Upcoming Phone in August 2024 : আগস্ট মাসে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে একাধিক প্রিমিয়াম স্মার্টফোন, দেখে নিন লিস্ট

2024 সালের অর্ধেকেরও বেশি সময় পার হয়ে গেছে এবং এই সময়ে ভারতীয় বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আগামী আগস্ট মাসও ভারতের স্মার্টফোন ইন্ডাস্ট্রির জন্য বিশেষ হতে চলেছে। এই মাসে কম বাজেটের স্মার্টফোন থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্টের স্মার্টফোন বাজারে পেশ হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Upcoming Phone in August অর্থাৎ আগামী আগস্ট মাসে লঞ্চের জন্য প্রস্তুতি নেওয়া স্মার্টফোনগুলির লিস্টিং সম্পর্কে।

আগস্টে লঞ্চের প্রস্তুতি নেওয়া স্মার্টফোন

POCO M6 Plus 5G

সম্ভাব্য দাম: 12,999 টাকা

1 আগস্ট ভারতে POCO M6 Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই ফোনটি Redmi 13 5G স্মার্টফোনের রিব্র্যান্ডিং ভার্সন বলে শোনা যাচ্ছে। এই ফোনটি 15 হাজার টাকার কমে লঞ্চ করা হতে পারে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটি 8জিবি RAM সাপোর্টেড কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 চিপসেট সহ লঞ্চ করা হবে। POCO M6+ 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে। এই পোকো স্মার্টফোনে 6.79 ইঞ্চির 120হার্টস এলসিডি ডিসপ্লে, 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030এমএএচ ব্যাটারি সহ পেশ করা হতে পারে।

Infinix Note 40X 5G

সম্ভাব্য দাম: 16,999 টাকা

5 আগস্ট ভারতে Infinix Note 40X 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। এই স্মার্টফোনটিতে 108MP ট্রিপল ক্যামেরা সাপোর্ট করবে। এই স্মার্টফোন 12GB RAM এবং 256GB স্টোরেজ সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Infinix Note 40X 5G স্মার্টফোনে 6.78-ইঞ্চির ফুলএইচডি + 120হার্টস ডিসপ্লে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 5,000এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Motorola Edge 50 5G

সম্ভাব্য দাম: 32,990 টাকা

Motorola Edge 50 5G স্মার্টফোনটি এই সিরিজের চার নাম্বার ফোন হতে চলেছে। এই ফোনটি প্রিমিয়াম সেগমেন্টের ফোন এবং এর দাম 30 হাজার টাকার বেশি রাখা হতে পারে। এই স্মার্টফোনে 12GB RAM সহ মিডিয়াটেক ডায়মেনসিটি 7300 চিপসেট দেওয়া হতে পারে। লিক অনুযায়ী Motorola Edge 50 5G স্মার্টফোনটিতে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনে 6.4ইঞ্চির 120হার্টস ওএলইডি ডিসপ্লে, 68ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,400এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।

iQOO Z9s

সম্ভাব্য দাম: 19,999 টাকা

iQOO Z9 সিরিজের সাফল্যের পর কোম্পানি iQOO Z9s সিরিজ ভারতে লঞ্চ করতে চলেছে। এই সিরিজের অধীনে iQOO Z9s 5G স্মার্টফোনটি রয়েছে। এই স্মার্টফোনটি 8জিবি RAM এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনে 50 মেগাপিক্সেলের ডুয়াল রেয়ার ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হতে পারে।

iQOO Z9s Pro

সম্ভাব্য দাম: 24,999 টাকা

আগস্ট মাসে ভারতে iQOO Z9s Pro স্মার্টফোনটি লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি, কিন্তু এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে শোনা গেছে। এই স্মার্টফোনে 12GB RAM দেওয়া হতে পারে। ফটোগ্রাফির জন্য এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 6,000এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।

Vivo V40 5G

সম্ভাব্য দাম: 34,900 টাকা

Vivo V40 5G স্মার্টফোনটি ভারতে লঞ্চের জন্য প্রস্তুত। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে এখনও পর্যন্ত জানানো হয়নি, কিন্তু স্বাধীনতা দিবসের আগেই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 12GB RAM এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 6.78-ইঞ্চির 120হার্টস এমোলেড ডিসপ্লে, 50MP সেলফি ক্যামেরা, 50MP ডুয়াল ব্যাক ক্যামেরা এবং 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হয়েছিল।

Vivo V40 Pro

সম্ভাব্য দাম: 42,900 টাকা

Vivo V40 Pro স্মার্টফোনটি হাইএন্ড স্পেসিফিকেশন সহ সিরিজের টপ মডেল হতে চলেছে। লিক অনুযায়ী এই স্মার্টফোনটি 12GB RAM এবং মিডিয়াটেক ডায়মেনসিটি 9200 প্লাস প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। Vivo V40 Pro স্মার্টফোনে 50MP সেলফি ক্যামেরা এবং 50MP OIS ফিচারযুক্ত ব্যাক ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই স্মার্টফোনে 120ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here