তুলকালাম করতে প্রস্তুত Redmi, বিশেষ ফিচারের সঙ্গে আসতে চলেছে Redmi Note 8 (2021)

Xiaomi এর সাব ব্র‍্যান্ড রেডমি কয়েক দিন আগেই ভারতে তাদের প্রোডাক্ট পোর্টফোলিও আরও বড় করার জন্য দেশে Redmi Note 10s লঞ্চ করেছে। এবার খবর পাওয়া গেছে কোম্পানি তাদের ‘রেডমি নোট’ সিরিজে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। FCC লিস্টিঙের মাধ্যমে Redmi Note 8 (2021) এর স্পেসিফিকেশন অনলাইনে দেখা গেছে। এর আগে এই তথাকথিত Redmi Note 8 (2021) ফোনটি FCC ও EEC সহ আরও কিছু সার্টিফিকেশন সাইটে দেখা গেছে, যার ফলে বোঝা যাচ্ছে কোম্পানি এই লেটেস্ট স্মার্টফোন নিয়ে কাজ করছে। অন‍্যদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক জনপ্রিয় টিপস্টার ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন লিক করেছেন। চলুন দেখে নেওয়া যাক এখনও কি কি জানা গেছে আপকামিং Redmi Note 8 (2021) সম্পর্কে।

Redmi Note 8 (2021)

XDA Developers এর Kacper Skrzypek একটি টুইট করেছেন, যেখানে M1908C3JGG মডেল নাম্বারের সঙ্গে একটি নতুন শাওমি স্মার্টফোনের FCC সার্টিফিকেশন সাইটের লিস্টিং দেখানো হয়েছে। মনে করা হচ্ছে এটি Redmi Note 8 (2021) এর মডেল নাম্বার। তিনি পরে ‘শাওমির একটি পেজ’ এর সোর্স থেকে এই কথা জানিয়েছেন। এফসিসি লিস্টিং অনুযায়ী মনে করা হচ্ছে এই ফোনে মিডিয়াটেক হেলিও জি85 এস‌ওসি দেওয়া হবে। এই ফোনে 4,000 এম‌‌এএইচের ব‍্যাটারি এবং মিইউআই 12.5 থাকবে।

মনে করিয়ে দিই কিছু দিন আগে ইউরোপের EEC সার্টিফিকেশন সাইটেও এই এক‌ই মডেল নাম্বারযুক্ত একটি ফোন দেখা গিয়েছিল। টিপস্টার Xiaomiui টুইট করে জানিয়েছিলেন Redmi Note 8 (2021) ফোনটি ভারত, ইন্দোনেশিয়া ও তুর্কিতে লঞ্চ করা হবে না। ফোনটির কোডনেম হবে ‘Biloba’ এবং ফোনটি রাশিয়া সহ বিশ্বের বেশ কিছু মার্কেটে লঞ্চের সম্ভাবনা আছে।

স্পেসিফিকেশন সম্পর্কে টিপস্টার জানিয়েছেন এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি85 এস‌ওসিতে রান করবে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 4,000 এম‌‌এএইচের ব‍্যাটারি দেওয়া হবে। এই ব‍্যাটারি 22.5 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করতে পারে।

Redmi Note 8 (2021) এর স্পেসিফিকেশন

Redmi Note 8 (2021) ফোনটির ব‍্যাক প‍্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি ডেপ্থ সেন্সর ও একটি টেলি-ম‍্যাক্রো লেন্সযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। এই ফোনে 60 হার্টস রিফ্রেশরেটযুক্ত ফুল এইচডি+ ডিসপ্লে থাকবে। যদিও কিছু ক্ষেত্রে 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লের কথা শোনা গেছে। এই ফোনে ওয়াটারড্রপ নচ, 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ দেওয়া হতে পারে। কানেক্টিভিটি ফিচার হিসেবে এই ফোনে ওয়াইফাই 802.11 এসি এবং ব্লুটুথ ভার্সন 5 থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here