মূল্যবৃদ্ধির নতুন আঘাত, আর Free থাকবে না WhatsApp Calling! প্রতিটি অদিও-ভিডিও কলের জন্য দিতে হবে দাম

ভারতের প্রায় প্রত্যেক স্মার্টফোন ইউজার তাদের ফোনে WhatsApp ব্যাবহার করেন। সাধারণত প্রত্যেক WhatsApp ইউজার তাদের বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের সঙ্গে অ্যাপের মাধ্যমে চ্যাট ও মিডিয়া শেয়ারের পাশাপাশি ভিডিও এবং ভয়েস কল করে থাকেন। বর্তমানে WhatsApp Calling রীতিমত ট্রেন্ড হয়ে উঠেছে এবং সাধারণ মানুষ WhatsApp ভিডিও কলের পাশাপাশি ভয়েস কলেও অভ্যস্ত হয়ে পড়েছে। কিন্তু ভারত সরকারের নতুন Indian Telecommunication Bill 2022 এর আওতায় Free WhatsApp Call Service খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে।

শুধুমাত্র WhatsApp নয়, এখন থেকে Skype, Zoom, Telegram এবং Google Duo এর মতো অ্যাপ থেকে কল করার জন্য দাম দিতে হবে। দেশের কেন্দ্রা সরকার বর্তমানে Indian Telecommunication Bill 2022 এর ওপর কাজ করছে এবং এর ড্রাফ্‌ট অনুযায়ী সরকার আগামী দিনে ভিডিও কমিউনিকেশন এবং কলিং অ্যাপের বিরুদ্ধে কিছুটা বিরূপ পদক্ষেপ নিতে চলেছে।

Indian Telecommunication Bill 2022 পাস হয়ে গেলে ফ্রি WhatsApp Calling বন্ধ হয়ে যাবে এবং বহুল ব্যাবহৃত WhatsApp Call এর জন্য দাম দিতে হবে।

Indian Telecommunication Bill 2022 এর বক্তব্য

Indian Telecommunication Bill 2022 এর ড্রাফটে বেশ কিছু নতুন নিয়মাবলী যোগ করা হয়েছে। এই নিয়মাবলী অনুযায়ী এখন থেকে ভারতে সক্রিয় সমস্ত কলিং এবং ম্যাসেজিং অ্যাপকে তাদের কলিং সার্ভিসের জন্য Jio, Airtel এবং Vi এর মতো টেলিকম কোম্পানিগুলির মতো আলাদাভাবে লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সের জন্য সরকারের কাছে ফীজ জমা করে মোটা অঙ্কের দাম মেটাতে হবে। ফলে এইসব সার্ভিস যে আর ফ্রি থাকবে না সেই সম্ভাবনাই বেশি।

অ্যাপ কলিঙের জন্য দিতে হবে দাম

জানিয়ে রাখি এই বিলে শুধুমাত্র ম্যাসেজিং অ্যাপই নি, বরং OTT Platforms গুলিকেও যুক্ত করা হয়েছে। এই ড্রাফ্‌ট বিল আগামী 20 অক্টোবর পর্যন্ত সার্বজনীন মন্তব্যের জন্য রাখা হয়েছে এবং এরপর প্রতিক্রিয়া এবং উপদেশের জন্য ভিত্তি করে এতে যথাযথ পরিবর্তন ও পাস করা হবে। এই বিলের মাধ্যমে WhatsApp, Skype, Zoom, Telegram এবং Google Duo এর মতো অ্যাপগুলি টেলিকম লাইসেন্সের আওতায় আনা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here