এক্সক্লুসিভ : লঞ্চের আগেই দেখুন ভিভো ভি15 প্রো, দেখে নিন ফোনটির রিয়েল ইমেজ

91মোবাইলসের তরফ থেকে কয়েক দিন আগেই ভিভোর আগামী স্মার্টফোন ভি15 প্রোর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য দেওয়া হয়েছিল। আমাদের এক্সক্লুসিভ খবরে আমরা ভি15 প্রোর স্পেসিফিকেশনের সঙ্গে এর ডিজাইন সম্পর্কেও জানিয়েছিলাম। আমরা আরও বলেছিলাম আগামী 15 ফেব্রুয়ারি থেকে ফোনটির প্রি বুকিং চালু হয়ে যাবে যা 20 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে। আজ লঞ্চের আগেই আমরা ফোনটির রিয়েল ইমেজ নিয়ে এসেছি। ভিভো ভি15 প্রোর ফোটো দেখে ফোনটি বাজারে আসার আগেই আপধারা জেনে যাবেন ফোনটি কেমন দেখতে।

শাওমি দিচ্ছে তাদের ফোনে 4,000 টাকা পর্যন্ত ছাড়, জেনে নিন কোন কোন ফোনে পাওয়া যাবে অফার

ভিভো ভি15 প্রো আর কিছু দিনের মধ্যেই ভারতে লঞ্চ হবে। আজ আমরা আমাদের রিপোর্টে ভিভো ভি15 প্রোর ব‍্যাক প‍্যানেলের ইমেজ শেয়ার করব। ভি15 প্রোর ব‍্যাক প‍্যানেল অত‍্যন্ত গ্লসি। ভি11 প্রোর মতো এই ফোনটিও গ্ৰেডিয়েন্ট লুকের সঙ্গে পেশ করা হবে। ফোনটির ব‍্যাক প‍্যানেল অত্যন্ত শাইনি হ‌ওয়ায় এটি খুবই আকর্ষণীয় দেখতে। ভি15 প্রোতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে।

ফোনের ব‍্যাক প‍্যানেলের বাঁ দিকে ওপরের দিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি ক‍্যামেরা সেন্সর ফ্ল‍্যাশ লাইটের নিচে ও অপরটি ওপরে অবস্থিত। রেয়ার ক‍্যামেরা সেট‌আপের ওপর “এআই ট্রিপল ক‍্যামেরা” লেখা আছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার বাটন ও বাঁ দিকের প‍্যানেলে পাওয়ার বাটন আছে। রেয়ার ক‍্যামেরার ওপরে হালকা বডি স্পট ফোটোয় দেখা গেছে। এখান থেকেই ফোনের পপ আপ সেলফি ক‍্যামেরা বেরিয়ে আসবে।

পাবজি খেলার জন্য বাড়ি থেকে ফোন কিনে না দেওয়ায় আত্মহত্যা করল যুবক

ভিভো ভি15 প্রোর সবচেয়ে বড় বিশেষত্ব এর ক‍্যামেরা সেগমেন্ট। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে এতে পপ আপ সেলফি ক‍্যামেরা আছে। ভিভো ভি15 প্রোতে 32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে যা ফোন বডির মধ্যে থাকবে। সেলফির কম‍্যান্ড দিলে এই সেন্সর পপ আপ ক‍্যামেরা হিসেবে বেরিয়ে আসবে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপে 48 মেগাপিক্সেল (12 × 4) এর প্রাইমারি ক‍্যামেরা সেন্সর, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও তৃতীয় সেন্সরটি 5 মেগাপিক্সেলের হবে।

ভিভো ভি15 প্রোতে ফুল ভিউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ডিসপ্লের নিচের দিকে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। ভিভো ভি15 প্রো ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করবে। ভিভো আগামী 20 ফেব্রুয়ারি ভারতে ভি15 প্রো লঞ্চ করতে চলেছে। এই ফোনটির দাম ও সেল সম্পর্কে খুব তাড়াতাড়ি জানানো হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here