এপ্রিলে ভারতে লঞ্চ হবে এই 9টি দুর্দান্ত স্মার্টফোন

গত কয়েক মাসে স‍্যামসাং গ‍্যালাক্সি এস10, শাওমি রেডমি নোট 7 প্রো, ভিভো ভি15 প্রো ও ওপ্পো এফ11 প্রোর মতো কয়েকটি ফোন ভারতে লঞ্চ করা হয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বরং এই মাসে তো ভারতে ফোনের ঝড় উঠতে চলেছে। ভারতে বেশ কিছু বড় ফোন লঞ্চ হতে চলেছে যার মধ্যে ভরসাযোগ‍্য নোকিয়া থেকে শুরু করে পারফেক্ট স‍্যামসাং ও জনপ্রিয় শাওমি পর্যন্ত আছে। এছাড়া আরও কিছু নতুন ফোনের নাম‌ও শোনা যাবে। আমরা এরকমই 9টি অসাধারণ ফোন সম্পর্কে আলোচনা করেছি।

1. নোকিয়া 9 পিওরভিউ

ফেব্রুয়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস উপলক্ষে এইচ‌এমডি গ্লোবাল পাঁচ ক‍্যামেরাওয়ালা ফোন নোকিয়া 9 পিওরভিউ পেশ করেছিল। তখনই কোম্পানি জানিয়েছিল এই ফোনটি ভারতেও লঞ্চ করা হবে। সবচেয়ে বড় কথা বলা যেতে পারে এই মাসেই কোম্পানি ফোনটি ভারতে লঞ্চ করতে পারে। এটি বিশ্বের প্রথম পাঁচটি রেয়ার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন। এতে 12 মেগাপিক্সেলের পাঁচটি ক‍্যামেরা আছে। এর মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর আরজিবি ও বাকি তিনটি মনোক্রোম সেন্সর। সেলফির জন্য 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

রিয়েলমি 2 প্রোর দাম কমল 2,000 টাকা, জেনে নিন নতুন দাম

নোকিয়া 9 পিওরভিউতে 18:9 আসপেক্ট রেশিওযুক্ত বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি 5.99 ইঞ্চির কিউএইচডি+ 2কে পিওএল‌ইডি ডিসপ্লে আছে। এতে 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম 9 পাইয়ের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 845 চিপসেটে রান করে।

2. আইকিউ

গত মাসে ভিভো চীনে তাদের নতুন সাব ব্র‍্যান্ড আইকিউ পেশ করে। এবার কোম্পানি ফোনটি ভারতে আনার পরিকল্পনা করছে। এবিষয়ে 91মোবাইলস আগেও রিপোর্ট পেশ করেছে। আমাদের পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি এপ্রিল মাসেই ভারতে লঞ্চ হবে। আইকিউ ভিভোর গেমিং ফোন যা শক্তিশালী স্পেসিফিকেশনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

মার্কেটে ধামাকা করতে আসছে গ‍্যালাক্সি নোট 10, 4 রেয়ার ক‍্যামেরা ও ডুয়েল স্ক্রিনের সঙ্গে হবে লঞ্চ

এই ফোনে 6.41 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। কোম্পানি ফোনটি 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ওয়াটারড্রপ নচের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি কোয়ালকমের সবচেয়ে লেটেস্ট চিপসেট স্ন‍্যাপড্রাগন 855 এ রান করে। কোম্পানি ফোনটির 6 জিবি, 10 জিবি ও 12 জিবি র‍্যাম ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এতে ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেল + 12 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং সেলফির জন্য 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

3. রিয়েলমি 3 প্রো

ফেব্রুয়ারিতে ভারতে রিয়েলমি 3 পেশ করা হয়। তখনই কোম্পানি ফোনটির আপগ্ৰেডেড ভার্সন লঞ্চের কথা ঘোষণা করে। কিছু দিন আগে ফোনটি ভারতে বিএস‌আই ওয়েবসাইটে লিস্টেড করা হয়। ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি তবে কিছু লিকে বলা হয়েছে এতে 48 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেখা যেতে পারে। এর সঙ্গে কোম্পানি ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটের সঙ্গে পেশ করতে পারে। এছাড়া এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 6 জিবি র‍্যাম দেওয়া হতে পারে।

