ফ্লিপকার্টের মাধ্যমে প্রকাশ্যে এল Vivo T4x 5G স্মার্টফোনের টিজার, দেখে নিন ডিটেইলস

Vivo অফিসিয়ালি ভারতে তাদের T-সিরিজের স্মার্টফোনের টিজার জারি করে দিয়েছে। আপকামিং ফোনটি Vivo T4x 5G নামে লঞ্চ কড়া হবে বলে জানানো হয়েছে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের চিপসেট এবং লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছিল। আপকামিং ফোনটি গত বছর এপ্রিল মাসে লঞ্চ হওয়া Vivo T3x 5G ফোনের সাক্সেসার হতে চলেছে। কোম্পানির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে শেয়ার কড়া টিজারের মাধ্যমে আপকামিং T4x 5G স্মার্টফোনের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে।

Vivo T4x 5G এর ইন্ডিয়া লঞ্চ টিজার ডিটেইলস

  • Vivo T4x 5G ফোনে বড় ব্যাটারি যোগ করা হবে বলে টিজ করা হয়েছে।
  • তবে এখনও পর্যন্ত ব্যাটারি সাইজ সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ইমেজের নিচে দেওয়া ডিসক্ল্যাইমারে ’20 ফেব্রুয়ারী পর্যন্ত 15,000 টাকা দামে লঞ্চ হওয়া প্রোডাক্টের ভিত্তিতে 6,500mAh’ হবে বলে লেখা রয়েছে।
  • তাই এই ফোনে 6,000mAh ব্যাটারি থাকবে বলে আভাস পাওয়া যাচ্ছে। এই ফোনের দাম 15,000 টাকা রাখা হতে পারে। আগের মডেল Vivo T3x 5G ফোনে 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল এবং এর দাম 13,499 টাকা রাখা হয়েছিল।

  • এই স্মার্টফোনটিতে AI ফিচার থাকবে।
  • টিজারের মাধ্যমে আপকামিং T4x 5G ফোনটি ফ্লিপকার্ট, ভিভোর অফিসিয়াল সাইট এবং নিকটবর্তী স্টোরের মাধ্যমে সেল করা হবে বলে জানা গেছে।
  • আগামী দিনে ফ্লিপকার্ট তাদের মাইক্রোসাইট ডিভাইস সম্পর্কে আরও তথ্যও শেয়ার করবে।

Vivo T4x 5G এর সম্ভাব্য ডিটেইলস

  • সম্প্রতি প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Vivo T4x 5G ফোনটি মার্চ মাসে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে, তবে নির্দিষ্ট তারিখ এখনও পর্যন্ত জানা যায়নি।
  • আপকামিং ফোনটিতে MediaTek Dimensity 7300 SoC চিপসেট থাকবে বলে জানা গেছে, এই চিপসেট AnTuTu টেস্টে 7,28,000 স্কোর পেয়েছে। অন্যদিকে T3x 5G ফোনে Snapdragon 6 Gen 1 চিপসেট দেওয়া হয়েছিল।
  • একই অন্য রিপোর্ট অনুযায়ী আপকামিং ফোনটিতে 6,500mAh ব্যাটারি থাকতে পারে। এটি আগের মডেলের তুলনায় আপগ্রেড হতে পারে।
  • ডিভাইসে ক্যামেরা আইল্যান্ডের কাছে নোটিফিকেশনের জন্য ডায়নেমিক লাইট দেওয়া হতে পারে, এটি আগেও Vivo Y58 ফোনে দেওয়া হয়েছিল।
  • Vivo T4x 5G ফোনটি Pronto Purple এবং Marine Blue মতো কালার অপশনে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here