ভারতে দুর্গা পূজার আগেই ফেস্টিভ সিজনের সূচনা হয়ে গেছে এবং চলবে প্রায় দীপাবলির পর পর্যন্ত। এই সময় দাঁড়িয়ে বিভিন্ন স্মার্টফোন কোম্পানি তাদের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এর আগে গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেও বিভিন্ন কোম্পানি নতুন স্মার্টফোন পেশ করেছে। আবার দীপাবলির ঠিক আগেও এই ঘটনার পুনরাবৃত্তি হবে। এমনিতেই ভারতের মতো বড় বাজারে কোম্পানিগুলির মধ্যে যথেষ্ট প্রতিযোগিতা চলে। আর এরকম সুযোগ কেই বা ছাড়তে চায়! বিভিন্ন কোম্পানি আলাদা আলাদা সেগমেন্টে তাদের নতুন ফোন লঞ্চের জন্য তৈরি হয়ে রয়েছে। চলুন জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনগুলি সম্পর্কে। আরও পড়ুন:13GB র্যাম এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল ‘Tecno Pova Neo 5G’ স্মার্টফোন
Upcoming Smartphones October 2022
Oneplus Nord 3
এই অক্টোবর মাসেই Oneplus এর অ্যাফোর্ডেবল প্রিমিয়াম স্মার্টফোন OnePlus Nord 3 লঞ্চ করা হতে পারে। এই ফোনে 120Hz রিফ্রেশরেট যুক্ত 6.7 ইঞ্চির Full Hd Plus AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এই ফোনটি MediaTek Dimensity 8100 চিপসেটে রান করবে এবং এতে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। এছাড়া এই ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে। আপকামিং OnePlus Nord 3 ফোনটিতে 150W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হতে পারে।
POCO M5s
শাওমির সাব ব্র্যান্ড পোকো কয়েক দিন আগে গ্লোবাল মার্কেটে তাদের POCO M5s স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার এই মাসের মধ্যেই এই ফোনটি ভারতে পেশ করা হতে পারে। আপকামিং POCO M5s ফোনে 6.43 ইঞ্চির Full HD+ AMOLED প্যানেল দেওয়া হবে। ফোনটি MediaTek Helio G95 চিপসেটে রান করবে। এছাড়া POCO M5s ফোনটি Android 12-অপারেটিং সিস্টেম সহ MIUI 13 এর সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনে 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2MP ডেপ্থ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 33W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি আছে। আরও পড়ুন:LED টিভি বিস্ফোরণের জেরে মৃত্যু হল এক কিশোরের, জেনে নিন appliances-এ আগুন ধরার কারণ
Vivo V25e
চাইনিজ কোম্পানি ভিভো তাদের ‘Vivo V25’ সিরিজে Vivo V25 এবং Vivo V25 Pro স্মার্টফোন লঞ্চের পর এবার কোম্পানি এই সিরিজে Vivo V25e স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। এই আপকামিং ফোনটিতে 6.44 ইঞ্চির Full HD+ 90Hz AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। Vivo V25e ফোনটি MediaTek Helio G99 চিপসেটে রান করবে বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ফোনটি FunTouchOS 12 বেসড Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে। এই ফোনে 64MP প্রাইমারি সেন্সর এবং 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। Vivo V25e ফোনটিতে USB Type-C পোর্ট এবং 44W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500mAh ব্যাটারি যোগ করা হবে বলে জানা গেছে।
Xiaomi 12T Pro
এই অক্টোবর মাসেই Xiaomi 12T Pro ফোনটি ভারতে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি Qualcomm এর Snapdragon 8+ Gen 1 চিপসেটে রান করবে। এতে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। Xiaomi 12T Pro ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম সহ MIUI 13 স্কিনে কাজ করবে। শাওমির এই আপকামিং ফোনটিতে 200MP প্রাইমারি ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে। আরও পড়ুন:Airtel 5G Plus : এই স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে Airtel 5G পরিষেবা, দেখে নিন আপনার ফোন লিস্টে আছে কি না
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন