হাইট 165mm এবং ডায়গনাল হাইট 175mm হবে। ইমেজের মাধ্যমে অ্যান্টেনা পজিশন এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট সম্পর্কেও জানা গেছে।
- Tecno Pova 7 5G ফোনের ব্যাক প্যানেলে ইন্টারসেক্টিং ডায়গনাল প্যাটার্ন সহ ইউনিক রেয়ার ডিজাইন দেওয়া হবে। ফোনটির সাইড প্যানেলে সিম ট্রে এবং ভলিউম বাটন দেখা গেছে।
- ফোনটির ব্যাক প্যানেলে ত্রিকোণাকৃতি রেয়ার ক্যামেরা মডিউল রয়েছে। এর মধ্যে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি পিল শেপের এলইডি ফ্ল্যাশ যোগ করা হবে।
- FCC লিস্টিং থেকে আরও জানা গেছে এই ফোনে 8GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হবে। তবে অফিসিয়াল CarlCare সাপোর্ট সাইট লিস্টিং অনুযায়ী, ফোনটির 8GB+128GB ভেরিয়েন্টও লঞ্চ করা হতে পারে।
- অন্যান্য রিপোর্ট অনুযায়ী, Tecno Pova 7 5G ফোনে FHD+ ডিসপ্লে এবং Dimensity 7300 প্রসেসর দেওয়া হবে।
- এই ফোনটি Android 15 বেসড HiOS 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
- এখনও পর্যন্ত Pova 7 ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি।
জানিয়ে রাখি Tecno Pova 7 5G ফোনের FCC লিস্টিং দেখে মনে করা হচ্ছে ফোনটি এই মাসেই লঞ্চ করা হবে। তবে Pova 7 সিরিজের সঙ্গে সিরিজের Pro মডেল লঞ্চ হবে কি না, সেই বিষয়ে এখনই কিছু বলা সম্ভব নয়।