4. শাওমি রেডমি 7

গত বছর শাওমি ভারতে রেডমি 6 পেশ করে। এবার আসতে চলেছে রেডমি 7। কিছু দিন আগে ফোনটি চীনে লঞ্চ করে। এই ফোনটিতে 19:9 আসপেক্ট রেশিওযুক্ত 6.26 ইঞ্চির এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 632 চিপসেটে রান করে এবং এতে 1.8 গিগাহার্টসের কোয়াডকোর প্রসেসর দেওয়া হয়েছে। চীনে কোম্পানি ফোনটির তিনটি ভেরিয়েন্ট লঞ্চ করেছে এবং আশা করা হচ্ছে ভারতেও তিনটি ভেরিয়েন্ট‌ই পেশ করা হবে। ফোনটি 2 জিবি, 3 জিবি ও 4 জিবি র‍্যাম ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এর সঙ্গে 16 জিবি, 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

5. হুয়াই পি30

এই ফোনটি কোম্পানি কিছু দিন আগে ফ্রান্সের রাজধানী প‍্যারিসে লঞ্চ করেছে। এবার খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে আসতে চলেছে। হুয়াই পি30 তে 6.1 ইঞ্চির ফুল এইচডি+ ওএল‌ইডি ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি ফোনটি 6 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সঙ্গে পেশ করেছে। এই ফোনে হুয়াইয়ের কিরীন 980 এস‌ওসি দেওয়া হয়েছে যা 7 এন‌এম চিপসেটে কাজ করে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে 40 মেগাপিক্সেল + 16 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। সেলফির জন্য 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

6. ভিভো ওয়াই5

এই মাসে ভিভো মাঝারি রেঞ্জে দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি ওয়াই5 ও ওয়াই3 পেশ করতে পারে। 91মোবাইলসের পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী ওয়াই3 ফোনটি কোম্পানি 10,000 টাকা থেকে 15,000 টাকা দামে লঞ্চ করতে পারে তবে ওয়াই5 একটু দামি হবে। ভিভো ওয়াই5 এর দাম 15,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে হতে পারে। ফোনদুটির স্পেসিফিকেশন সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ওয়াই3 মিডিয়াটেক চিপসেটে রান করতে পারে এবং ওয়াই5 স্ন‍্যাপড্রাগন চিপসেটে।

7. হুয়াই পি30 প্রো

পি30 প্রোতে 6.47 ইঞ্চির ওএল‌ইডি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন রেজলিউশন 1080 × 2340 পিক্সেল। এই ফোনে কিরীন 980 এস‌ওসি দেওয়া হয়েছে যা 7 এন‌এম চিপসেট ডুয়েল এন‌ইউপিতে কাজ করে। এই ফোনটি 6 জিবি র‍্যাম/128 জিবি মেমরি, 8 জিবি র‍্যাম/256 জিবি মেমরি ও 8 জিবি র‍্যাম/512 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে কিন্তু ভারতে কোন ভেরিয়েন্ট সেল করা হবে সেটাই দেখার। ফোটোগ্ৰাফির জন্য এতে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে 40 মেগাপিক্সেল + 20 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + টিওএফ ক‍্যামেরা সেন্সর আছে।

8. স‍্যামসাং গ‍্যালাক্সি এ90

আগামী 10 এপ্রিল স‍্যামসাং একটি ইভেন্টের আয়োজন করছে এবং আশা করা হচ্ছে কোম্পানি ওই দিন গ‍্যালাক্সি এ90 ফোনটি লঞ্চ করে দেবে। শোনা যাচ্ছে এটি কোম্পানির প্রথম এমন স্মার্টফোন হবে যা পপ আপ ক‍্যামেরার সঙ্গে পেশ করা হবে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করবে এবং এতে 6.41 ইঞ্চির ডিসপ্লে দেখা যেতে পারে।

9. স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড

ফেব্রুয়ারিতে স‍্যামসাং দীর্ঘদিনের প্রতিক্ষার পর তাদের ফোল্ডেবল ফোন টেক জগতের সামনে আনে এবং তখনই জানায় আগামী 26 এপ্রিল ফোনটি ভারতসহ বিশ্বের কয়েকটি দেশে লঞ্চ করা হবে। স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ড নামের এই ফোনে 7.3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে। ভাঁজ করার পর স্ক্রিন ছোট হয়ে মাত্র 4.6 ইঞ্চির হয়ে যাবে। এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর 16 মেগাপিক্সেলের। দ্বিতীয় সেন্সরটি 12 মেগাপিক্সেলের। ফোল্ডের ভেতরে 10 মেগাপিক্সেলের একটি সেন্সর আছে। ফোনে 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here