প্রায় 2 বছর হয়ে গেছে Reliance Jio এবং Bharti Airtel তাদের 5G সার্ভিস লঞ্চ করে। কিন্তু এখনও পর্যন্ত ইউজাররা Vodafone idea এর 5G সার্ভিস চালু হওয়ার অপেক্ষাতে রয়েছে। তবে এই অপেক্ষার অবসান হতে চলেছে, কারণ 2025 সালের মার্চে কোম্পানি তাদের 5G সার্ভিস লঞ্চের ডেটলাইন জানিয়ে দিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী Vi 5G সার্ভিস প্রথমে দিল্লী এবং মুম্বাইতে শুরু করা হবে বলে জানানো হয়েছে। ছাড়াও কোম্পানির চিপ টেকনোলজি অফিসার জাগবির সিং জানিয়েছেন দিল্লী এবং মুম্বাই থেকে 5G সার্ভিস চালু করা হবে।
Vi এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী বছর অর্থাৎ 2025 সালের মার্চ মাসের মধ্যে দেশের 17টি সার্কেলে তাদের 5G সার্ভিস শুরু করে দেওয়া হবে।
কবে গোটা দেশের লাইভ হবে Vi 5G সার্ভিস?
আমরা আগেই জানিয়েছি দেশ জুড়ে আগামী বছরের জুন মাসের মধ্যেই Vi তাদের 5G সার্ভিস লঞ্চ করে দেবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী জিও এবং এয়ারটেলের তুলনায় ভোডাফোন-আইডিয়ার 5G সার্ভিস রোলআউট স্লো হবে। এই সম্পর্কে সম্প্রতি প্রকাশ্যে আসা ওপেনসিগনালের রিপোর্ট অনুযায়ী লঞ্চের দুই বছর পর ভারতে জিও এবং এয়ারটেলের গড় 5G ডাউনলোড স্পীড উল্লেখযোগ্যভাবে কমে গেছে। জানিয়ে রাখি 2023 সালের 1 অক্টোবর জিও এবং এয়ারটেল 5G সার্ভিস শুরু করেছিল।
Vi 4G সিমে পাওয়া যাবে 5G সার্ভিস
জিও এবং এয়ারটেলের মতোই ভোডাফোন আইডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে 5G সার্ভিস ব্যাবহার করা জন্য নতুন সিম নেয়াড় প্রয়োজন নেই, অর্থাৎ 4G সিমের মাধ্যমে 5G সার্ভিস উপভোগ করা যাবে।
Vi 5G Internet Speed
2021 সাল থেকে ভোডাফোন আইডিয়া তাদের 5G নেটওয়ার্ক ট্রায়াল করছিল। মনে করিয়েদি 2021 সালের সেপ্টেম্বর মাসে ভিআই জানিয়েছিল তাঁরা আগে 3.7 জিবিপিএস 5G স্পীড পেয়েছিল এবং এরপর নভেম্বর মাসে টেলকো গান্ধীনগরের একটি গ্রামীণ এলাকায় 100mbps গড় স্পীড পেয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও 2022 সালে ভিআই একটি স্মার্টফোনে তাদের 5G নেটওয়ার্কের পরীক্ষা করেছিল এবং বেঙ্গালুরুতে 5G নেটওয়ার্কে 1.2 জিবিপিএস ডাউনলোড স্পীড পেয়েছিল।