THOMSON নিয়ে এসেছে নতুন Smart Android TV, মাত্র 10,499 টাকা থেকে শুরু দাম

Highlights

  • FA সিরিজের টপ মডেলের মাপ 42 ইঞ্চি।
  • Google টিভির টপ মডেল 50 ইঞ্চির।
  • 4K থমসন গুগল টিভির দাম 22,999 টাকা।

থমসন তাদের ভারতীয় ফ্যানদের জন্য নতুন FA সিরিজের স্মার্ট Android এবং Google TV পেশ করেছে। এতে Realtek প্রসেসর, 4k ডিসপ্লে, Android 11 অপারেটিং সিস্ম=তেমের মতো ফিচার রয়েছে। জানিয়ে রাখি THOMSON FA Series Smart TV এর 32, 40 এবং 42 ইঞ্চির মডেল লঞ্চ করা হয়েছে। অন্যদিকে Google TV 4k ডিসপ্লের সঙ্গে 43 এবং 50 ইঞ্চি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। এই পোস্টে কোম্পানির নতুন টিভি রেঞ্জের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: জেনে নিন Android এবং iOS ফোনে BGMI ডাউনলোড করার সহজ পদ্ধতি

THOMSON FA Series Smart Android TV এর দাম

অসাধারণ টেকনোলজিযুক্ত স্মার্ট টিভির এই নতুন সিরিজ ভারতে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে আজ থেকেই সেল করা হবে। নিচে এই টিভিগুলির দাম জানানো হল।

  • THOMSON FA Series Smart TV এর 32 ইঞ্চি HD মডেলের দাম 10,499 টাকা।
  • এই সিরিজের 40 ইঞ্চি FHD মডেলের দাম রাখা হয়েছে 15,999 টাকা।
  • 42 ইঞ্চি FHD মডেলের দাম 16,999 টাকা রাখা হয়েছে।
  • 43 ইঞ্চির 4K থমসন গুগল টিভির দাম রাখা হয়েছে 22,999 টাকা।
  • 50 ইঞ্চির 4K থমসন গুগল টিভির দাম 27,999 টাকা রাখা হয়েছে।

থমসন FA সিরিজের স্মার্ট অ্যান্ড্রয়েড টিভির ফিচার

থমসন FA সিরিজ স্মার্ট অ্যান্ড্রয়েড টিভিতে Realtek প্রসেসরের সঙ্গে Android 11 অপারেটিং সিস্টেম রয়েছে। এতে বেজল লেস ডিসপ্লে যোগ করা হয়েছে। হাই কোয়ালিটি অডিওর জন্য এতে 30W স্পিকার, ডলবি ডিজিটাল সাপোর্ট দেওয়া হয়েছে। সুন্দর OTT এক্সপেরিয়েন্সের জন্য এই টিভিতে নেটফ্লিক্সসহ Prime Video, Disney+Hotstar, Apple TV, Voot, Zee5, Sony LIV ছাড়াও 6,000টিরও বেশি অ্যাপ ব্যাবহার করা যাবে। এছাড়া এতে Google Play Store রয়েছে। আরও পড়ুন: Daam ম্যালওয়্যার খালি করে দিচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! আজই সতর্ক হোন

থমসন গুগলে টিভির ফিচার

থমসনের 4k ডিসপ্লেসহ নতুন Google টিভিতে বেজললেস ডিসপ্লে এবং ডলবি ভিশন এইচডিআর10+, ডলবি অ্যাটমস, ডলবি ডিজিটাল প্লাস টেকনোলজি দেওয়া হয়েছে। সুন্দর অডিওর জন্য এতে ডিটিএস টু সারাউন্ড 40W ডলবি অডিও স্টেরিও বক্স স্পিকার রয়েছে। এই টিভিতে 2GB RAM এবং 16GB স্টোরেজ যোগ করা হয়েছে। কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে ডুয়েল ব্যান্ড (2.4 + 5)GHz ওয়াইফাই রয়েছে। আরও পড়ুন: জেনে নিন WhatsApp এ 2GB পর্যন্ত বড় ফাইল পাঠানোর সহজ পদ্ধতি

অন্যান্য ফিচার:

  • ছোটদের জন্য আলাদা প্রোফাইলের সুবিধা
  • প্রচুর অ্যাপের সাপোর্ট
  • স্মার্ট এবং ঘরোয়া ডিভাইস হিসাবে ম্যানুয়াল এবং ভয়েস কন্ট্রোল
  • প্রত্যেক ইউজারের জন্য আলাদা হোম স্ক্রিন
  • মুভি এবং টিভি সিরিজ ফোন থেকে প্রোফাইলে সেভ করার সুবিধা
  • টিভি কন্ট্রোলের জন্য Google TV অ্যাপের সুবিধা
  • লাইট এবং ক্যামেরার জন্য স্মার্ট হোম কন্ট্রোল

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here