ইন্দোনেশিয়াতে লঞ্চ হল Vivo V19, জেনে নিন স্পেসিফিকেশন ও দাম

টেক কোম্পানি ভিভো গত মাসে ঘোষণা করেছিল যে কোম্পানি 10 মার্চ ইন্দোনেশিয়াতে তাদের ‘ভি’ সিরিজের নতুন ফোন Vivo V19 স্মার্টফোন লঞ্চ করবে। হোলির দিন অর্থাৎ গতকাল ভিভো এই ফোনটি ইন্দোনেশিয়াতে লঞ্চ করে দিয়েছে। পাঞ্চ হোল ডিসপ্লে ও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে লঞ্চ হ‌ওয়া Vivo V19 ফোনটিকে গত বছর ভারতে লঞ্চ করা Vivo V17 এর রিব্র‍্যান্ডেড ভার্সন মনে করা হচ্ছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই ইন্দোনেশিয়াতে লঞ্চ হ‌ওয়া Vivo V19 ফোনটি আগামী দিনে ভারতীয় মার্কেটেও লঞ্চ করা হবে, তবে এটি ইন্দোনেশিয়ার মডেলের চেয়ে যথেষ্ট আলাদা ও অ্যাডভান্স হবে।

আরও পড়ুন: Exclusive: লিক হল Vivo V19 এর ইন্ডিয়ান পোস্টার, ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হবে মার্কেটে

ইন্দোনেশিয়ার Vivo V19 ফোনটির ডিটেইলস সম্পর্কে বলার আগে জানিয়ে রাখি এই মাসের মধ্যেই ভারতেও Vivo V19 লঞ্চ করা হতে পারে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি সিঙ্গেল পাঞ্চ হোল ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হলেও ভারতে Vivo V19 ডুয়েল পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে পেশ করা হতে পারে। ভারতের Vivo V19 মডেলে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেট যোগ করা হতে পারে। আশা করা হচ্ছে আগামী আইপিএল টুর্নামেন্টের আগেই ভারতে Vivo V19 লঞ্চ করা হবে।

Vivo V19 

ইন্দোনেশিয়াতে Vivo V19 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যার মধ্যে 2400 × 1080 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ ই3 সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। কোম্পানি তাদের Vivo V19 ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার যোগ করেছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে যা 128 জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত।

আরও পড়ুন: Jio লঞ্চ করল নতুন প্রিপেইড প্ল‍্যান, 350 GB ডেটার সঙ্গে পাওয়া যাবে ফ্রি কলিং

ফোটোগ্রাফির জন্য Vivo V19 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ই ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Vivo V19 এ এফ/2.45 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

Vivo V19 ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএসসহ লঞ্চ করা হয়েছে যা কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 এআইই চিপসেটে রান করে। এই ফোনটি এই 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Vivo V19 এ 18 ওয়াট ডুয়েল ইঞ্জিন ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। ইন্দোনেশিয়াতে এই ফোনটি 4,299,000 IDR দামে লঞ্চ করা হয়েছে যার ভারতীয় দাম প্রায়।22,000 টাকার সমান। বর্তমানে ভারতে Vivo V19 ফোনটির লঞ্চের অপেক্ষা করা হচ্ছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here