Sony এর ক‍্যামেরার সাথে লঞ্চ হবে iqoo Z3, ডিসপ্লে থাকবে 144 হার্টজ আর ডায়মনসিটি 1200 চিপসেটে চলবে

iQOO ব্র‍্যান্ড Vivo এর থেকেই বেড়িয়েছে যা বাজেট ফোন থেকে শুরু করে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ ফোন‌ও বানাচ্ছে। এমনিতে আইকু এখন ভিভো এর থেকে আলাদা কিন্তু এখনো এই ব্র‍্যান্ডের ফোন গুলির মডেল নাম্বার ‘ভিভো’ দিয়েই শুরু হয়। এরকমই একটি আইকু ফোন সার্টিফিকেশন সাইটে লিসট হয়েছে যার লঞ্চের আগেই কিছু বিশেষ স্পেসিফিকেশন্স সামনে এসেছে। বলা হয়েছে যে এই আইকু ফোনটি iQoo Z3 নামের সাথে টেক মার্কেটে এন্ট্রি নেবে।

iQOO Z3 স্মার্টফোনকে 3সি সার্টিফিকেশন সাইটে দেখা গেছে যেখানে ফোনটি Vivo V2073A মডেল নাম্বারের সাথে লিস্ট হয়েছে। লিস্টিঙে ফোনের নাম থেকে পর্দা ওঠানো হয়নি কিন্তু মিডিয়াতে শোনা যাচ্ছে যে এই ফোনটির নাম আইকু জেড3। সার্টিফিকেশন এর অনুযায়ী iQoo Z3 তে বড়ো ব‍্যাটারি দেওয়া হবে যা 55 ওয়াটের র‍্যাপিড চার্জ যুক্ত হবে।

iQOO Z3

আইকু এর এই আগামী স্মার্টফোন এর অন্য স্পেসিফিকেশন্সের কথা বলা হলে লিকর অনুযায়ী এই ফোনটি 144 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লের সাথে লঞ্চ করা হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 এ তৈরি হবে যার মধ্যে প্রসেসিং এর জন্য মিডিয়াটেক এর ডায়মনসিটি 1200 চিপসেট দেওয়ার কথা আছে। আবার লিকে বলা হয়েছে যে ফোটোগ্রাফির জন্য এই ফোনে 48 মেগাপিক্সেলের সোনি আইএম‌এক্স 589 ক‍্যামেরা সেন্সর থাকবে। আপাতত ফোনের সঠিক স্পেসিফিকেশন্সের জন্য এখন অপেক্ষা করতে হবে।

iQOO Z1x 5G

গত বছর লঞ্চ হ‌ওয়া আইকু জেড1এক্স এর কথা বললে এতে 6.57 ইঞ্চির (2408×1080 পিক্সেল) ফুল এইচডি + LCD ডিসপ্লে দেওয়া আছে। এরই সাথে ফোনে 20:9 আস্পেক্ট রেশিও আর 120Hz রিফ্রেশ রেট আছে। ফোনে অক্টাকোর (1 x 2.4GHz + 1 x 2.2GHz + 6 x 1.8GHz Kryo 475 CPUs) স্ন‍্যাপড্রাগন 765G 7nm EUV মোবাইল প্ল‍্যাটফর্মটি অ্যাড্রিনো 620 GPU যুক্ত। এছাড়া ফোনে 6GB র‍্যামের সাথে 64GB / 128GB স্টোরেজ আর 8GB র‍্যামের সাথে 128GB / 256GB স্টোরেজ অপশন আছে।

ফোটোগ্রাফির জন্য iqoo Z1x 5G ফোনে মোট 4টি ক‍্যামেরা দেওয়া আছে, যার মধ্যে ট্রিপল ক‍্যামেরা সেটাপ ব‍্যাকে আর ফ্রন্টে সিঙ্গেল ক‍্যামেরা আছে। যদি ফোনের রিয়ার ক‍্যামেরা সেটাপের কথা বলা হয় তাহলে এতে f/1.79 অ্যাপার্চার এর সাথে 48MP প্রাইমারি ক‍্যামেরা এল‌ইডি ফ্ল‍্যাশ, EIS, 2MP ম‍্যাক্রো আর f/2.4 অ্যাপার্চার এর 2MP ডেপ্থ সেন্সর আছে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য এতে 16MP এর ফ্রন্ট ফেসিং ক‍্যামেরা f/2.0 অ্যাপার্চার এর সাথে দেওয়া আছে।

ফোনটি অ্যান্ড্রয়েড 10 এর সাথে iQOO UI 1.0 এ কাজ করে। আবার ফোনটি ডুয়াল সিম যুক্ত। এটুকুই নয় ডিভাইসের সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর 3.5mm অডিও জ‍্যাকের সাথে পেশ করা হয়েছে। আবার এই হ‍্যান্ডসেটে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 mah এর ব‍্যাটারি 33W ফাস্ট চার্জিং এর সাথে দেওয়া হয়েছে। ফোনে কানেক্টিভিটি অপশন হিসেবে 5G SA/NSA, Dual 4G VoLTE,ওয়াইফাই 6 802.11 ax, ব্লুটুথ 5.1, জিপিএস/GLONASS, ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here