5,000 এম‌এএইচ ব‍্যাটারি ও ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Vivo U10, দাম 8,990 টাকা থেকে শুরু

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি ভিভো কয়েক দিন আগে বিশ্বের প্রথম ডুয়েল পপ আপ সেলফি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Vivo V17 Pro লঞ্চ করেছিল, যার দাম 29,999 টাকা। গতকাল কোম্পানি তাদের বাজেট ক‍্যাটাগরিতে নতুন স্মার্টফোন Vivo U10 পেশ করেছে। 

OPPO ও আনতে চলেছে 64 মেগাপিক্সেলের ক‍্যামেরাযুক্ত ফোন OPPO K5, পেশ করা হবে 8 জিবি র‍্যামের সঙ্গে

জানিয়ে রাখি কোম্পানির “ইউ” সিরিজে পেশ করা হ‍্যান্ডসেট অনলাইন প্ল‍্যাটফর্মে এক্সক্লুসিভ সেল করা হয়। এক‌ই ভাবে কোম্পানি তাদের Vivo U10 ফোনটিও ই-কমার্স ওয়েবসাইট আমাজন ইন্ডিয়াতে 29 সেপ্টেম্বর থেকে সেল করবে। Vivo U10 ফোনটির 3 জিবি র‍্যাম ও 32 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 8,990 টাকা, 3 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 9,990 টাকা এবং 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,990 টাকা রাখা হয়েছে। 

ডিজাইন

Vivo U10 ফোনটি কোম্পানির পক্ষ থেকে ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে অবস্থিত। ব‍্যাক প‍্যানেলে ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে এবং মাঝ বরাবর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এক‌ই ভাবে Vivo U10 এর ফ্রন্ট প‍্যানেলে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে যা স্ক্রিনের ওপর দিকে “ভি” শেপে অবস্থিত। এই ফোনটির ডিসপ্লে বেজল লেস। তবে ডিসপ্লের নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট দেওয়া হয়েছে। Vivo U10 এর ভলিউম রকার বাটন ও পাওয়ার বাটন ডানদিকের প‍্যানেলে দেওয়া হয়েছে এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট দেওয়া হয়েছে। এক‌ই ভাবে ফোনটির নিচের প‍্যানেলে ইউএসবি পোর্ট এবং 3.5 এম‌এম জ‍্যাক আছে। 

6,000 এম‌এএইচ ব‍্যাটারী ও 12 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হল ভারতের সবচেয়ে শক্তিশালী গেমিং ফোন ASUS ROG phone II

শক্তিশালী ব‍্যাটারী

কোম্পানি Vivo U10 ফোনটিতে 5,000 এম‌এএইচের ক্ষমতাসম্পন্ন ব‍্যাটারী দেওয়া হয়েছে যা 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক সাপোর্ট করে। এই টেকনোলজির দৌলতে মাত্র 10 মিনিট চার্জ করলে Vivo U10 এর ইউজার 4.5 ঘন্টার টকটাইম পাবেন। 

স্পেসিফিকেশন

কোম্পানি Vivo U10 ফোনটিতে 6.35 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দিয়েছে যা ওয়াটারড্রপ নচযুক্ত। এই ফোনটিতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। এই ফোনটির সবকটি র‍্যাম ভেরিয়েন্টের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর হিসেবে একটি সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের Tertiary সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Vivo U10 এ 8 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। 

কমে গেল Oppo F11 Pro এর দাম, সমস‍্যার মুখে Xiaomi ও Vivo

কোম্পানির পক্ষ থেকে Vivo U10 ফোনটি তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির যথাক্রমে 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি স্টোরেজ, 3 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here