TRAI এর 2025 সালের মার্চ মাসের রিপোর্ট অনুযায়ী ভারতে ক্রমাগত ইন্টারনেট এবং মোবাইল ডেটার দাম বেড়েই চলেছে। বিশেষভাবে গ্রাম ও মফরস্বাল এলাকায়ে 5G Fixed Wireless Access (FWA) সার্ভিসের চাহিদা বৃদ্ধি পেতে দেখা গেছে। দেশের মোট ওয়্যারলেস ইউজাদের সংখ্যা এবং 5G AirFiber গ্রাহকদের সংখ্যা উভয় ক্ষেত্রেই বৃদ্ধি হয়েছে।
মোট ওয়্যারলেস এবং FWA ইউজাদের সংখ্যা বৃদ্ধি
TRAI এর ডেটা অনুযায়ী 2025 সালের মার্চ মাসে ভারতে মোট 1,160.33 মিলিয়ন ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে 1,163.76 মিলিয়ন হয়ে গেছে। এতে মোবাইল এবং 5G FWA উভয় কানেকশন রয়েছে। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসে মোবাইল wireless সাবস্ক্রাইবারের সংখ্যা 1,154.05 মিলিয়ন থেকে বৃদ্ধি পেয়ে মার্চ মাসে 1,156.99 মিলিয়ন হয়েছে, অর্থাৎ 0.25 শতাংশ মাসিক গ্রোথ। 5G FWA সাবস্ক্রাইবারের সংখ্যা বেড়ে 6.8 মিলিয়ন হয়েছে, এতে সবচেয়ে বড় স্থান Jio দখল করেছে।
গ্রামের বিভিন্ন এলাকায় দ্রুত গ্রোথ
রিপোর্টের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী শহরের দিকে ওয়্যারলেস সাবস্ক্রাইবারের সংখ্যা মাত্র 627.94 মিলিয়ন থেকে 628.31 মিলিয়ন (অর্থাৎ 0.06 শতাংশ গ্রোথ) বৃদ্ধি হয়েছে, অন্যদিকে গ্রামের এলাগুলিতে সাবস্রাইবারের সংখ্যা 526.11 মিলিয়ন থেকে 528.68 মিলিয়ন (অর্থাৎ 0.49 শতাংশ গ্রোথ) বৃদ্ধি পেয়েছে। এর ফলে স্পষ্ট বোঝা যাচ্ছে গ্রামের দিকে মোবাইল ইন্টারনেট এবং ডেটা সার্ভিসের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
5G AirFiber এবং FWA এর মিলিত ফল
5G Fixed Wireless Access (FWA) এটি বিশ্বের দ্রুত বেড়ে চলা কানেক্টিভিটি সেগমেন্ট বলে মনে করা হচ্ছে। ভারতে 2025 সালের মার্চ মাসে এই সেগমেন্টের 6.8 মিলিয়ন ইউজার হয়ে গেছে। এক্ষেত্রেও Jio সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে, এতে 5.6 মিলিয়ন 5G AirFiber (FWA) ইউজার রয়েছে। Airtel এই সেগমেন্টে 1.2 মিলিয়ন গ্রাহক রয়েছে। অর্থাৎ মোট 82 শতাংশ মার্কেট শেয়ার Jio এর কাছে রয়েছে।
ডেটা ব্যাবহার বৃদ্ধি পেছনে Jio এর হাত
TRAI এর হিসাব অনুযায়ী, মার্চ মাসে ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ ওয়্যারলেস সাবস্ক্রাইবার যুক্ত হয়েছে, তাদের মধ্যে 2.17 মিলিয়ন Jio নেটওয়ার্ক বেছে নিয়েছেন। 5G AirFiber এর ক্ষেত্রে Jio এর 0.34 মিলিয়ন এবং Airtel এর 0.16 মিলিয়ন এর নতুন গ্রাহক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওয়্যারলাইন ব্রডব্যান্ড (FTTH) ক্ষেত্রেও Jio এর 0.15 মিলিয়ন এডিশন, অন্যদিকে Airtel 0.07 মিলিয়ন গ্রাহক যুক্ত হয়েছে। অর্থাৎ মোট নতুন ইন্টারনেট ইউজার এবং ডেটা ব্যাবহারের বৃদ্ধি ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান Jio এর রয়েছে।
সিজন-ওয়াইজ টেলিডেনসিটি
2025 সালের মার্চ মাসের শেষে দিল্লি সার্কেলের টেলিডেনসিটি সবচেয়ে বেশি 275.79 শতাংশ, তবে বিহার সার্কেলে সর্বনিম্ন মাত্র 57.23 শতাংশ ছিল। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়েও শহর ও গ্রামে ডেটা কনজংশন ও মোবাইল সাবস্ক্রিপশনের মধ্যে বিরাট ফারাক রয়েছে, তবে গ্রামের ক্ষেত্রে গ্রোথের স্পীড অনেকটাই বেশি। জানিয়ে রাখি টেলিডেনসিটির অর্থ হল, কোনো অঞ্চলের 100 জন মানুষের মধ্যে কতজনের কাছে টেলিফোন কানেকশন রয়েছে।