13 অক্টোবর ভারতে আসছে Vivo V20 সিরিজ, লঞ্চ হবে 8GB RAM ও 64MP ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন

টেক কোম্পানি ভিভো ভারতে তাদের ‘ভি’ সিরিজের স্মার্টফোন লঞ্চের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। কোম্পানি এই মাসের আগামী 13 তারিখ ‘Vivo V20’ সিরিজ লঞ্চ করবে। এই সিরিজে Vivo V20, Vivo V20 SE এবং Vivo V20 Pro ফোন তিনটি লঞ্চ করা হতে পারে। ভারতে লঞ্চের আগে কোম্পানি এই ফোনগুলি আন্তর্জাতিক স্তরে বিভিন্ন মার্কেটে পেশ করেছে। লঞ্চের আগে ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটে এই সিরিজের Vivo V20 ফোনটি স্পট করা গিয়েছিল। অন‍্যদিকে ফ্লিপকার্টে ‘Vivo V20’ স্মার্টফোন সিরিজ সম্পর্কে ‘কামিং সুন’ কথাটি লেখা রয়েছে, যার থেকে বোঝা যাচ্ছে ভারতে ফোনটি ফ্লিপকার্টের মাধ‍্যমেই সেল করা হবে এবং এর দাম হবে 20 হাজার টাকা থেকে 30 হাজার টাকার মধ্যে।

আর‌ও পড়ুন: লঞ্চ হল OPPO A73, এতে আছে 6GB RAM, কোয়াড রেয়ার ক‍্যামেরা ও 30W 4015mAh ব‍্যাটারী

আমরা এই মাসের শুরুতেই জানিয়েছিলাম ভিভো শীঘ্রই ভারতে তাদের ‘Vivo V20’ সিরিজ লঞ্চ করবে। এবার স্বয়ং কোম্পানি জানিয়ে দিয়েছে যে আগামী 13 সেপ্টেম্বর ভারতে Vivo V20 সিরিজ পেশ করা হবে। তবে অফিসিয়ালি এখনও ঘোষণা করা হয়নি যে এই সিরিজের কোন কোন ফোন লঞ্চ করা হবে।

এই মাসের শুরুতে কোম্পানি তাদের Vivo V20 Pro ফোনটির সঙ্গে এই সিরিজটি ইউরোপে পেশ করেছিল, কিন্তু তখন এর স্পেসিফিকেশন বা দাম সম্পর্কে কিছু বলা হয়নি। এবার ভারতে লঞ্চের আগে কোম্পানি তাদের গ্লোবাল সাইটে Vivo V20 এর স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে।

আরও পড়ুন: ভারতে আসছে শাওমির শক্তিশালী ফোন Mi 10T Lite, লিস্টেড হল ওয়েবসাইটে

Vivo V20

এই ফোনে 1080 × 2400 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.44 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে আছে। Vivo V20 ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি চিপসেটে রান করে। এছাড়া এতে 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 33 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজিযুক্ত 4,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

ফোটোগ্ৰাফির জন্য Vivo V20 তে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে। এই সেট‌আপে এফ/1.89 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেলের মোনোক্রোম লেন্স দেওয়া হয়েছে। এক‌ইভাবে সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

আরও পড়ুন: অতিরিক্ত খরচের জন্য হয়ে যান প্রস্তুত, বাড়তে পারে Vodafone Idea এর প্ল‍্যানের দাম

Vivo V20 Pro এবং Vivo V20 SE

Vivo V20 Pro ফোনটি 5জির সঙ্গে সঙ্গে 4জি ভোএলটিইও সাপোর্ট করে। থাইল্যান্ডে ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে THB 14,999 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 35,000 টাকার কাছাকাছি। ফোনটি Midnight Jazz, Moonlight Sonata ও Sunset Melody কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

অন‍্যদিকে মালয়েশিয়াতে Vivo V20 SE ফোনটি 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল মেমরিসহ লঞ্চ করা হয়েছে এবং সেখানে ফোনটি RM 1,199 থামে লঞ্চ করা হয়েছে, অর্থাৎ ভারতীয় টাকায় এই দাম প্রায় 22,000 টাকার কাছাকাছি। ফোনটি Oxygen Blue ও Gravity Black কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here