প্রকাশ্যে এল Vivo X Fold 3 ফোনটির স্পেসিফিকাশন, লিক হল পোস্টার

ভিভো এই মাসেই তাদের ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ এক্স ফোল্ড 3 লঞ্চ করতে পারে। এই সিরিজে Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro মডেল লঞ্চ হতে চলেছে। তবে এখনও পর্যন্ত এই সিরিজটি লঞ্চ হওয়ার নির্দিষ্ট কোনো ডেট জানা যায়নি। এর আগেই এই সিরিজের পোস্টার লিক হয়ে গেছে। এর ফলে ফোনের প্রায় সমস্ত ডিটেইলস সম্পর্কে জানা গেছে। নিচে এই দুটি ফোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Vivo X Fold 3 সিরিজের ইমেজ (লিক)

  • মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন সিরিজ Vivo X Fold 3 সম্পর্কে লিক শেয়ার করা হয়েছে।
  • এই সিরিজে Vivo X Fold 3 এবং Vivo X Fold 3 Pro লঞ্চ করা হবে বলে আসা করা হচ্ছে।
  • এই ফোনদুটি এই মাসেই অর্থাৎ মার্চ মাসে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।
  • নিচে দেওয়া পোস্টার ইমেজে ফোনর সমস্ত স্পেসিফিকেশন দেখা যাচ্ছে।

Vivo X Fold 3 সিরিজের স্পেসিফিকেশন (লিক)

  • ডিজাইন: লিক ইমেজ থেকে জানা গেছে এক্স ফোল্ড সিরিজটির ফোনগুলি হালকা ও পাতলা হতে চলেছে। ইমেজ থেকে জানা গেছে এক্স ফোল্ড3 এবং এক্স ফোল্ড 3 প্রো ফোনদুটি 2015 সালে লঞ্চ হওয়া এক্স 5 ম্যাক্স ফোনটির থেকেও পাতলা হবে। এই ফোনটি মাত্র 5.1 মিমি থিকনেস সহ বিশ্বের সবচেয়ে পাতলা ফোন ছিল। এর সঙ্গে জল ও ধুলো থেকে বাঁচানোর জন্য IPX8 রেটিং দেওয়া হবে।
  • ডিসপ্লে: এক্স ফোল্ড 3 সিরিজে 2K রেজোলিউশন সাপোর্টেড 8.03 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে। স্যামসাং E7 AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 3,000 নিটস ব্রাইটনেস এবং ডুয়াল আলট্রা সনিক ফিঙ্গার প্রিন্ট সাপোর্ট করবে। এর বাইরের দিকে 6.53-ইঞ্চির কভার স্ক্রিন থাকতে পারে।
  • প্রসেসর: এক্স ফোল্ড 3 প্রো ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেট সহ প্রথম ফোল্ডেবল স্মার্টফোন হতে পারে। অন্যদিকে এক্স ফোল্ড 3 ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট ব্যবহার করা হতে পারে।
  • স্টোরেজ: এই সিরিজে 24জিবি পর্যন্ত RAM এবং 2টিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে আশা করা হচ্ছে।
  • ক্যামেরা: এক্স ফোল্ড 3 ও এক্স ফোল্ড 3 প্রো ফোনগুলিতে 50MP প্রাইমারি, 50MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ 64MP পেরিস্কোপ ক্যামেরা দেওয়া হতে পারে। সবকটি লেন্সে OIS সাপোর্ট থাকতে পারে। ফোনগুলিতে V3 ইমেজিং চিপ যোগ করা হতে পারে।
  • ব্যাটারি: এই সিরিজের দুটি ফোনেই 5500mAh এর ব্যাটারি দেওয়া হতে পারে। এই ফোনগুলি চার্জ করার জন্য 120W ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জিং দেওয়া হতে পারে।
  • ওএস: Vivo X Fold 3 ও Vivo X Fold 3 Pro ফোন দুটি অ্যান্ড্রয়েড 14 এবং অরিজিন ওএসে কাজ করতে পারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here