Nokia ব্র্যান্ডের মোবাইল ফোন প্রস্ততকারী কোম্পানি HMD Global তাদের নিজস্ব স্মার্টফোন লঞ্চ করবে বলে অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে। এই খবর সামনে আসার পর থেকেই বাজারে কানাঘুষো সুরু হয়ে গেছে যে Nokia Phone আর লঞ্চ হবে না। এবার এই প্রশ্নের উত্তর দিয়ে একটি নতুন রিপোর্ট সামনে এসেছে যেখান থেকে 17টি নোকিয়া ফোনের মডেল নাম্বার পাওয়া গেছে যেগুলি 2024 সালেই লঞ্চ করা হতে পারে।
বন্ধ হবে না Nokia ফোন
প্রথমেই জানিয়ে রাখি ফিনল্যান্ডের টেক কোম্পানি HMD Global এর হ্যাঁতে নোকিয়া ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির লাইসেন্স রয়েছে। এই কোম্পানিই Nokia ফোন তৈরি করে এবং সেল করে। তবে আগামী দুই বছর পর অর্থাৎ 2026 সালে HMD Global এবং Nokia এর লাইসেন্স সেস হয়ে যাবে এবং এর পর HMD আর নোকিয়ার নাম ব্যাবহার করতে পারবে না। তাই নোকিয়ার ওপর থেকে অদিকার হারানোর আগেই HMD Global বাজারে তাদের নিজস্ব পরিচিতি তৈরি করতে চাইছে। আর এই সম্ভবত এই কারণেই কোম্পানি তাদের নিজের নামে ফোন লঞ্চ করতে চলেছে।
ব্যাপারটা অনেকটা Redmi এবং POCO এর মতো। একই ফোন দুটি আলাদা দেশে আলাদা ব্র্যান্ড এবং আলাদা নামে লঞ্চ করা হয়। লেটেস্ট উদাহরণ হিসাবে বলা যায় চীনে লঞ্চ করা হয়েছে Redmi Note 13R Pro এবং ভারতে সেল করা হয় POCO X6 Neo। আপাতত 2026 পর্যন্ত মার্কেটে Nokia এবং HMD উভয় ব্র্যান্ডের স্মার্টফোন দেখা যাবে। দুটি ব্র্যান্ড ব্যাবহার করে কোম্পানি আলাদা ইউজার বেস এবং বাজেট টার্গেট করবে। অর্থাৎ এখনই বাজর থেকে Nokia Mobile Phones উঠে যাচ্ছে না।
এই বছর লঞ্চ হতে চলেছে এইসব Nokia phones
GSMChina নামক এক টেক ওয়েবসাইট IMEI Database থেকে খুঁজে 17 NOKIA ফোনের লিস্ট প্রকাশ করেছে যেগুলি আগামী কয়েক মাসের মধ্যে টেক মার্কেটে পেশ করা হবে। তবে এর মধ্যে কিছু ফোন আবার HMD ব্র্যান্ডের অধীনেও পেশ করা হতে পারে। এইসব ফোনের মডেল নাম্বার নিচে শেয়ার করা হল।
TA-1603
TA-1607
TA-1609
TA-1610
TA-1611
TA-1612
TA-1613
TA-1614
TA-1615
TA-1616
TA-1617
TA-1618
TA-1619
TA-1621
TA-1622
TA-1625
TA-1628
কবে লঞ্চ হবে HMD Phone?
এইচএমডি গ্লোবাল ইতিমধ্যে জানিয়ে দিয়েছে এই মাসে আয়োজিত Mobile World Congress 2024 ইভেন্টে তারা অংশ নিটে চলেছে। কোম্পানি আগামী 25 ফেব্রুয়ারি MWC 2024 এ একটি বড় ইভেন্টের আয়োজন করবে এবং এই ইভেন্টের মঞ্চেই কোম্পানি তাদের প্রথম ফোন টেক মার্কেটে পেশ করবে। ঘোষণ করার কিছু দিনের মধ্যেই এই ফোন গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।