48MP ক‍্যামেরা ও 128GB মেমরিসহ ভারতে এল Vivo V20 SE, প্রতিযোগিতায় Xiaomi-Realne

কয়েক দিন আগে আমরা একটি রিপোর্টে Vivo V20 SE ফোনটির লঞ্চ ডেট ও প্রিবুকিং অফার সম্পর্কে জানিয়েছিলাম। আজ কোম্পানি অফিসিয়ালি এই ফোনটি পেশ করে দিয়েছে। এই ফোনটি কোম্পানি তাদের ‘ভিভো ভি20’ সিরিজে লঞ্চ করেছে। ভারতে এই সিরিজে গত মাসে Vivo V20 ফোনটি লঞ্চ করা হয়েছিল। মনে করা হচ্ছে আগামী দিনে এদেশে Vivo V20 Pro ফোনটিও লঞ্চ করা হবে।

আরও পড়ুন: আপনার ফোনেও কি আছে এই 21টি অ্যাপ? লিস্ট দেখে এখনই করুন ডিলিট

আন্তর্জাতিক মঞ্চে কোম্পানির ‘ভিভো ভি20’ সিরিজে এর আগেই Vivo V20, Vivo V20 SE এবং Vivo V20 Pro স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। তবে ভারতে এখনও পর্যন্ত শুধু Vivo V20 এবং Vivo V20 SE পেশ করা হয়েছে। আগামী কিছু সময়ের মধ্যেই Vivo V20 Pro ফোনটিও লঞ্চের সম্ভাবনা আছে। তবে এবিষয়ে অফিসিয়ালি কিছুই জানা যায়নি।

দুর্দান্ত ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Vivo V20 SE তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের বোকে লেন্স আছে। এক‌ইভাবে ফোনটির ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 32 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবার কমল লো বাজেটের Vivo Y91i এর দাম, জেনে নিন নতুন প্রাইস

ডিসপ্লে

কোম্পানির পক্ষ থেকে Vivo V20 SE ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 90.12 শতাংশ। এতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যা 60 হার্টস রিফ্রেসরেটে কাজ করে। ফোনটির স্ক্রিন সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 3 ব‍্যবহার করা হয়েছে।

হার্ডওয়্যার

Vivo V20 SE ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে ফনটাচ ওএস 11 এ কাজ করে। এক‌ইভাবে প্রসেসিঙের জন্য এতে 11 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেট দেওয়া হয়েছে। মালয়েশিয়ার মার্কেটে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: 64MP ক‍্যামেরা ও 6GB RAM এর সঙ্গে লঞ্চ হল নন চাইনিজ LG K92 5G, জেনে নিন এর দাম

ব‍্যাটারী ও কানেক্টিভিটি

Vivo V20 SE একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটিতে 33 ওয়াট ফ্ল‍্যাশ চার্জ টেকনিকযুক্ত 4,100 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া Vivo V20 SE এর ডায়মেনশন 161 × 74.8 × 7.83 এম‌এম ও ওজন 171 গ্ৰাম।

দাম

কোম্পানির পক্ষ থেকে Vivo V20 SE ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিসহ 20,990 টাকা দামে পেশ করা হয়েছে। ফোনটি এক্কামরিন গ্ৰীন ও গ্ৰ‍্যাভিটি ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে। আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 3 নভেম্বর থেকে ফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোরের সঙ্গে সঙ্গে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে কেনা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here