2025 সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে চলেছে এইসব স্মার্টফোন, দেখে নিন লিস্ট

হ্যাপি নিউ ইয়ার 2025 ভারতের স্মার্টফোন প্রেমীদের জন্য সত্যিই আনন্দের হতে চলেছে। দারুণ ফ্ল্যাগশিপ মডেলের সঙ্গে নতুন বছরের শুরু হবে। একদিকে যেমন OnePlus এবং Samsung এর মতো ব্র্যান্ডগুলো তাদের ফ্ল্যাগশিপ ক্যাটেগরিতে ধামাকা করবে, অন্যদিকে realme এবং Vivo এর মতো ব্র্যান্ডগুলি কম দামের সেগমেন্ট এবং মিড বাজেটে অসাধারণ অপশন পেশ করতে চলেছে। 2025 সালের জানুয়ারি মাসে ভারতে আসন্ন ফোনের লিস্টিং সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

জানুয়ারি মাসে আসন্ন ফোনের লিস্টিং

OnePlus 13

7 জানুয়ারি OnePlus 13 স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং OxygenOS 15 সহ কাজ করবে এবং প্রসেসিঙের জন্য ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট দেওয়া হবে। ভারতীয় বাজারে ফোনটি 16GB RAM সহ পেশ করা হতে পারে। OnePlus 13 স্মার্টফোনটিতে 6.82 ইঞ্চির 2K+ LTPO AMOLED স্ক্রিনে 120হার্টস রিফ্রেশ রেট সহ 4500nits পীক ব্রাইটনেস এবং আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য ফোনে Hasselblad ট্রিপল ক্যামেরা থাকবে। এই সেটআপে 50 মেগাপিক্সেলের তিনটি লেন্স দেওয়া হবে। একইভাবে ফ্রন্টে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা যোগ করা হবে। ওয়ানপ্লাস 13 ফোনটিতে শক্তিশালী 6,000এমএএইচ ডুয়েল সেল ব্যাটারি দেওয়া হবে।

OnePlus 13R

2025 সালের 7 জানুয়ারি বিশ্বে প্রথম ভারতে OnePlus 13R ফোনটি লঞ্চ করা হবে। ওয়ানপ্লাসের বক্তব্য অনুযায়ী OnePlus 13R ফোনটি 80W SuperVOOC চার্জিং সাপোর্টেড 6,000mAh ব্যাটারি সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য এই ফোনে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট এবং 12GB RAM দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। OnePlus 13R ফোনটিতে 1.5K BOE OLED প্যানেল দিয়ে তৈরি 6.78 ইঞ্চির স্ক্রিন সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP Sony IMX906 প্রাইমারি সেন্সর যোগ করা হতে পারে। জানিয়ে রাখি OnePlus 13R ফোনে Action Button দেওয়া হবে।

realme 14 Pro / 14 Pro+

Realme 14x 5G ফোন লঞ্চ করা হয়ে গেছে এবং বর্তমানে Realme 14 pro সিরিজ ভারতে লঞ্চের অপেক্ষা করা হচ্ছে। 2025 সালের জানুয়ারি মাসে Realme 14 pro এবং 14 pro+ স্মার্টফোন ভারতে পার করা হতে পারে। এটি বিশ্বের প্রথম old-sensitive color-changing ব্যাক প্যানেল সহ ফোন হতে চলেছে, যা তাপমাত্রার হিসেবে নিজের রং পরিবর্তন করবে। Realme 14 pro ফোনে ফ্ল্যাট এবং Realme 14 pro+ ফোনে কোয়াড কার্ভ স্ক্রিন দেওয়া হতে পারে। এই সিরিজের টপ মডেল realme 14 pro+ ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 অক্টাকোর প্রসেসর এবং সিরিজের ফোনদুটি 12GB RAM সহ পেশ করা হতে পারে। অন্যদিকে বড় ব্যাটারি সহ সিরিজের ফোনে 50 মেগাপিক্সেল ওআইএস ফিচারযুক্ত রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হতে পারে।

