মাত্র 3,999 টাকা দামে লঞ্চ হল এই কোম্পানির স্মার্টওয়াচ, রয়েছে শক্তিশালী ফিচার এবং প্রিমিয়াম লুক

যারা একটি স্টাইলিশ স্মার্টওয়াচ খুঁজছেন, যা ফিটনেসের প্রতি খেয়াল রাখার পাশাপাশি কল-নোটিফিকেশনের মতো স্মার্ট ফিচার সাপোর্ট করে, তাদের জন্য URBAN এর নতুন Genesis স্মার্টওয়াচ একটি সুন্দর অপশন। কোম্পানির পক্ষ থেকে ভারতীয় ইউজারদের কথা মাথায় রেখে এটি লঞ্চ করা হয়েছে, এই স্মার্টওয়াচটির দাম 3,999 টাকা থেকে শুরু।

URBAN এর নতুন Genesis স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

প্রিমিয়াম ডিজাইন সহ 1.45 ইঞ্চির AMOLED ডিসপ্লে

URBAN Genesis স্মার্টওয়াচটিতে 1.45 ইঞ্চির রাউন্ড Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, Always-On ফাংশন সহ পেশ করা হয়েছে। ওয়াচটিতে প্রিমিয়াম লুকের জন্য মেটাল বডি এবং স্টেনলেস স্টিল স্ট্রিপ ব্যাবহার করা হয়েছে। অর্থাৎ এই ওয়াচটিতে শুধুমাত্র হেল্থ ট্রাকিং ছাড়াও একটি অ্যাকশন আক্সেসারিসের মতো কাজ করবে।

ব্লুটুথ কলিং থেকে শুরু করে AI অ্যাসিস্ট্যান্ট

Genesis স্মার্টওয়াচে ইন-বিল্ট মাইক্রোফোন ও স্পিকার দেওয়া হয়েছে, এর মাধ্যমে ইউজাররা সরাসরি ওয়াচের থেকেই কল করতে ও রিসিভ করতে পারবেন। একইসঙ্গে এতে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করে, এর সাহায্যে ইউজাররা গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরি কমান্ড দিতে পারবেন।

হেল্থ এবং ফিটনেসের সম্পূর্ণ প্যাকেজ

বিশেষত্ব হল এই স্মার্টওয়াচটিতে অ্যাডভান্স হেল্থ সুট রয়েছে, এতে Quad AI সেন্সর দেওয়া হয়েছে। এই সেন্সর হার্ট রেট, SpO2, ব্লাড প্রেশার, ঘুমের কোয়ালিটি এবং স্ট্রেস লেবল ট্র্যাক করতে পারবে। এছাড়া স্মার্টওয়াচটিতে মেডিটেশনের জন্য Breather মোডও দেওয়া হয়েছে।

স্পোর্টস মোড এবং দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ

Genesis স্মার্টওয়াচটিতে মাল্টি-স্পোর্টস মোড রয়েছে, এর মাধ্যমে ইউজারদের দৌড়ানো, সাইক্লিং, হাঁটা, স্কিপিঙের মতো অ্যাক্টিভিটিগুলি ট্র্যাক করা যাবে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এতে IP67 রেটিং দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ওয়াচটির ব্যাটারি সহজেই 7 দিন পর্যন্ত চলতে সক্ষম।

কানেক্টিভিটি এবং স্মার্ট ফিচার

স্মার্টওয়াচটিতে Bluetooth 5.3 সাপোর্ট রয়েছে, এর ফলে অ্যান্ড্রয়েড ও iOS উভয় ডিভাইসের সঙ্গে দ্রুত কানেক্ট করা যাবে। এই স্মার্টওয়াচটিতে মিউজিক ও ক্যামেরা কন্ট্রোলের মতো ফিচারের পাশাপাশি এতে স্মার্ট নোটিফিকেশনও পাওয়া যায়। অর্থাৎ ইউজাররা সরাসরি কল, মেসেজ, ইমেল ও সোশ্যাল মিডিয়া আপডেট পেয়ে যেতে পারবেন।

URBAN Genesis স্মার্টওয়াচের দাম, কালার অপশন এবং সেল ডিটেইলস

URBAN Genesis স্মার্টওয়াচের দাম 3,999 টাকা থেকে শুরু, এটি লিমিটেড লঞ্চ অফার হিসেবে পাওয়া যাবে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট gourban.in, Amazon, Flipkart এবং ভারতের সিলেক্টেড অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে স্মার্টওয়াচটি সেল করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে Genesis প্রিমিয়াম ফিনিশ সহ লঞ্চ করা হয়েছে। এটি মেটালিক সিলভার এবং ব্ল্যাকের মতো ক্লাসিক কালার অপশনে পেশ করা হয়েছে। যেসব ইউজাররা স্টাইলিশ ডিজাইনের পাশাপাশি স্মার্ট ফিচার সহ স্মার্টওয়াচ খুঁজছেন, এটি তাদের জন্য একটি দারুণ অপশন।

URBAN Genesis এর বিশেষত্ব

ফিচার ডিটেইলস
ডিসপ্লে 1.45” Super AMOLED, Always-On
বডি ডিজাইন ফুল মেটাল বডি + স্টেনলেস স্টিল স্ট্র্যাপ
হেল্থ ট্র্যাকিং হার্ট রেট, SpO2, BP, স্লিপ, স্ট্রেস
কলিং ব্লুটুথ কলিং (মাইক + স্পিকার)
ব্যাটারি লাইফ 7 দিন পর্যন্ত
স্মার্ট ফিচার AI অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা-মিউজিক কন্ট্রোল
রেজিস্টেন্স IP67 (ওয়াটার এবং ডাস্ট প্রোটেকশন)
দাম ₹3,999 (লঞ্চ অফার)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here