GCF সার্টিফিকেশনে তালিকাভুক্ত Vivo V29 Lite 5G স্মার্টফোন, শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে হবে লঞ্চ, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

  • Vivo V29 Lite 5G স্মার্টফোনটি শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে।
  • এই স্মার্টফোনটি GCF সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে।
  • Vivo V29 Lite 5G স্মার্টফোনটি Snapdragon 695 প্রসেসর, 8GB RAM সহ লঞ্চ হবে।

Vivo শীঘ্রই মিড-রেঞ্জ সেগমেন্টে V সিরিজ স্মার্টফোন Vivo V29 Lite 5G আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করবে। এই Vivo স্মার্টফোনটি কয়েকদিন আগে Google Play Console-এর তালিকায় দেখা গিয়েছিল। এখন এই ফোনটি GCF সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত করা হয়েছে। লিক রিপোর্ট অনুযায়ী Vivo এর এই ফোনটি শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হবে। এই পোস্টে আপনাদের vivo V29 Lite 5G স্মার্টফোন সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: 12GB RAM এবং 50MP ক্যামেরাসহ চীনে লঞ্চ হল নতুন Vivo Y78+ 5G ফোন, জেনে নিন স্পেসিফিকেশন

GCF সার্টিফিকেশনে তালিকাভুক্ত হয়েছে Vivo V29 Lite 5G

Vivo এর আসন্ন স্মার্টফোনটি GCF সার্টিফিকেশনে Vivo V29 Lite 5G নামে তালিকাভুক্ত হয়েছে। যার ফলে অনুমান করা হচ্ছে যে ফোনটি শীঘ্রই আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ হবে। তবে এই সার্টিফিকেশন থেকে ফোনটির স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে কিছুই সামনে আসেনি। যদিও নামটি থেকেই বোঝা যাচ্ছে যে এই ফোনটি 5G কানেক্টিভিটি সহ পেশ করা হবে।

GCF সার্টিফিকেশন হল গ্লোবাল অথরিটি যা ফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসগুলিকে সার্টিফাই করে। এই অথরিটি টেলিকম, অটোমোটিভ, IoT, শহর, রিটেল এবং অন্যান্য ক্ষেত্রে মোবাইল ইন্ডাস্ট্রির সাথে সম্পর্কিত সার্টিফিকেশন প্রোগ্রাম অফার করে। আরও পড়ুন: দেখে নিন 2023 সালের দুর্দান্ত পারফরম্যান্সযুক্ত সবচেয়ে শক্তিশালী স্মার্টফোনের তালিকা

vivo V29 Lite 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

ডিসপ্লে: Vivo V29 Lite 5G স্মার্টফোনে একটি FHD+ ডিসপ্লে দেওয়া হবে, যার মধ্যে সেলফি ক্যামেরা থেকে ওয়াটারড্রপ নচ থাকবে। ডিসপ্লের চারপাশে পাতলা বেজেল থাকবে।

চিপসেট: Vivo-এর আপকামিং ফোনে Qualcomm-এর Octa Core Snapdragon 695 প্রসেসর দেওয়া হতে পারে। এর সাথে গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 619 GPU দেওয়া যেতে পারে।

RAM এবং স্টোরেজ: Vivo V29 Lite 5G স্মার্টফোনটি কমপক্ষে 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ দেওয়া হবে। যদিও এই ফোনটি আরও ভেরিয়েন্টের সঙ্গে দেওয়া যেতে পারে।

কানেক্টিভিটি: Vivo V29 Lite 5G স্মার্টফোনে কানেক্টিভিটির জন্য, 5G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ, GPS, GLONASS এবং USB Type-C চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হবে।

ব্যাটারি: Vivo এর এই ফোনে 5,000mAh ব্যাটারি এবং ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে।

অপারেটিং সিস্টেম: Vivo V29 Lite 5G স্মার্টফোনটি লেটেস্ট Android 13 এর উপর বেস করে FunTouchOS 13-এ রান করবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here