ভারতের বাজারে শীঘ্রই Vivo V60 স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এবার সার্টিফিকেশন সাইটে একটি নতুন মডেল দেখা গেছে। মার্কেটে এই ফোনটি Vivo V60 Lite নামে পেশ করা হতে পারে। ইতিমধ্যে এই ফোনটি SDPPI, CQC এবং EEC প্ল্যাটফর্মে দেখা গেছে। এর ফলে ফোনটির গ্লোবাল লঞ্চের সম্ভাবনা যথেষ্ট বেড়ে গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক V60 Lite এবং Vivo V60 ফোনের ডিটেইলস সম্পর্কে।
Vivo V60 Lite ফোনের SDPPI, CQC এবং EEC লিস্টিং
Vivo V60 Lite ফোনটি V2530 মডেল নাম্বার সহ দেখা গেছে। ইন্দোনেশিয়ার SDPPI অথরিটিতে এই ফোনটি সার্টিফাই করা হয়েছে। নিচের স্ক্রিনশটে ফোনটির নামও দেখা গেছে।
CQC সার্টিফিকেশনে ফোনটি ‘CN72669’ সার্টিফিকেট নাম্বার সহ দেখা গেছে। এই লিস্টিং থেকে জানা গেছে ফোনটিতে 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হবে। CQC লিস্টিং দেখার পর আশা করা হচ্ছে শীঘ্রই ফোনটি চীনে লঞ্চ করা হতে পারে।
EEC সার্টিফিকেশনে ফোনটি ‘RU0000061641’ নোটিফিকেশন নাম্বার সহ লিস্টেড করা হয়েছে। এই সার্টিফিকেশনের মাধ্যমে ফোনটির ইউরোপীয় লঞ্চের আভাস আরও বেড়ে গেছে।
এইসব লেটেস্ট লিস্টিং প্রকাশ্যে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে Vivo V60 Lite ফোনটি শীঘ্রই বেশ কিছু বাজারে লঞ্চ করা হতে পারে। আগে লঞ্চ হওয়া ফোনের প্যাটার্ন দেখে মনে করা হচ্ছে কোম্পানি V60 ফোনের পর এই ফোনের লাইট ভার্সন পেশ করতে পারে। ফোনটি মিড রেঞ্জ সেগমেন্টে শক্তিশালী ফিচার সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। অদূর ভবিষ্যতে এই ফোনটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।
Vivo V60 ফোনের স্পেসিফিকেশন
আগেই বলা হয়েছে ভারতে আগামী সপ্তাহে Vivo V60 ফোনটি লঞ্চ করা হবে। লঞ্চের আগেই এই ফোনের বেশ কিছু স্পেসিফিকেশন কনফার্ম হয়ে গেছে। এই বিষয়ে নিচে আলোচনা করা হল।
- ডিসপ্লে: মাইক্রোসাইটের মাধ্যমে জানা গেছে Vivo V60 ফোনে Equal-Depth Quad Curved স্ক্রিন দেওয়া হবে। অর্থাৎ ফোনটি কার্ভড ডিজাইন সহ লঞ্চ করা হবে। ফোনটিতে প্রিমিয়াম এক্সপেরিয়েন্স সহ স্লিক লুক পাওয়া যাবে।
- পারফরমেন্স: কোম্পানি জানিয়ে দিয়েছে Vivo V60 ফোনটিতে Snapdragon 7 Gen 4 প্রসেসর যোগ করা হবে। এর সঙ্গে 12GB পর্যন্ত RAM এবং 12GB Extended RAM সাপোর্ট থাকবে। এর ফলে 24GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটিতে 40টিরও বেশি অ্যাপ এবং গেম হাই ফ্রেম রেটে কোনো সমস্যা ছাড়াই রান করা যাবে।
- ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে OIS সাপোর্ট সহ 50MP Zeiss Sony IMX766 প্রাইমারি 1/1.56″ সেন্সর যোগ করা হবে। এর সঙ্গে এই সেটআপে OIS ও 10x জুম সহ 50MP Zeiss Sony IMX882 টেলিফটো ক্যামেরা এবং 8MP Zeiss আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। ফোনটিতে 50MP Zeiss গ্রুপ সেলফি ক্যামেরা দেওয়া হবে। এই লেন্স 92-ডিগ্রী ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করবে। ফোনটির ক্যামেরায় Zeiss Multifocal Portrait এবং AI Four-Season Portrait মোড যোগ করা হবে। এর ফলে প্রফেশনাল এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।
- ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6500mAh BlueVolt ব্যাটারি থাকবে বলে জানানো হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য 90W FlashCharge টেকনোলজি দেওয়া হবে।
- অন্যান্য ফিচার: Vivo V60 ফোনে IP68 ও IP69 রেটিং যোগ করা হবে। এর ফলে এই ফোনটি 2 ঘণ্টা পর্যন্ত জলের তলায় সুরক্ষিত থাকবে। এছাড়াও এই ফোনটি হাই টেম্পারেচার ওয়াটার জেট সহ্য করতে পারবে।
- অপারেটিং সিস্টেম: এই আপকামিং ফোনটি Funtouch OS 15 অপারেটিং সিস্টেমে কাজ করবে।
- কালার অপশন: ভারতে কোম্পানি তাদের Vivo V60 5G ফোনটি Auspicious Gold, Moonlit Blue এবং Mist Gray কালার অপশনে সেল করবে।










