16GB RAM এবং 5000mAh ব্যাটারিসহ অফিসিয়াল হল Tecno Spark 10 এবং Spark 10C স্মার্টফোন

Highlights

  • কোম্পানির গ্লোবাল ওয়েবসাইটে লিস্টেড হল Tecno Spark 10 এবং Spark 10C স্মার্টফোন।
  • দুটি ফোনে 16GB RAM এবং 5000mAh ব্যাটারি রয়েছে।
  • আপাতত দাম এবং সেল সম্পর্কে কোম্পানি কিছু জানায়নি।

Tecno গত সপ্তাহে ভারতের বাজারে Spark 10 5G লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের গ্লোবাল সাইটে “স্পার্ক” সিরিজে দুটি ফোন পেশ করেছে। সমস্ত স্পেসিফিকেশনসহ Tecno Spark 10 এবং Tecno Spark 10C ফোনদুটি অফিসিয়াল ওয়েবসাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত ফোনদুটির দাম এবং সেল সম্পর্কে কিছু জানানো হয়নি। এই আর্টিকেলে উপরোক্ত ফোনদুটির সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: রোগ বুঝতে ব্যর্থ হয় চিকিৎসকেরা, কুকুরের প্রাণ বাঁচাল ChatGPT

Tecno Spark 10 এবং Spark 10C এর দাম ও সেল ডিটেইলস

এই ফোনদুটির দাম সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে কিছু জানানো হয়নি। এছাড়া কবে থেকে বাজারে সেল করা হবে সেই তথ্যও এখনও ধোঁয়াশায়। এমনকি ভারতে লঞ্চ সম্পর্কেও কোম্পানির তরফ থেকে কোন আভাস পাওয়া যায়নি।

টেকনো স্পার্ক 10 ফোনটি মেটা ব্ল্যাক, মেটা ব্লু এবং মেটা হোয়াইট কালারে পেশ করা হয়েছে। অন্যদিকে টেকনো স্পার্ক 10সি ফোনটি মেটা ব্ল্যাক, ব্লু এবং গ্রীন কালারে প্রকাশ করা হয়েছে। এই দুটি ফোনই বক্সি ডিজাইনের সঙ্গে পেশ করা হয়েছে। এছাড়া ফোনের ব্যাক প্যানেলে আইফোনের মতো ক্যামেরা ডিজাইন দেওয়া হয়েছে। আরও পড়ুন: 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারির শক্তিসহ মাত্র 8,999 টাকা দামে লঞ্চ হল Redmi 12C স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Tecno Spark 10 এবং Spark 10C এর স্পেসিফিকেশন

  • কোম্পানির এই দুটি ফোনে প্রায় একই ধরনের ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে। এই দুটি ফোনে 6.6 ইঞ্চির HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 90Hz রিফ্রেশরেট ও ওয়াটারড্রপ নচ ডিজাইন আছে।
  • ফোনদুটির প্রসেসর সম্পর্কে কোম্পানির সাইটে কোন তথ্য জানানো হয়নি। তবে এই দুটি ফোনে 8GB RAM এবং 128GB স্টোরেজ থাকবে বলে জানা গেছে। এছাড়া এতে 8GB Virtual RAM ফিচারও পাওয়া যাবে।
  • ক্যামেরা সেগমেন্টের দিক থেকে ফোনদুটিতে কিছু পার্থক্য আছে। Tecno Spark 10 ফোনটিতে 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে Spark 10C তে কোম্পানি 16 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যোগ করেছে। এর সঙ্গে আরও একটি ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ রয়েছে। তবে দুটি ফোনের এই দ্বিতীয় সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি। এই ফুতি ফোনেরই ফ্রন্ট প্যানেলে 8MP সেলফি ক্যামেরা আছে।
  • সিকিউরিটি ফিচার হিসাবে দুটি ফোনেই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here