লো বাজেটে লঞ্চ হল Vi-এর দুটি রিচার্জ প্ল্যান, পাবেন প্রতিদিন 2GB ডেটাসহ ফ্রি OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন

Highlights

  • প্রিপেইড গ্রাহকদের জন্য Vi 368 এবং 369 টাকার প্ল্যান চালু করেছে।
  • এই দুটি প্ল্যানেই আনলিমিটেড কলিং, ডেটা এবং SMS এর সুবিধা পাবেন।
  • এই রিচার্জ প্ল্যানটি ইউজারদের জন্য উপলব্ধ হয়ে গেছে।

Vodafone Idea তাদের ইউজারবেস ধরে রাখতে সক্রিয়ভাবে নতুন প্ল্যান সামনে আনছে।এবার কোম্পানি দুটি লো বাজেট প্রিপেইড রিচার্জ লঞ্চ করেছে। এই প্ল্যানগুলির দাম 368 টাকা এবং 369 টাকা, যার সাথে ফ্রি কলিং, ডেটা, SMS এর পাশাপাশি কিছু OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশনও দেওয়া হচ্ছে। এই পোস্টে আপনাদের এই দুটি প্ল্যানের ডিটেইলস জানানো হল। আরও পড়ুন: কেমন হবে Jio 5G ফোন? জেনে নিন ফিচার, স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ সংক্রান্ত ডিটেইলস

Vodafone Idea এর 368 টাকার প্ল্যান

  • Vi এর 368 প্রিপেইড প্ল্যানের সাথে 30 দিনের ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।
  • এই প্ল্যানে ইউজাররা প্রতিদিন 2GB অর্থাৎ মোট 60 GB ডেটা (2GB ডেটা ব্যাকআপ সহ) পাবেন।
  • এই প্ল্যানে ইউজাররা আনলিমিটেড কল এবং প্রতিদিন 100টি SMS এর সুবিধা পাবেন।
  • এছাড়াও ইউজারদের SunNxt অ্যাপ, সারা রাত বিঞ্জ, উইকএন্ড ডেটা রোলওভারের সুবিধা, Vi সিনেমা এবং টিভি সাবস্ক্রিপশন থাকবে।
  • ইউজাররা Binge All Night অফারে রাত 12টা থেকে সকাল 6 টা পর্যন্ত রেগুলার স্পিডে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন।
  • এসব সুবিধা পাওয়ার জন্য ইউজারদের 121249 ডায়াল করতে হবে।

Vodafone Idea এর 369 টাকার প্রিপেইড প্ল্যান

  • Vodafone Idea রিচার্জ প্ল্যানে ইউজাররা 30 দিনের ভ্যালিডিটি পাবেন।
  • এই প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা অর্থাৎ মোট 60GB ডেটা (2GB ব্যাকআপ ডেটা সহ) দেওয়া হচ্ছে।
  • এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ফ্রি কলিং এবং প্রতিদিন 100টি SMS দেওয়া হবে।
  • এই প্ল্যানে সারা রাত বিঞ্জ, উইকএন্ড ডেটা রোলওভার, SonyLiv, Vi সিনেমা এবং টিভি সুবিধা পাওয়া যাবে।

SonyLivএবং SunNxt সাবস্ক্রিপশন ছাড়া 368 টাকা এবং 369 টাকার প্রিপেইড প্যাকের মধ্যে কোনও বড় পার্থক্য নেই। ইউজাররা যদি ডেটা এবং কলিং সুবিধাসহ একটি মাসিক প্ল্যান খুঁজে থাকেন, তাহলে এই প্ল্যানগুলি বেশ ভালো অপশন। আরও পড়ুন: 50MP Camera এবং 8GB RAM-এর সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A24 স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন এবং দাম

Airtel এর 319 টাকা এবং 359 টাকার প্ল্যান

Vodafone-Idea-এর 368 টাকা এবং 369 টাকার প্ল্যানগুলি মার্কেটে ইতিমধ্যে বিদ্যমান Airtel এর 319 টাকা এবং 359 টাকার প্ল্যানগুলিকে টেক্কা দেবে। আসলে Airtel এর এই দুটি রিচার্জের ভ্যালিডিটিই এক মাস।

  1. Airtel-এর 319 টাকার প্ল্যান: এই মাসিক রিচার্জে দৈনিক 2GB ডেটা, 100 SMS, আনলিমিটেড কলিং এর সুবিধা পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানটির ভ্যালিডিটি পুরো এক মাস থাকবে, মাস 30 দিনের হোক বা 31 দিনের।
  2. Airtel এর 359 টাকার প্ল্যান: এই মাসিক রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা, আনলিমিটেড কলিং, দৈনিক 100টি SMS এর সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানে Airtel Xstream অ্যাপ, SonyLiv, LionsgatePlay, ErosNow-এর সাবস্ক্রিপশন পাওয়া যাচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here