OnePlus 9 Pro মনে করে চুরি করে স্মার্টফোন, Samsung Galaxy S10 Plus দেখে ফেলে দিয়ে পালিয়েছে চোর

প্রায়ই শোনা যাচ্ছে কোথাও না কোথাও ছিনতাইকারীরা সাধারণ মানুষের হাত থেকে ফোন কেড়ে পালিয়েছে। আবার কখনও দেখা যায় ভিড়ের সুযোগ নিয়ে পকেটমাররা পকেট থেকে বা হাত থেকে মোবাইল চুরি করে নিয়েছে। আজ এমনই একটি ঘটনার কথা শোনা গেছে যেখানে চলন্ত ট্রেনে এক ব‍্যাক্তির হাত থেকে ফোন কেড়ে এক যুবক পালিয়ে গেছে। কিন্ত মজার বিষয় অন্য জায়গায়, ওয়ানপ্লাস 9 প্রো মনে করে ফোন চুরি করে যখন দেখে সেটি আসলে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10 প্লাস তখন আবার ফোনটি ফেরত দিয়ে যায়।

কি ঘটেছে?

এই অবাক করা ঘটনা সম্পর্কে টুইটারে স্বয়ং সেই ব‍্যাক্তি জানিয়েছেন যার ফোন চুরি হয়েছিল। টুইট অনুযায়ী দেবায়ন নামের এই ব‍্যাক্তি মেট্রো করে যাচ্ছিলেন এবং নিজের ফোনের মধ্যে ডুবে ছিলেন। মেট্রো যখন নয়ডা সেক্টর 52 স্টেশনে পৌছায় হঠাৎ এক যুবক দেবায়নের হাত থেকে ফোন কেড়ে নিয়ে পালিয়ে যায়। তাড়াহুড়োয় দেবায়ন‌ও তাঁর পেছনে ছুট লাগান।

দেবায়ন যখন পকেটমারের পেছনে দৌড়াতে শুরু করে তখন তিনি দেখেন সেই পকেটমার আবার ছুটে তাঁর দিকেই ফিরে আসছে। দেবায়ন কিছু বুঝে ওঠার আগেই পকেটমার তাঁর থেকে কিছুটা দূরে এসে থেমে যায়। এরপর পকেটমার তাঁর ফোনটি মাটিতে ফেলে দেয় এবং ফেলতে ফেলতে বলে, “ভাই আমি ভেবেছিলাম এটা OnePlus 9 Pro মডেল! (Bhai mujhe laga OnePlus 9 Pro model hai)” এই বলে দেবায়নের ফোন সেখানে ফেলে রেখেই সে আবার পালিয়ে যায়।

বোঝাই যাচ্ছে পকেটমার OnePlus 9 Pro মনে করে ফোনটি চুরি করেছিল। কিন্তু যখন সে দেখল সেটি OnePlus 9 Pro নয়, বরং Samsung Galaxy S10 Plus তখন তাঁর মত পরিবর্তন হয় এবং আবার ফোনের মালিককে ফোন ফেরত দিয়ে যায়। পকেটমারের মুখে কালো মাস্ক থাকায় তাকে চেনা যায়নি। তবে এই ঘটনা যেমন অবাক করা তেমনই আবার মজার।

কেন ফেলে গেল Samsung Galaxy S10 Plus?

এখনও পর্যন্ত জানা যায়নি পকেটমারের শুধু ওয়ানপ্লাস 9 প্রোই কেন চাই, কেন Samsung Galaxy S10 Plus চুরি করেও ফেলে গেল? নাকি সে স‍্যামসাং স্মার্টফোন ব‍্যবহার করে এতটাই বোর হয়ে গেছে যে এবার নতুন কিছু ট্রাই করতে চায়। তবে অনেকে মনে করছেন স‍্যামসাং ফোনের উন্নত সেফটি ও সিকিউরিটি ফিচারের দৌলতে খুব সহজেই ফোনসহ তাকে ধরা পড়তে হত, তাই সে Samsung Galaxy S10 Plus ফোনটি ফেরত দিয়ে গেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here