বিআইএস সাইটে তালিকাভুক্ত নতুন দুটি Jio-এর ফোন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Highlights

  • এই ফোনটি Jio Phone 5G হতে পারে।
  • এতে স্ন্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হতে পারে।
  • এই মাসের মধ্যেই কোম্পানি এই ফোন লঞ্চ করতে পারে।

যেসব ইউজাররা সস্তা স্মার্টফোনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য রিলায়েন্স জিও দুটি নতুন ফোন নিয়ে আসতে চলেছে। জানিয়ে রাখি কোম্পানি তাদের দুটি নতুন স্মার্টফোনে কাজ করছে। ভারতীয় সার্টিফিকেশন সাইট BIS এ এই ফোন দেখা গেছে। এই ফোনটি Jio Phone 5G হতে পারে বলে মনে করা হচ্ছে। এই পোস্টে এই নতুন লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Tecno POVA 5 এবং Tecno POVA 5 Pro, ব্যাক প্যানেলে রয়েছে শক্তিশালী এলইডি লাইট

নতুন জিও ফোনগুলির বিআইএস লিস্টিং

  • বিআইএস সাইটে জিওর নতুন দুটি ফোন JBV161W1 এবং JBV162W1 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই লিস্টিং শেয়ার করেছেন।
  • এই লিস্টিং দেখে মনে করা হচ্ছে এই ফোনদুটি এই মাসেই লঞ্চ করা হতে পারে। সবচেয়ে বড় কথা এই ফোনগুলি পুরোপুরি ভারতে তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
  • এই ফোনগুলির দাম অত্যন্ত কম রাখা হবে। জার ফলে গ্রাহকরা কম খরচেই 5G পরিষেবা উপভোগ করতে পারবেন।

Jio Phone 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এখনও পর্যন্ত এই ফোনের অফিসিয়াল স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন নিচে জানানো হল।

  • ডিসপ্লে: কোম্পানির আপকামিং সস্তা Jio Phone 5G ফোনে 6.5 ইঞ্চির এলসিডি এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 90Hz রিফ্রেশরেটে কাজ করতে পারে।
  • প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 480 চিপসেট দেওয়া হবে বলে জানা গেছে।
  • স্টোরেজ: এই ফোনে 4GB RAM এর সঙ্গে 64GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।
  • ব্যাটারি: এই ফোনে 5000mAh দীর্ঘ মেয়াদি ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং ফিচার যোগ করা হতে পারে।
  • ক্যামেরা: নতুন জিও ফোন 5G ফোনে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। এছাড়া সেলফির জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে।
  • ওএস: কোম্পানি তাদের Jio Phone 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here