জেনে নিন সবার আগে কোন কোন স্মার্টফোন ব্র‍্যান্ড পাবে Android 12 এর আপডেট, দেখে নিন লিস্ট

টেক জগতের অন‍্যতম কোম্পানি গুগল তাদের বার্ষিক বৈঠক Google I/O শুরু করে দিয়েছে। তিন দিনব‍্যাপী এই অ্যানুয়াল মিটিংয়ের মঞ্চে কোম্পানি তাদের লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম Android 12 অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী 18 মে মাঝরাতে গুগল এই নতুন অ্যান্ড্রয়েডের বিটা ভার্সন সেল‌আউট করে দেওয়া হয়েছে যা আজ থেকেই বিভিন্ন স্মার্টফোনের জন্য পেশ করা হয়েছে। Android 12 Beta ভার্সন সম্পর্কে ঘোষণা করার সময় গুগল ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে যেগুলি সবার আগে এই অপারেটিং সিস্টেম ব‍্যবহার করতে পারবে।

Android 12 Beta ভার্সন সম্পর্কে গুগল জানিয়ে দিয়েছে এই নতুন অপারেটিং সিস্টেম আজ অর্থাৎ 19 মে থেকেই গোটা বিশ্বের অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডাউনলোড করা যাবে। অর্থাৎ অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজাররা এই নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারবেন এবং এর আকর্ষণীয় ফিচার উপভোগ করতে পারবেন। বিটা ভার্সন জারি করার সঙ্গে সঙ্গে কোম্পানি 11টি স্মার্টফোন ব্র‍্যান্ডের লিস্ট শেয়ার করেছে, যেসব ব্র‍্যান্ডের মোবাইল সবার আগে Android 12 এর আপডেট পাবে।

সবার আগে Android 12 এর আপডেট পাবে

জানিয়ে রাখি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সন মার্কেটে আসার পর সবার আগে গুগল পিক্সেল ফোনে তার আপডেট দেওয়া হয়। এবার কোম্পানি তাদের পিক্সেল স্মার্টফোন ছাড়াও বিশ্বের আরও 11টি বড় ব্র‍্যান্ডের নাম জানিয়েছে। তবে এই সব ব্র‍্যান্ডের কোন মডেল সবার আগে আপডেট পাবে তা সেসব ব্র‍্যান্ডের নিজস্ব ব‍্যাপার।

পিক্সেল ফোনের মধ্যে Pixel 3, Pixel 3 XL, Pixel 3a, Pixel 3a XL, Pixel 4, Pixel 4 XL, Pixel 4a, Pixel 4a 5G এবং Pixel 5 এর নাম উঠে এসেছে যে ফোনগুলিতে সবার আগে Android 12 Beta ডাউনলোড করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here