ভারতের স্মার্টফোন মার্কেটে এই সপ্তাহে একাধিক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ হবে। এবার সংখ্যা কিছুটা কম হলেও ফোনগুলি ক্ষমতায় অনেক বেশি এগিয়ে। দীর্ঘ প্রতীক্ষার পর এই সপ্তাহে দেশের বাজারে Samsung Galaxy S25 Edge আসতে চলেছে, এর সঙ্গে আসছে হাইএন্ড ফোল্ডেবল ফোন Motorola Razr 60 Ultra। ভারতের বাজারের পাশাপাশি এই পোস্টে চীনে আসন্ন OPPO Reno 14 এবং Reno 14 Pro ফোনগুলি সম্পর্কেও উল্লেখ করা হল।
Samsung Galaxy S25 Edge
লঞ্চ ডেট – 13 মে
দাম – 64,999 টাকা (সম্ভাব্য)
আগামীকাল অর্থাৎ 13 মে ভারতে লঞ্চ হবে Samsung Galaxy S25 Edge স্মার্টফোন। এই ফোনটি গ্লোবাল মার্কেটে লঞ্চ করে স্পেসিফিকেশন ও দাম ঘোষণা করা হবে। রিপোর্টের মাধ্যমে জানা গেছে ভারতে আগামী 30 মে থেকে এই ফোনটির সেল শুরু করা হবে। এই ফোনটিতে Snapdragon 8 Elite প্রসেসর যোগ করা হতে পারে।
Samsung Galaxy S25 Edge ফোনে টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হতে পারে এবং এতে 6.7-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP ক্যামেরা দেওয়া হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 3,900mAh ব্যাটারি যোগ করা হতে পারে। জানিয়ে রাখি Samsung Galaxy S25 Edge ফোনটি এই সিরিজের চতুর্থ স্মার্টফোন হতে চলেছে।
Motorola Razr 60 Ultra
লঞ্চ ডেট – 13 মে
দাম – 89,999 টাকা (সম্ভাব্য)
ফোল্ডেবল স্মার্টফোন Motorola Razr 60 Ultra ফোনে ডুয়েল ডিসপ্লে সেটআপ দেওয়া হয়েছে। এই ফোনে অত্যন্ত স্টাইলিশ কভার যোগ করা হবে। এই আপকামিং ফোনটিতে স্টাইলিশ লুকের পাশাপাশি দারুণ স্পেসিফিকেশন পাওয়া যাবে। কোম্পানি জানিয়ে দিয়েছে Razr 60 Ultra ফোনে 16GB RAM দেওয়া হবে। এই ফোনেও 3 ন্যানোমিটার ফেব্রিকেশন প্রসেসে তৈরি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর থাকবে।
Motorola Razr 60 Ultra ফোনে 7-ইঞ্চির 1.5K প্রাইমারি স্ক্রিন এবং 4-ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হবে। ফটোগ্রাফির জন্য এই ফোল্ডেবল ফোনে 50MP + 50MP ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ এবং 50MP ফ্রন্ট ক্যামেরা থাকবে। এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 68W TurboPower এবং 30W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,700mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
OPPO Reno 14 series
লঞ্চ ডেট – 15 মে (চীন)
দাম – 32,999 টাকা (সম্ভাব্য)
আগামী 15 মে চীনে OPPO Reno 14 সিরিজ লঞ্চ হতে চলেছে। এর পরেই ভারতেও এই সিরিজ লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই সিরিজে OPPO Reno 14 এবং OPPO Reno 14 Pro স্মার্টফোন লঞ্চ করা হবে। লিক অনুযায়ী উভয় ফোনে MediaTek Dimensity 8450 প্রসেসর দেওয়া হবে এবং 8GB ও 12GB RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। আগামী মাসে অর্থাৎ জুন মাসে এই ফোনগুলি ভারতে লঞ্চ করা হতে পারে।
OPPO Reno 14 ফোনে 6.59-ইঞ্চির এবং OPPO Reno 14 Pro ফোনে 6.83-ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে দুটি ফোনেই 50MP সেলফি ক্যামেরা থাকবে। ফটোগ্রাফির জন্য OPPO Reno 14 ফোনে 50MP প্রাইমারি OIS সেন্সর, 50MP টেলিফটো লেন্স এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। অপরদিকে OPPO Reno 14 Pro ফোনে 50MP পেরিস্কোপ টেলিফটো লেন্স যোগ করা হতে পারে। এই দুটি ফোনেই পাওয়ার ব্যাকআপের জন্য 80W ফাস্ট চার্জিং সহ 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।