ভারতে আসতে চলেছে ভিভোর পপ-আপ সেলফি ক‍্যামেরাওয়ালা সস্তা স্মার্টফোন, আগামী মাসে হবে লঞ্চ

গত সপ্তাহে 91মোবাইলস একটি এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানিয়েছিল টেক কোম্পানি ভিভো তাদের হিট স্মার্টফোন ভি11 প্রোর আপগ্ৰেডেড ভার্সনের ওপর কাজ করছে। রিপোর্টে বলা হয়েছে ফোনটি আগামী মাসে বাজারে চলে আসবে। আজ আবার ফোনটি সম্পর্কে নতুন খবর সামনে এসেছে। নতুন রিপোর্ট থেকে জানা গেছে ভিভোর এই নতুন ফোন পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে।

জিও, এয়ারটেল ও ভোডাফোন-আইডিয়ার এক বছরের ভ‍্যালিডিটির প্ল‍্যান, জেনে নিন কোনটি সবচেয়ে লাভজনক

ভিভোর এই আগামী স্মার্টফোনের খবর ভিজিআর দিয়েছে। ওয়েবসাইট থেকে জানা গেছে ভিভো ভি11 প্রোর আপগ্ৰেডেড ভার্সন পপ আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে। প্রসঙ্গত গত বছর ভিভো তাদের নেক্স স্মার্টফোনটির মাধ্যমে পপ আপ ক‍্যামেরার সূচনা করে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোন ডিসপ্লের বদলে ফোন বডির ভেতরে থাকে যা বাইরে থেকে দেখা যায় না। সেলফি তোলার সময় এই ক‍্যামেরা বাইরে আসে এবং ফোটো তোলে।

ভিভো ভি11 প্রোর নতুন ভার্সনের নাম কি হবে তা এখনও জানা যায়নি। ভিজিআর এখনও তাদের রিপোর্টে পপ আপ ক‍্যামেরার কথা ছাড়া অন্য কোনো আপডেট দেয়নি। শোনা যাচ্ছে এই আগামী ফোনটি ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করা হতে পারে। ভিভো এই ফোনটি ফ্ল‍্যাগশিপ ফোন হিসাবেই লঞ্চ করবে এবং এর দাম 25,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে থাকবে। আশা করা হচ্ছে কোম্পানি ফোনটি অনলাইন ও অফলাইন উভয় প্ল‍্যাটফর্মে সেল করবে।

ভারতীয় রেলে পাওয়া যাবে এরোপ্লেনের সুযোগ সুবিধা, 3ডি ফিল্ম থেকে আনলিমিটেড ওয়াইফাই সব পাওয়া যাবে ফ্রিতে

গত বছর ভিভো ইন্ডিয়া ভারতে “ভি” শেপের ওয়াটারড্রপ নচযুক্ত ভি11 প্রো লঞ্চ করে‌। ভি11 প্রোতে দেওয়া নচকে কোম্পানি “হ‍্যালো নচ” নাম দেয়। ভিভো ভি11 প্রোতে সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছিল। এবার ফোনটির নতুন ভার্সনের কথা সামনে আসায় মনে করা হচ্ছে এই ফোনটিতেও সিঙ্গেল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে।

ভিভো ইন্ডিয়ার পক্ষ থেকে এখনও পর্যন্ত এই আগামী স্মার্টফোনের নাম জানানো হয়নি। ফোনটি কবে লঞ্চ হবে সেবিষয়েও কিছু বলা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ফোনটি ভিভোর ভি সিরিজেই লঞ্চ হবে এবং আগামী মাসে বাজারে চলে আসবে। তবে ফোনটির সঠিক স্পেসিফিকেশন ও লঞ্চ ডেট সম্পর্কে জানার জন্য কোম্পানির অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here