ভারত সহ গ্লোবাল বাজারে এই সপ্তাহে লঞ্চ হবে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

গত জুয়াই মাসে ভারতের বাজারে বেশ কিছু অসাধারণ স্মার্টফোন লঞ্চ হয়েছে এবং আগস্ট মাসেও এই ধারা বজায় রেখে ভারত সহ গোটা বিশ্বে বিভিন্ন স্মার্টফোন পেশ করা হবে। এই মাসে একাধিক স্মার্টফোন লঞ্চ হলেও মাসের প্রথম সপ্তাহে খুব বেশি হবে না। এই সপ্তাহে অর্থাৎ 3 আগস্ট থেকে আগামী 10 আগস্টের মধ্যে আসন্ন ফোনগুলির ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

3 আগস্ট থেকে আগামী 10 আগস্টের মধ্যে আসন্ন ফোনের লিস্ট

Vivo Y400

লঞ্চ ডেট – 4 আগস্ট

আগামী 4 আগস্ট ভারতে Vivo Y400 5G ফোনটি লঞ্চ করা হবে এবং ফোনটির দাম 20 হাজার টাকার কাছাকাছি রাখা হতে পারে। এই ফোনটিতে 6,000mAh ব্যাটারি দেওয়া হবে। কোম্পানি জানিয়েছেন এই ফোনে 4 বছর পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যাবে এবং ফুল চার্জ করার পর 61 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লে করা যাবে। এই ফোনে বেশ কিছু অ্যাডভান্স AI ফিচার পাওয়া যাবে।

Vivo Y400 5G ফোনের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP IMX852 প্রাইমারি সেন্সরের সঙ্গে 2MP Bokeh লেন্স যোগ করা হবে। সবচেয়ে বড় কথা এই ফোনটি জলের ভেত্রেও ভিডিও তুলতে পারবে। এই ফোনে 6.67-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে থাকবে, যা 120Hz রিফ্রেশ রেট ও 1800nits ব্রাইটনেস সাপোর্ট করবে। জল ও ধুলো থেকে থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP68 + IP69 রেটিং দেওয়া হবে।

iQOO Z10 Turbo+

লঞ্চ ডেট – 7 আগস্ট

আগামী 7 আগস্ট চীনে iQOO Z10 Turbo+ ফোনটি লঞ্চ করা হবে। ভারতে এই সিরিজের iQOO Z10, Z10R, Z10x ও Z10 Lite ফোনগুলি সেল করা হয় এবং চীনে আসন্ন Z10 Turbo+ ফোনটি কোম্পানির ‘Z10’ সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হতে চলেছে। কোম্পানি জানিয়ে দিয়েছে এই ফোনে MediaTek Dimensity 9400+ প্রসেসর যোগ করা হবে এবং এর সঙ্গে এতে ইন বিল্ট Q2 gaming chip থাকবে।

iQOO Z10 Turbo+ 5G ফোনে 8,000mAh ব্যাটারি দেওয়া হবে, যা ফুল চার্জ করলে 77 ঘণ্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক দিতে সক্ষম। এই ফোনে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে। ফোনটিতে 1.5K 144Hz OLED স্ক্রিন থাকতে পারে। চীনে লঞ্চের পর ফোনটি ভারতে পেশ করা হবে কি না, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

Lava Shark 2

লঞ্চ ডেট – জানানো হয়নি

বর্তমানে Lava বেশ কয়েকটি স্মার্টফোনে কাজ করছে এবং ফোনগুলি কোম্পানির আলাদা আলাদা সিরিজের অধীনে পেশ করা হবে। 15 আগস্টের আগে বা পরে কোম্পানি তাদের ফোনের কথা ঘোষণা করতে পারে। এই সপ্তাহেই ভারতে কোম্পানির লো বাজেট Lava Shark 2 পেশ করা হতে পারে। এই ফোনটির দাম 7,000 টাকার রেঞ্জে রাখা হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 6.67-ইঞ্চির ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে দেওয়া হতে পারে।

Lava Shark 2 4G ফোনটিতে 4GB RAM যোগ করা হবে এবং ফোনটি Unisoc T606 প্রসেসরে কাজ করবে। ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 10W চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 8MP এবং সেলফির জন্য 5MP ক্যামেরা থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here