31 মার্চ পর্যন্ত বাছা যাবে চ‍্যানেল, ট্রাই পিছিয়ে দিল শেষ তারিখ

যেদিন থেকে ট্রাই ঘোষণা করে ইউজার নিজের ইচ্ছা মতো তাদের কেবল ও ডিটিএইচ চ‍্যানেল বাছাই করতে পারবেন সেদিন থেকে চারদিকে হুলস্থুল পড়ে গেছে। অনেক ইউজার ইতিমধ্যে তাদের পছন্দের চ‍্যানেল বেছে নিলেও বহু গ্ৰাহক এমন আছেন যারা বুঝতেই পারছেন না যে কিভাবে চ‍্যানেল বাছাই করবেন। ট্রাই প্রথমে চ‍্যানেল বাছাইয়ের শেষ দিন 1 ফেব্রুয়ারি ঘোষণা করে। কিন্তু সাবস্ক্রাইবার ও কেবল অপারেটরদের গাফিলতির জন্য ট্রাই এই ডেডলাইন বাড়াতে বাধ্য হয়। এখন গ্ৰাহক আগামী 31 মার্চ পর্যন্ত চ‍্যানেল বাছাই করতে পারবেন।

এক্সক্লুসিভ : 13,999 টাকা দামে লঞ্চ হবে 5,000 এমএএইচ ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামযুক্ত মোটো জি7 পাওয়ার

ট্রাইয়ের নতুন ঘোষণা:
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ট্রাই সমস্ত কেবল চ‍্যানেল ও ডিটিএইচ সাবস্ক্রাইবারদের নিজের পছন্দের চ‍্যানেল বেছে নেওয়ার জন্য 31 মার্চ পর্যন্ত সময় দিয়েছে। ট্রাই ডিস্ট্রিবিউশন প্ল‍্যাটফর্ম অপারেটরদের বলেছেন তারা যেন “বেস্ট ফিট প্ল‍্যান” বানায়, যাতে গ্ৰাহকদের চ‍্যানেল বাছতে সুবিধা হয়। ট্রাই জানিয়েছে এবার গ্ৰাহকরা 31 মার্চের আগে যে কোনো দিন তাদের “বেস্ট ফিট প্ল‍্যান” বাছতে পারবেন এবং নিজের প্রয়োজন অনুযায়ী এতে পরিবর্তন‌ও করতে পারবেন। ট্রাই কেবল ও ডিটিএইচ অপারেটরদের আদেশ দিয়েছে যাতে ইউজাররা চ‍্যানেল ও প‍্যাক বেছে নেওয়ার 72 ঘন্টার মধ্যে নতুন প্ল‍্যান অ্যাক্টিভেট করা হয় ।

“বেস্ট ফিট প্ল‍্যান” কি?
ট্রাই সাধারণ মানুষের সুবিধার জন্য “বেস্ট ফিট প্ল‍্যান” বানানোর আদেশ দিয়েছে। এই প্ল‍্যানে উপভোক্তাদের চ‍্যানেল বাছতে কম ঝামেলা পোহাতে হবে এবং খুব সহজেই চ‍্যানেল বাছা যাবে। ট্রাইয়ের বক্তব্য অনুযায়ী বেস্ট ফিট প্ল‍্যান গ্ৰাহকের পয়োজন, চ‍্যানেলের জনপ্রিয়তা এবং স্থানীয় ভাষার কথা মাথায় রেখে বানাতে হবে। এতে কিডস চ‍্যানেল, মুভি, নিউজ, ইনফোটেনমেন্ট ও স্পোর্টস চ‍্যানেলের সঙ্গে ভাষা ক‍্যাটাগরিও বানানো হয়েছে।

28 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে রেডমি নোট 7, জেনে নিন পুরো ডিটেইলস ও স্পেসিফিকেশন

নিয়ম:
ট্রাই উপভোক্তাদের স্বাধীনতা দিয়েছে যাতে তারা বান্ডিলে চ‍্যানেল নিয়ে তার জন্য দাম না দেন, বরং নিজের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী চ‍্যানেল বাছতে পারেন। এতদিন লোকাল কেবল অপারেটর ও ডিটিএইচ কোম্পানির পক্ষ থেকে প‍্যাক দেওয়া হত এবং পূর্বনির্ধারিত দরে দাম দিতে হত, কিন্তু এখন সাধারণ মানুষ শুধুমাত্র সেইসব চ‍্যানেলের জন‍্য‌ই দাম দেবেন যেগুলি উপভোক্তা নিজে বেছে নেবেন। এবার প‍্যাকের নয়, বরং চ‍্যানেলের দাম নির্ধারিত হবে। আগে কেবল অপারেটর ও ডিটিএইচ সার্ভিসের পক্ষ থেকে মাসিক প‍্যাকেজ দেওয়া হত এবং উপভোক্তাদের সেই প‍্যাকেজের দাম দিতে হত। এই প‍্যাকেজের কোন চ‍্যানেলের দাম কত বা কোন চ‍্যানেল ফ্রি সেবিষয়ে ইউজারদের কোনো তথ্য দেওয়া হত না। কিন্তু এখন আর এমন হবে না।

নতুন দাম:
ট্রাইয়ের নতুন নিয়ম অনুযায়ী কেবল ও ডিটিএইচের জন্য প্রতি মাসে সবচেয়ে কম 130 টাকা দাম দিতে হবে। এই 130 টাকা মাসিক দামে 100টি চ‍্যানেল দেওয়া হবে। এই 100টি চ‍্যানেলের মধ্যে 26টি দূরদর্শন ও 74টি প্রাইভেট কোম্পানির চ‍্যানেল হবে। এই 74টি চ‍্যানেল ইউজার নিজের ইচ্ছামত বাছতে পারবেন। যেসব চ‍্যানেল ইউজার বাছবেন শুধু সেগুলিই টিভিতে দেখা যাবে। এই 74টি চ‍্যানেল ফ্রি-টু-এয়ার হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here