Vivo তাদের ভি-সিরিজের সংখ্যা বাড়িয়ে Vivo V60 স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে। স্মার্টফোনটি দুর্দান্ত ডিজাইন, ক্যামেরা এবং অসাধারণ পারফরমেন্স সহ লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটিতে 6500mAh বড় ব্যাটারি, 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে, জল ও ধুলো থেকেসুরখার জন্য IP68 এবং IP69 রেটিং, Snapdragon 7 Gen 4 প্রসেসরের মতো বিভিন্ন ফিচার যোগ কোয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Vivo V60 স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
ভারতের বাজারে Vivo V60 স্মার্টফোনটি চারটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। স্মার্টফোনটির 8GB+128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 36,999 টাকা, 8GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 38,999, টাকা এবং 12GB+256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 40,999 টাকা এবং টপ মডেল 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 45,999 টাকা রাখা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং 6 মাসের নো-কষ্ট EMI অফার দেওয়া হচ্ছে। আজ থেকে স্মার্টফোনটির প্রি-বুকিং শুরু হয়ে গেছে এবং 19 আগস্ট থেকে ফ্লিপকার্ট, আমাজন, ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেইল আউটলেটের মাধ্যমে সেল শুরু হবে।
Vivo V60 5G স্মার্টফোনটি মিষ্ট গ্রে, অসপিশাস গোল্ড এবং মুনলিট ব্লু কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই মডেলগুলির 0.753cm, 0.765cm এবং 0.775cm এর মতো অত্যন্ত পাতলা বডি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী স্মার্টফোনটিতে আল্ট্রা স্লিম ডিজাইন এবং 6500mAh বড় ব্যাটারি সহ সবচেয়ে স্লিম স্মার্টফোন। স্মার্টফোনটিতে কোয়াড কার্ভড ডিসপ্লে রয়েছে, এর চারদিকের কর্নারে 41-ডিগ্রী গোল্ডেন কার্ভচার এবং অত্যন্ত পাতলা বেজাল দেওয়া হয়েছে। একইসঙ্গে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP68 এবং IP69 রেটিং রয়েছে। স্মার্টফোনটি 1.5 মিটার পর্যন্ত জলের গভীরে 120 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকতে পারবে। স্মার্টফোনটিতে শট কোম্পানির তৈরি নতুন ডায়মন্ড শিল্ড গ্লাস ব্যাবহার করা হয়েছে, এর ফলে আগের জেনারেশনের তুলনায় 37% বেশি ড্রপ-রেজিস্ট্যান্ট করতে সক্ষম।
স্মার্টফোনটিতে 2392×1080 পিক্সেল রেজোলিশন সাপোর্টেড 17.20cm 6.77 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট, 5000 নিটস পিক ব্রাইটনেস এবং P3 ওয়াইড কালার গামুট সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য Vivo V60 স্মার্টফোনটিতে 2.8GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 7 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসর প্রায় 1 মিলিয়ন AnTuTu স্কোর পেয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী আগের জেনারেশনের তুলনায় CPU পারফরমেন্স 27%, GPU পারফরমেন্স 30% এবং গেমিং পারফরমেন্স 26% আপগ্রেড হয়েছে। স্মার্টফোনটিতে LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ ফিচার রয়েছে। স্মার্টফোনটি 8GB+128GB, 8GB+256GB, 12GB+256GB এবং 16GB+512GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব হল এর ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপে ZEISS OIS এবং 1/1.56-ইঞ্চি আল্ট্রা-সেন্সিটিভ ফিচার সহ 50 মেগাপিক্সেল Sony IMX766 প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা দেওয়া হয়েছে, এতে Sony IMX882 সেন্সর, 1/1.95-ইঞ্চি আল্ট্রা-সেন্সিটিভ সেন্সর, OIS, 3x অপটিক্যাল জুম ও সর্বোচ্চ 100x টেলিফটো জুম সাপোর্ট করে।এর পাশাপাশি স্মার্টফোনটিতে 8MP ZEISS আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে ফ্রন্টে 50 মেগাপিক্সেল ZEISS গ্রুপ সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে, এতে 92° ওয়াইড-অ্যাঙ্গেল ও অটোফোকাস সাপোর্ট করে।
ফ্রন্ট ও রেয়ার উভয় সেটআপের মাধ্যমেই আল্ট্রা-ক্লিয়ার 4K ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। একইসঙ্গে AI Four Season Portrait, AI Reflection Removal এবং AI Magic Move এর মতো বিভিন্ন ফিচারের মাধ্যমে ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির উপভোগ করা যাবে। দ্রুত চার্জ করার জন্য স্মার্টফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
Vivo V60 স্মার্টফোনটি Funtouch OS 15 এবং অ্যান্ড্রয়েড 15 সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনটিতে 4 বছরের সফটওয়্যার আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে সিকিউরিটির জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কানেক্টিভিটির জন্য 5G সাপোর্ট, ওয়াই-ফাই ও ব্লুটুথ যোগ করা হয়েছে।
ভিভো তাদের ভি সিরিজে আপগ্রেডেড ক্যামেরা, ডিজাইন, ব্যাটারি, প্রসেসর এবং প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি সহ স্মার্টফোন লঞ্চ করছে। Vivo V60 স্মার্টফোনটির সঙ্গে কোম্পানি মূলত সেইসব গ্রাহকদের আকৃষ্ট করতে চাইছেন, যারা এইসব ফিচার একইসঙ্গে পছন্দ করেন। যারা 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ স্মার্টফোন খুজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি একটি সেরা অপশন হতে পারে। এই স্মার্টফোনের উভয় ক্যামেরা 4k রেকর্ডিং করতে সক্ষম। নতুন Vivo V60 স্মার্টফোনটির সঙ্গে সম্প্রতি লঞ্চ হওয়া Oppo Reno 14, Motorola edge 60 Pro এবং Vivo এর T4 Ultra স্মার্টফোনগুলির সঙ্গে প্রতিযোগিতা হতে পারে। কারণ স্মার্টফোনগুলির হাই-এন্ড ফিচার এবং দাম প্রায় একইরকম।












