TikTok এর বাজিমাত, ফেসবুক-ইনস্টাগ্রামকে পেছনে ফেলে হয়ে গেল সবচেয়ে বেশি ডাউনলোড হ‌ওয়া অ্যাপ

ভিডিও রেকর্ডিং অ্যাপ TikTok আজকের দিনে দাঁড়িয়ে সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপলিকেশনে পরিণত হয়েছে। এবছর এই অ্যাপলিকেশনটি কিছু দিনের জন্য ব‍্যানড পর্যন্ত করা হয়েছিল। তবে আবার কয়েক দিনের মধ্যেই অ্যাপটি ডাউনলোডের জন্য উপলব্ধ হয়ে যায়। 

আরও পড়ুন : Samsung নিয়ে এল দীপাবলির উপহার, Galaxy S10e তে 3,000 টাকার ছাড় এবং Galaxy A70s এর সঙ্গে 1,999 টাকার হেডফোন ফ্রি

এই অ্যাপলিকেশনটি ফেসবুক ও ইনস্টাগ্ৰামের মতো এত বড় অ্যাপকেও ডাউনলোডের দিক থেকে পেছনে ফেলে দিয়েছে, এর থেকেই TikTok এর জনপ্রিয়তা সম্পর্কে ধারণা করা যায়। অ্যাপ অ্যানালিটিক্স প্ল‍্যাটফর্ম Sensor Tower এর রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। 

রিপোর্ট অনুযায়ী TikTok এবছর সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি বার ডাউনলোড হ‌ওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপলিকেশনে পরিণত হয়েছে। শুধুমাত্র গুগল প্লে স্টোর নয়, অ্যাপেল অ্যাপ স্টোরেও সবচেয়ে বেশি সংখ্যক ইউজার এই অ্যাপটি ডাউনলোড করেছে। ফেসবুক ও ইনস্টাগ্ৰামের স্থান আরও পরে। 

আরও পড়ুন : এখন চলন্ত ট্রেনেও পাওয়া যাবে ওয়াইফাইয়ের সুবিধা, জানালেন রেলমন্ত্রী

রিপোর্ট থেকে জানা গেছে প্রায় 60 মিলিয়ন ইনস্টলের সঙ্গে TikTok গত মাস অর্থাৎ 2019 সালের সেপ্টেম্বর মাসে গোটা বিশ্বের মোস্ট ডাউনলোডেড অ্যাপ হয়ে গেছে। সবচেয়ে বড় কথা TikTok অ্যাপটি সর্বাধিক ভারতে ডাউনলোড করা হয়েছে। মোট ডাউনলোডের 44 শতাংশ ভারতে ডাউনলোড করা হয়েছে এবং আমেরিকায় এই সংখ্যা 8 শতাংশ। 

ভারতের যুব সমাজের একটি বড় অংশ এখন TikTok এ আসক্ত। প্রতিদিন পাবলিশ হ‌ওয়া হাজার হাজার ভিডিও থেকে এর ধারণা করা যায়। TikTok এ বানানো ভিডিও ফেসবুক ও ইনস্টাগ্রামেও ভরে ভরে শেয়ার করা হয়। এই অ্যাপের দৌলতে অনেকে আবার বিপুল পরিমাণ জনপ্রিয়তাও লাভ করেছে। 

আরও পড়ুন : BSNL-MTNL সম্পর্কে মোদী সরকারের বড় সিদ্ধান্ত, সমস্যার মুখে Jio ও Airtel

অন‍্যদিকে ফেসবুক 2019 সালের সেপ্টেম্বর মাসে সবচেয়ে বেশি সংখ্যক ডাউনলোড হ‌ওয়া সোশ্যাল মিডিয়া অ্যাপের লিস্টে দ্বিতীয় স্থানে জায়গা পেয়েছে। TikTok ও ফেসবুক ছাড়া এই টপ লিস্টে Instagram, Likee এবং Snapchat স্থান করে নিয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here