5,000mAh Battery আর 13MP Camera এর এই সস্তা টেক্নো ফোন 1 জুলাই ইন্ডিয়াতে হবে লঞ্চ

Tecno এর নাম সেইসব স্মার্টফোন ব্র‍্যান্ডে প্রসিদ্ধ যারা নিজের মোবাইল ফোন কম দাম আর লো বাজেটে নিয়ে আসে। বড়ো ব‍্যাটারী, লার্জ ডিসপ্লে আর ভালো ক‍্যামেরা এবং প্রসেসর যুক্ত Techno Phone এই বাজেট সেগ্মেন্টে Xiaomi আর Resume সহ Vivo এবং OPPO ফোনকে কড়া প্রতিযোগিতা দেওয়ার ক্ষমতা রাখে। ইন্ডিয়াতে নিজের প্রোডাক্ট পোর্টফোলিও বিস্তার করতে টেক্নো ঘোষণা করেছে যে কোম্পানি আগামী 1 জুলাই ভারতে নিজের নতুন স্মার্টফোন Techno Spark Go 2021 লঞ্চ করতে চলেছে।

Tecno Spark Go 2021 ইন্ডিয়া লঞ্চ

কোম্পানি নিজের আধিকারিক টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে এনাউন্স করেছে যে টেক্নো স্পার্ক গো 2021 স্মার্টফোন আগামী 1 জুলাই ইন্ডিয়াতে লঞ্চ করবে। এই ফোনের প্রোডাক্ট পেজ শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে লাইভ করে দেওয়া হয়েছে যা দেখে এটি পরিস্কার হয়েছে যে Tecno Spark Go 2021 এর সেল আমাজনেই হবে। লো বাজেটে আসতে চলা এই সস্তা স্মার্টফোন 1 জুলাই দুপুর 12 টায় লঞ্চ করা হবে আর এর দাম এবং সেলের ঘোষণা করা হবে।

Tecno Spark Go 2021 এর লুক এবং ডিজাইন

কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ফোটোজ ইন্টারনেটে পেশ করা হয়েছে। Tecno Spark Go 2021 এর ফোটোজ কোম্পানির সোশ্যাল মিডিয়া প্ল‍্যাটফর্মে আপলোড করা হয়েছে যার থেকে জানা গেছে যে এই ফোনটিকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে লঞ্চ করা হবে, যার চারদিকে অল্প বেজলস দেওয়া থাকবে। ফ্রন্ট প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইট‌ও লাগানো আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলের উপরের দিকে চৌকো শেপের রিয়ার ক‍্যামেরা সেট‌আপ থাকবে যার মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর আর একটি এল‌ইডি লাইট‌ও থাকবে। রিয়ার প‍্যানেল প‍্যাটার্ন এর আর এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও থাকবে।

Tecno Spark Go 2021 এর স্পেসিফিকেশন্স

আমাজন ইন্ডিয়াতে তৈরি প্রোডাক্ট পেজ লঞ্চের আগেই জানিয়ে দিয়েছে যে টেক্নো স্পার্ক গো 2021 স্মার্টফোনে কোন কোন স্পেসিফিকেশন্স থাকবে। Tecno Spark Go 2021 কে কোম্পানির পক্ষ থেকে 6.52 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে‌তে লঞ্চ করা হবে। কোম্পানি একে ডটনচ এর নাম দিয়েছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে 8মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া হবে যার সাথে কোম্পানি ফ্রন্ট ফ্ল‍্যাশ‌ও দেবে। এই ফ্ল‍্যাশ ডিসপ্লের উপরের দিকে বাঁ দিকে দেওয়া হবে।

Tecno Spark Go 2021 স্মার্টফোন ডুয়াল রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করৈ যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি এআই সেন্সর দেওয়া হবে। সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাকে যেখানে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী সাপোর্ট করে। টেক্নোর এই নতুন ফোনটি ডুয়াল 4জি ভোএলটি‌ই তে কাজ করবে। আপাতত Tecno Spark Go 2021 এর ফুল স্পেসিফিকেশন্স আর দামের জন্য এখন 1 জুলাইয়ের অপেক্ষা করতে হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here