Vivo Y29 5G

2025 সালের জানুয়ারি মাসে ভারতে Vivo Y29 5G ফোনটি লঞ্চ করা হতে পারে। রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটি মোট চারটি ভেরিয়েন্টে পেশ করা হবে এবং এর দাম 13,999 টাকা থেকে 18,999 টাকা হতে পারে। এই ফোনে 90হার্টস রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। এই ফোনে 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে। এই ভিভো ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর এবং পাওয়ার ব্যাকআপের জন্য 44ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,500এমএএইচ ব্যাটারি সহ পেশ করা হতে পারে। Vivo Y29 5G ফোনটিতে শক রেজিস্টেন্সের জন্য IP64 রেটিং থাকবে।

Samsung Galaxy S25 / S25 Plus

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি Samsung Galaxy S25 সিরিজের লঞ্চ ডেট জানানো হয়নি, তবে 22 জানুয়ারি ফোনটি লঞ্চ করা হতে পারে। ভারতীয় বাজারে Galaxy S25 এবং Galaxy S25 Plus ফোনটি Exynos 2500 প্রসেসর সহ পেশ করা হতে পারে। সিরিজের দুটি ফোনের ভ্যানিলা মডেলে 12GB RAM দেওয়া হবে বলে শোনা যাচ্ছে। Galaxy S25 ফোনে 6.2 ইঞ্চির এবং Galaxy S25+ ফোনে 6.7 ইঞ্চির LTPO AMOLED 2x পাঞ্চ-হোল স্ক্রিন থাকতে পারে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী Galaxy S25 এবং Galaxy S25+ ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং টেলিফটো সেন্সর যোগ করা হবে।

Samsung Galaxy S25 Ultra

Samsung Galaxy S25 Ultra ফোনে Gemini Nano (v2) AI ফিচার দেওয়া হতে পারে। আপকামিং ফোনে কোয়ালকমের Snapdragon 8 Elite চিপসেট এবং 16GB RAM ও 1TB Memory সহ পেশ করা হবে। Galaxy S25 Ultra ফোনে 6.86 ইঞ্চির Dynamic LTPO AMOLED 2x QHD+ স্ক্রিন দেওয়া হতে পারে। এই স্যামসাঙের ফোনটি 200MP সেন্সর সহ কোয়াড রেয়ার ক্যামেরা সহ লঞ্চ করা হতে পারে। একইভাবে ফ্রন্টে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে। লিক অনুযায়ী ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড সিলিকন কার্বন ব্যাটারি যোগ করা হবে।

ASUS ROG Phone 9

ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনে 6.78 ইঞ্চির FHD+ Samsung E6 AMOLED ডিসপ্লে থাকবে, ফলে গেমিঙের সময় 185Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। ASUS ROG Phone 9 এবং 9 Pro ফোনে Snapdragon 8 Elite অক্টাকোর প্রসেসর এবং 16GB RAM সহ পেশ করা হবে। স্মার্টফোন দুটিতে 32MP সেলফি ক্যামেরা সাপোর্ট এবং ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। আপকামিং ফোনদুটিতে 65W Hypercharge ফাস্ট চার্জিং এবং 15W Qi wireless চার্জিং সাপোর্টেড 5,800mAh ব্যাটারি যোগ করা হবে।

OPPO Reno 13 / 13 Pro

OPPO Reno 13 সিরিজে MediaTek Dimensity 8350 প্রসেসর সহ চীনে লঞ্চ হয়ে গেছে, এবার জানুয়ারি মাসে ভারতীয় বাজারে লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। চীনের OPPO Reno 13 মডেলে 6.59 ইঞ্চির এবং Reno 13 Pro ফোনে 6.83 ইঞ্চির 1.5K এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। এই ফোনদুটি ভারতে 12GB RAM সহ পেশ করা হতে পারে। এই ফোনে সেলফির জন্য 50 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। অন্যদিকে পাওয়ার ব্যাকআপের জন্য 80W চার্জিং সাপোর্টেড OPPO Reno 13 ফোনে 5,600mAh ব্যাটারি এবং 13 Pro ফোনে 5,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

POCO X7 Pro

Poco C75 5G এবং Poco M7 Pro 5G ফোনটি ভারতে লঞ্চ করার পর, এবার কোম্পানি জানুয়ারি মাসে POCO X7 Pro ফোনটি ভারতে পেশ করতে পারে। এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 প্রসেসর এবং 12GB RAM ও 512GB স্টোরেজ সহ ভারতে লঞ্চ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী ফোনটিতে 6.67 ইঞ্চির 1.5K LTPS OLED স্ক্রিন দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000mAhব্যাটারি যোগ করা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here