লিকের মাধ্যমে প্রকাশ্যে এল Vivo V60 ফোনের ছবি, কালার এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, শীঘ্রই হতে পারে লঞ্চ

Vivo শীঘ্রই ভারতের বাজারে তাদের প্রিমিয়াম Vivo V60 স্মার্টফোন লঞ্চ করতে পারে। এর আগের কিছু রিপোর্ট অনুযায়ী, ভারতে 19 আগস্ট এই ফোনটি লঞ্চ করা হতে পারে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো না হলেও, একটি নতুন লিকের মাধ্যমে টিপস্টার যোগেশ ব্রার Vivo V60 5G ফোনের ছবি, কালার এবং গুরুত্বপূর্ণ ডিটেইলস শেয়ার করেছেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে।

Vivo V60 ফোনের ডিজাইন এবং কালার অপশন

  • নিচে দেওয়া Vivo V60 ফোনের রেন্ডারে দেখা যাচ্ছে, এই ফোনে পিল শেপের ক্যামেরা মডিউল থাকতে পারে। এতে দুটি ক্যামেরা সেন্সর এবং Zeiss ব্র্যান্ডিং দেখা গেছে। এর পাশে আরেকটি ক্যামেরা সেন্সর এবং নিচে রিং লাইট থাকবে।
  • ফোনটির সাইড প্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে এবং ফোনটির কার্ভড এজ এটিকে প্রিমিয়াম ফিল দেয়।
  • লিক অনুযায়ী, আপকামিং Vivo V60 ফোনটি Mist Grey, প্যাটার্ন ডিজাইন সহ Moonlit Blue এবং Auspicious Gold কালারে পেশ করা হবে।

Vivo V60 ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে

Vivo V60 ফোনে কোয়াড কার্ভড ডিসপ্লে থাকবে বলে মনে করা হচ্ছে। বিশেষভাবে গেমিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে দারুণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে।

পারফরমেন্স

লিক অনুযায়ী, Vivo V60 ফোনে Snapdragon 7 Gen 4 চিপসেট যোগ করা হতে পারে। এর ফলে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে।

ক্যামেরা

Vivo V60 ফোনের ক্যামেরা সেগমেন্ট যথেষ্ট অ্যাডভান্স হতে পারে। এই ফোনে 50MP প্রাইমারি সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এখনও পর্যন্ত ফোনটির অন্যান্য লেন্স সম্পর্কে কিছু জানা যায়নি।

ব্যাটারি

Vivo V60 ফোনে 6,500mAh ব্যাটারি দেওয়া হতে পারে, ফলে এতে দারুণ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ইতিমধ্যে TUV সার্টিফিকেশন সাইটে দেখা গেছে ফোনটিতে 90W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here