20 টাকায় Jio, Airtel, Vi এবং BSNL ইউজাররা পাবেন 30 দিন ভ্যালিডিটি

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) এর পক্ষ থেকে সিম কার্ড সংক্রান্ত একটি নতুন নিয়ম চালু করা হয়েছে। যেসব ইউজাররা একাধিক সিম কার্ড ব্যাবহার করেন এই নিম তাদের জন্য অত্যন্ত সুবিধাজনক হতে চলেছে। প্রায়ই ইউজাররা তাদের দ্বিতীয় সিম কার্ড রিচার্জ করেন না বা একেক মাসে একেকটি নাম্বার রিচার্জ করেন। তাই এবার Jio, Airtel, Vi এবং BSNL সিম ইউজারদের জন্য TRAI নতুন গাইডলাইন জারি করেছে। এর ফলে দীর্ঘদিন পর্যন্ত সিম রিচার্জ না করেও সিম অ্যাক্টিভ রাখা যাবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই নতুন গাইডলাইন সম্পর্কে।

20 টাকায় 30 দিন অ্যাক্টিভ থাকবে সিম

বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট অনুযায়ী কোনো সিমে 90 দিন পর্যন্ত ইনঅ্যাক্টিভ থাকলে যদি এতে 20 টাকা ব্যালেন্স থাকে তবে সেই সিমের ভ্যালিডিটি 30 দিন বাড়িয়ে দেওয়া হবে। অর্থাৎ ইউজারদের নাম্বার মোট 120 দিন অ্যাক্টিভ থাকবে। যারা সেকেন্ডারি সিম ব্যাবহার করেন তাঁরা এতে 20 টাকা ব্যালেন্স রাখলে এই সুবিধা পাবেন। তবে কোনো ব্যালেন্স না থাকলে 90 দিন পর সিম ডিসকন্টিনিউ করে দেওয়া হবে।

Jio সিম ভ্যালিডিটির নিয়ম

বিজনেস স্ট্যান্ডার্ড অনুযায়ী রিচার্জ না করেও Jio সিম 90 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই সময়ে ইনকামিং কল সার্ভিস উপভোগ করা যাবে। তবে 90 দিনের মধ্যে কোনো রিচার্জ না করা হলে নাম্বার পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে এবং অন্য কোনো ইউজারকে সেই নাম্বার দিয়ে দেওয়া হবে।

Airtel সিম ভ্যালিডিটির নিয়ম

Airtel সিম কার্ডও রিচার্জ না করে 90 দিন পর্যন্ত চালু থাকবে। এর পর রিঅ্যাক্টিভেশনের জন্য 15 দিন অতিরিক্ত সময় পাওয়া যাবে। এর পরেও রিচার্জ না করা হলে নাম্বার চিরতরে বন্ধ করে দেওয়া হবে।

Vodafone Idea সিম ভ্যালিডিটির নিয়ম

রিচার্জ না করেও Vi সিম কার্ড 90 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এর পর নাম্বার চালু রাখার জন্য 49 টাকা দামের রিচার্জ করাতে হবে।

BSNL সিম ভ্যালিডিটির নিয়ম

BSNL সিমে সবচেয়ে বেশি ভ্যালিডিটি পাওয়া যাবে। এই সিম কার্ড কোনো ছাড়াই 180 দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে।

TRAI এর এই নতুন নিয়ম দুই বা ততোধিক সিম ইউজারদের জন্য যথেষ্ট উপযোগী হতে চলেছে। এই গাইডলাইন সিমের ভ্যালিডিটি বাড়ানোর পাশাপাশি বারবার রিচার্জ করার ঝামেলা থেকে মুক্তি দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here